ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ তথা আইপিএলের (iPL) দামামা বেজে গিয়েছে। শুরু হয়ে গিয়েছে প্রতীক্ষিত এই খেলা। যা নিয়ে সারা (KKR Team) দেশে চলছে তুমুল উত্তেজনা। বাংলা তথা বাঙালির কাছে আবেগ কেকেআর। সবুজ ঘাসে যখন কলকাতা নাইট রাইডার্স বা (KKR Team) এর ঘোড়া ছোটে, তখন টিভি পর্দার সামনে থেকে সরতে পারেন না ক্রিকেট প্রেমীরা। কলকাতা নাইট রাইডার্স বা KKR বঙ্গবাসীর কাছে আবেগ।
KKR Team are the Only Team to Win Away Match Till Now IPL 2024
সেই কেকেআর (KKR Team) কিনা এবার ঘটিয়ে ফেললে বড় কান্ডটি! জানলে অবাক হতে হয়। দেশ বিদেশের নামই ক্রিকেটাররা একজোটে চলে এসেছেন ভারতে। নামি শহরের হয়ে ব্যাটে-বলে সরগরম হয়ে উঠছে ময়দান চত্বর। উত্তেজনার আগুন ছড়িয়েছে ক্রিকেটপ্রেমীদের মনে। বছর বছর এই খেলা দেখার জন্যেই অপেক্ষায় থাকেন দেশের ক্রিকেট প্রেমীরা।
দেশের অন্যান্য শহরের মতো কলকাতাতেও জমে উঠেছে আইপিএল এর আসর। বঙ্গবাসী গলা ফাটাচ্ছে কেকেআরের হয়ে। এই বছরের আইপিএল টিকে অন্যভাবে দেখছেন কেকেআর (KKR Team) সাপোর্টাররা। বিগত কয়েক বছরে কেকেআরের পারফরমেন্স সেভাবে চোখে পড়েনি। হতাশ হয়েছিলেন নাইট রাইডার্স সাপোর্টাররা।
67,000 টাকা বেতনে ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়াতে দারুন চাকরির সুযোগ।
দলের প্রাক্তন অধিনায়ক গৌতম গম্ভীর কেকেআর এর মেন্টর হয়ে আসতেই দলের চেহারা একেবারেই বদলে গিয়েছে! প্রবল উদ্যমে আগুন ঝরাতে মাঠে নামছে টিম নাইট রাইডার্স। আইপিএলের ট্রফি জেতার দৌড়ে এক ধাপ এগিয়ে রয়েছে এই দলটি। প্রথম ম্যাচ থেকেই নাইট রাইডার্স (KKR Team) এর প্রবল উদ্যম চোখে পড়ছে সবার খেলা দেখে বেশ উপভোগ করছেন কেকেআর প্রেমীরা।
অন্যান্য বছরে তুলনায় ২০২৪ আইপিএল কলকাতা নাইট রাইডার্স (KKR Team) এর জন্য স্পেশাল হতে চলেছে বলে মনে করছে তাঁরা। প্রথম থেকেই আগুন ঝরাচ্ছে কেকেআর। ঘরের মাঠে সানরাইজ হায়দ্রাবাদকে হারিয়ে একধাপ এগিয়ে এসেছে আইপিএলের টিম কলকাতা। হায়দ্রাবাদকে হারিয়ে অ্যাওয়ে ম্যাচে বেঙ্গালুরুকে উড়িয়ে দিয়েছে দুর্ধর্ষ কলকাতা।
আরসিবি কে হারিয়ে বেশ খোশমেজাজে (KKR Team) কলকাতা নাইট রাইডার্স। চলতি বছরের আইপিএল সতেরো তম মরশুমে পা রেখেছে। গত ২২ মার্চ তারিখ চেন্নাই ও বেঙ্গালুরু ম্যাচ দিয়ে শুরু হয়েছিল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ২০২৪। গত শনিবার পর্যন্ত প্রায় এগারটি ম্যাচ হয়ে গিয়েছে আইপিএলের।
আর সেখানে অভিভাবক পরিসংখ্যানের সামনে দাঁড়িয়ে অবাক ক্রিকেট প্রেমীরা। বলাই বাহুল্য এই পরিসংখ্যান দেখে বেশ খুশি হয়েছেন তাঁরা। ঠিক কি বলছে পরিসংখ্যান? পরিসংখ্যান থেকে দেখা যাচ্ছে, গত ৩০ মার্চ শনি বার পর্যন্ত ঠিক যতগুলি ম্যাচ হয়েছে তাতে একটি মাত্র ম্যাচ বাদে প্রায় প্রতিটি খেলাতেই জিতেছে হোম টিম।
শীঘ্রই প্রকাশিত হতে চলেছে রাজ্যের ফুড এসআই পরীক্ষার রেজাল্ট! কবে? দিনক্ষণ জেনে নিন পরীক্ষার্থীরা
তবে সবার মধ্যে ব্যতিক্রম (KKR Team) কলকাতা নাইট রাইডার্স। পরিসংখ্যান দেখে রীতিমতো খুশি কেকেআর সাপোর্টাররা। কারণ কলকাতা হল এই বছরের একমাত্র আইপিএল টিম (iPL Team) যা কিনা অ্যাওয়ে ম্যাচে গিয়ে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু কে অবলীলা ক্রমে হারিয়ে এসেছে।
আর সি বি কে হারানোর পর কলকাতার পরিসংখ্যান বেশ ভালো। মনে মনে আত্মবিশ্বাসী হয়ে উঠেছে টিম কেকেআর। এই বছরের আইপিএল ট্রফি কি তাহলে কলকাতার (KKR Team) ঘরে উঠবে? স্বপ্ন দেখছে বেগুনি বাহিনী। আর তার সঙ্গে স্বপ্নে আপাতত দুচোখ ভরাচ্ছে বঙ্গবাসী।
official Webside – Click Here