বর্তমানের প্রায় সবাই তাদের উপার্জিত অর্থ (Post Office Interest Rate) সঠিকভাবে বিনিয়োগ করার ক্ষেত্রে অনেক চিন্তাভাবনা করেন। বাজারে অনেক সরকারি ও বেসরকারি প্রকল্পের সুবিধা থাকলেও সব স্কিমে টাকা বিনিয়োগ করা কিন্তু সুরক্ষিত নয়। এখনও পর্যন্ত মানুষ তাঁদের টাকা সঞ্চয় ও বিনিয়োগের জন্য ব্যাংককে ভরসা করেন। তবে ব্যাংকের পাশাপাশি পোস্ট অফিসও টাকা বিনিয়োগের জন্য অত্যন্ত ভরসাযোগ্য মাধ্যম হয়ে উঠেছে।
Post Office Interest Rate Hike on SB, FD, RD, MIS, SCSS, SSY Scheme
বর্তমানে পোস্ট অফিসের (Post Office Interest Rate) বিভিন্ন স্কিমে বিনিয়োগ করতে আগ্রহী হন সাধারণ মানুষ। তাই দিনর পর দিন পোস্ট অফিসের গ্রাহক সংখ্যা বেড়েই চলেছে। আর এবার পোস্ট অফিস গ্রাহকদের জন্য দুর্দান্ত সুখবর। নতুন অর্থবর্ষে পোস্ট অফিসের সমস্ত স্কিমে সুদের হার বাড়ল।
যারা ভাবছিলেন পোস্ট অফিসে বিনিয়োগ করবেন, এবং যারা টাকা বিনিয়োগ করেছেন, তাদের সবার জন্যই সুখবর দিল পোস্ট অফিস। কতটা বাড়ছে সুদের হার? কিভাবে বিনিয়োগ করলে বেশি লাভ পাবেন? সবটা জানতে পড়ে নিন আজকের এই প্রতিবেদনটি।
টাকা জমানোর ক্ষেত্রে পোস্ট অফিস (Post Office Interest Rate) একটি ভরসা যোগ্য মাধ্যম। গ্রামে ও শহরের বহু জনসাধারণ তাই পোস্ট অফিসে টাকা বিনিয়োগ করছেন। এদিকে চলতি অর্থবর্ষ শেষের মুখে। ৩১শে মার্চ শেষ হচ্ছে 2023-24 অর্থবর্ষ। তারপরে শুরু হবে আগামী অর্থবর্ষ। পোস্ট অফিস আগামী অর্থবর্ষে গ্রাহক দের জন্য সুদের হার বর্ধিত করেছে।
UIDAI এর নতুন দিশা! আধারের সঙ্গে লিঙ্ক হবে মোবাইল নম্বর আরও সহজেই।
সম্প্রতি পোস্ট অফিসের তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে এ বিষয়ে বিস্তারিত জানানো হয়েছে। পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্ট, ফিক্সড ডিপোজিট, RD, MIS সবেতেই উচ্চহারে সুদ দেওয়া হবে। কেন্দ্রীয় সরকারের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, 2024-25 অর্থবর্ষের প্রথম কোয়াটার স্কিমগুলোর সুদের হার বা Post Office Interest Rate এ কোনো রকম পরিবর্তন আনা হয়নি।
তবে 2023-24 অর্থবর্ষের শেষ কোয়াটারে যে Post Office Interest Rate বা পোস্ট অফিসের সুদ দেওয়া হচ্ছিল 2024-25 অর্থবর্ষের শুরুতে সেই সুদই দেওয়া হবে। সহজ কথায় বলতে গেলে, পোস্ট অফিসের স্কিম গুলি বিশাল কিছু পরিবর্তন হচ্ছে না। যদিও পোস্ট অফিস তার গ্রাহকদের টাকার ওপরে সুদের সুবিধা আগের থেকেই দিচ্ছিল, এবারেও তাই দিচ্ছে।
এক নজরে দেখে নিন পোস্ট অফিসের সুদের হার
- পোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্টে সুদের হার থাকছে 4% ।
- পোস্ট অফিস ফিক্সড ডিপোজিটে (FD) সুদের হার 1 বছরের FD 6.90%, 2 বছরের FD 7%, এছাড়া 3 বছরের FD 7.10%, 5 বছরের FD 7.50% ।
- পোস্ট অফিস রেকারিং ডিপোজিট (RD) তে সুদের হার থাকছে 6.70% ।
- পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কীম (MIS) তে সুদের হার থাকছে 7.40% ।
হটাৎ প্রয়োজনে টাকা দেবে এই ব্যাংকগুলি। কোথায় কত বেশি লাভ? দেখে নিন
- পোস্ট অফিস সুকন্যা সমৃদ্ধি যোজনা (SSY) তে সুদ দিচ্ছে 8.20%।
- পোস্ট অফিস মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট (MSSC) তে সুদ দিচ্ছে 7.50%।
- পোস্ট অফিস সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম (SCSS) তে সুদের হার দিচ্ছে 8.20%।
- পোস্ট অফিস কিষান বিকাশ পত্র (KVP) তে সুদ দিচ্ছে 7.50%।
এছাড়া পোস্ট অফিসের অন্যান্য যোজনা ও স্কিম গুলিতে গ্রাহকরা সুদের হারে (Post Office Interest Rate) সুবিধা পাবেন। তবে পোস্ট অফিসের আরও অন্যান্য স্কিম গুলি সম্পর্কে জানতে হলে পোস্ট অফিসের এই নিজস্ব ওয়েব সাইট টিতে ভিজিট করুন।
Official Website – Check In Now