বর্তমান যুগে প্রতিটি পরিবারের জন্য (LPG Gas Mandatory Checking) রান্নার গ্যাস অপরিহার্য, গ্রামের মানুষের কাছে গাসের বিকল্প কিছু থাকলেও। শহর এর মানুষ রান্না করার জন্য গ্যসের উপরেই পুরপুরি ভাবে নির্ভরশীল থাকতে হয়। আর এই গ্যাস আপনার জন্য কতটা নিরাপদ, আপনি কি এ সম্পর্কে নিশ্চিত যে আপনার গ্যাস সিলেন্ডারটি আপনাকে কোনো বিপদে ফেলবে না। কখনো যদি আপনার পরিবারে গ্যাস সংক্রান্ত কোনো দুর্ঘটনা ঘটে যায় তখন আপনি কি করবেন। রান্নার গ্যাস নিয়ে প্রায়শই শোনা যায় কোনো না কোনো ভয়াবহ দুর্ঘটনা ঘটেই চলেছে।
LPG Gas Mandatory Checking Online Service
ভগবান যেন না চায় কখন কার সাথে এমন দুঃখ জনক ঘটনা না ঘটে, আর ঠিক সে জন্যই সেন্ট্রাল গভমেন্টের অধিনে ভারত সরকারের পেট্রোলিয়াম মন্ত্রকের আদেশানুসারে ও ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের নির্দেশ অনুসারে এবার থেকে প্রতিটি গ্যাস গ্রাহককে LPG Gas Mandatory Checking প্রতি পাঁচ বছর অন্তর গ্রাহকের নিজের এবং নিজের পরিবারের সুরক্ষার জন্য এটি করা অবশ্যই জরুরী।
অর্থাৎ এটি কে সময় মত আপডেট করুন ও আপনার পরিবারকে নিশ্চিন্তে রাখুন। তার পরেও যদি কোনো দুর্ঘটনা ঘটে যায় গ্যাস সিলেন্ডার মারফৎ তৎক্ষণাৎ এই LPG Gas Mandatory Checking শংসাপত্রটি অবশ্যই আপনার পরিবারের জন্য বিশেষ ভুমিকা পালন করবে।
মনে রাখবেন এটি করা মাত্র প্রতিটি গ্যাস গ্রাহকের রান্নাঘর পুরপুরি ভাবে বীমার আওতায় সুরক্ষিত থাকবে। সাধারণত এর জন্য কোনো রকম প্রিমিয়াম গ্রাহককে দিতে হয়না, কারন এই প্রিমিয়াম গুলি সাধারণত ইন্ডিয়ান অয়েল কর্পোরেসন ও গ্যাস (LPG Gas Mandatory Checking) ডিলার দিয়ে থাকে।
তবে গ্রাহককে একটি কাজ অবশ্যই করতে হবে সেটি হল পাঁচ বছর এর মধ্যে একবার LPG Gas Mandatory Checking শংসাপত্রটি আপডেট করাতে হবে। আর এই কাজটি করার জন্য ভারত সরকার নির্ধারিত কিছু টাকা চার্জ লাগে, টাকার পরিমান ২০০ টাকা।
আর লাগে GSTN 18% =36/- টাকা, মানে এই দুটি মিলিয়ে আপনাকে টোটাল দিতে হবে 236/- টাকা। এটি প্রতিটি গ্রাহককে দিতে হবে শংসাপত্র নেওয়ার সময়, যে অফিসার LPG Gas Mandatory Checking এ আপনার বাড়ি আসবে তাকেই টাকাটি প্রদান করতে হবে বা দিতে হবে।
LPG Gas Mandatory Checking সংশাপত্রটি পাঁচ বছরের মধ্যে একবার অবশ্যই গ্রহণ করুন, এবং আপনি নিজে ও আপনার পরিবারের সকল সদস্য নিরাপদ ও নিশ্চিন্তে থাকুন। আপনাদের জন্য এটি জেনে রাখা অবশ্যই দরকার। এই পুর প্রক্রিয়াটি কখনই গ্যাস ডিলার নিজের স্বার্থের জন্য করছে না বরং ভারত সরকারের আদেশ ও ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের নির্দেশে এই কাজটি হচ্ছে।
যখন LPG Gas Mandatory Checking হবে তখন আপনার গ্যাস সিকিউরিটি জমার পত্র (Gas Slip), আপনার গাসের বই,(Blue Book) হাতের কাছে রাখবেন এটি বাধ্যতা মুলক মূল্যায়নের সময় লাগবে। এই বিষয় আপনার যদি কোন প্রশ্ন বা মতামত থাকে তবে নিঃসংকোচে আপনার ডিস্ট্রিবিউটরের অফিস এ যোগাযোগ করুন এ সম্পর্কে আরও জানতে হলে।