বর্তমানে ভারতবাসীর কাছে (Aadhaar Mobile Number Update) বা আধার কার্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্ট। নাগরিকত্ব নিয়ে যেভাবে চিন্তার ভাঁজ পড়েছে দেশবাসীর কপালে, সেখানে আধার কার্ড আরো গুরুত্বপূর্ণ হয়ে উঠছে দিনকে দিন। যেকোনো কাজেই আধার কার্ড না থাকলে চলবে না। নিজের মোবাইল ফোনের সঙ্গে আধার কার্ডের লিংক করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এই লিঙ্ক করানোর জন্য বারবার ছুটতে হচ্ছে সাইবার ক্যাফে? মনে হচ্ছে অত্যন্ত জটিল প্রক্রিয়া, তবে আসলে তা নয়।
How to Aadhaar Mobile Number Update for UIDAI Follow this Easy Steps
আপনি অত্যন্ত সহজ পদ্ধতিতেই (Aadhaar Mobile Number Update) আধারের সঙ্গে মোবাইলে লিংক করিয়ে নিতে পারবেন। সম্প্রতি সহজ পদ্ধতিটি বলে দিয়েছে UIDAI। কিভাবে করবেন মোবাইলের সঙ্গে আধারের লিংক? একনজরে জেনে নিন আজকের প্রতিবেদন পড়ে।
আধার কার্ড আপডেট অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রক্রিয়া। যা দেশবাসীকে করার জন্য অনেকদিন ধরেই নির্দেশ দেওয়া হয়েছে। ইতোমধ্যে বিনামূল্যে আধার কার্ড আপডেটের সময়সীমা বাড়িয়েছে
সরকার। ১৪ মার্চ থেকে ১৪ জুন পর্যন্ত বিনামূল্যে আধার আপডেট করা যাবে। কিন্তু যদি আপনার (Aadhaar Mobile Number Update) আধার কার্ড এর সঙ্গে মোবাইল লিংক না থাকে।
তবে অনলাইনে মোবাইল নাম্বারের সাথে আধার লিঙ্ক করা না থাকলে সমস্যার। তাই মোবাইলের সঙ্গে আধার আপডেটটি করে নিতে হবে। এখন প্রশ্ন, এটা কিভাবে করবেন? তার উপায় বাতলে দিয়েছে UIDAI।
3 মাসের মধ্যেই দিতে হবে পরিযায়ী শ্রমিকদের রেশন কার্ড। সুপ্রিম কোর্টের কড়া নির্দেশ!
অনেক সময় দেখা যায়, গ্রাহকের ফোন হারিয়ে গিয়েছে যার সঙ্গে তাঁর (Aadhaar Mobile Number Update) আধার লিংক করা ছিল। এবার যদি আপনি নতুন নম্বর আধার লিঙ্ক করাতে চান তাহলে আপনাকে চলে যেতে হবে নিকটবর্তী আধার সেবা কেন্দ্রে। নতুন নম্বরটি আপডেট করে নিতে হবে অতি শীঘ্রই।
আধারের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক থাকার কি সুবিধা?
আসলে বর্তমানে যে কোন কাজের ক্ষেত্রেই আধার কার্ডটি গুরুত্বপূর্ণ। এখন আপনার নম্বরের সাথে যদি আধার লিঙ্ক করা না থাকে, তাহলে কোন প্রয়োজন সাপেক্ষে আপনি আধার আপডেট করতে পারবেন না।
কোন তথ্য এডিট করার থাকলেও তা করা যাবে না। অনলাইনে আধারের তথ্য আপডেট করার জন্য মোবাইল নম্বরে একটি ওটিপি আসে। আর সেই ওটিপি টি লিখতে হয়। এরপর আপনি UIDAI এর ওয়েবসাইটে লগইন করতে পারবেন ও নিজের আধার আপডেট করে নিতে পারবেন।
মোবাইলের সঙ্গে আধার আপডেট করবেন কিভাবে?
১) আপনি যদি মোবাইল নম্বরের সঙ্গে আধার লিঙ্ক করাতে চান তাহলে প্রথমেই আপনাকে যেতে হবে নিকটবর্তী আধার এনরোলমেন্ট সেন্টারে।
২) এবার এখান থেকে আপনাকে একটি আধার কার্ড কারেকশন ফর্ম ফিল আপ করে নিতে হবে।
৩) ফর্ম জমা দেওয়ার পর একজন এক্সিকিউটিভ আসবেন, আপনাকে বায়োমেট্রিক্স দিতে হবে।
৪) আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক করার জন্য ৫০ টাকা চার্জ নেওয়া হবে। এরপরই আপনার মোবাইলের সঙ্গে আধার কার্ডটি লিংক হয়ে যাবে।
আধার কার্ড থাকলেই 1 লাখ 30 হাজার টাকা ভোটের আগেই দেবে প্রধানমন্ত্রী।
৫) এই প্রক্রিয়ার পর আপনাকে একটি URN নম্বর দেওয়া হবে, এই নম্বরটি দিয়ে আপনি স্ট্যাটাস চেক করতে পারবেন। এরপর আগামী ৯০ দিনের মধ্যে আপনার মোবাইল নম্বর UIDAI ওয়েবসাইটে নথিভুক্ত হয়ে যাবে।
এই আধার সম্পর্কিত আরও বিস্তারিত তথ্য জানতে হলে। এই UIDAI ওয়েব সাইট টিতে ভিসিড করুন। ও আপনার প্রয়োজনীয় তথ্য অর্জন করুন।