রেশন কার্ড (Ration Card) সমস্ত সাধারণ মানুষের কাছে একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট। রেশন কার্ড থাকলে আপনি নানান ধরনের সুযোগ-সুবিধা পেতে পারেন। স্বল্প মূল্যে খাদ্যশস্য গ্রহণ থেকে সরকারি সুবিধা সর্বত্র রেশন কার্ডকে মান্যতা দেওয়া হয়। দেশের সরকার আমজনতাকে বাজার দামের চাইতে কম দামে খাদ্যশস্য বিতরণের জন্য রেশন ব্যবস্থা (Ration System) চালু রেখেছে। বর্তমানে কোটি কোটি সাধারণ মানুষ প্রত্যেক মাসে রেশন সুবিধা পান।
CSC Center Start in All Ration Card Holders Extra Benefits
সমাজের দরিদ্র জন সাধারণের জীবনধারণ কিছুটা ভালো করতে সরকার অতিরিক্ত সুবিধা দেয়। রেশনের ক্ষেত্রেও সেই অতিরিক্ত সুবিধা প্রদান করা হয়। দরিদ্র জন সাধারণের জন্য রয়েছে আলাদা রেশন কার্ড (Ration Card). তবে মোটামুটি সব স্তরের সাধারণ মানুষ রেশন ব্যবস্থার সুবিধা ভোগ করেন। তবে এবার আরো খুশির খবর। রেশন নিয়ে বড় পদক্ষেপ নিল সরকার।
আমাদের রাজ্য জুড়ে প্রায় প্রত্যেকটি এলাকাতেই আলাদা আলাদা রেশন দোকান রয়েছে। যেখান থেকে সংগ্রহ করতে হয় খাদ্যশস্য। এবার সমস্ত রেশন দোকানগুলিতে তৈরি করা হবে CSC বা কমন সার্ভিস সেন্টার। এতদিন যে দোকানগুলিতে শুধুমাত্র রেশন দেওয়া হত, এবার থেকে সেখানে আধার কার্ড, ভোটার কার্ডের লিংক, সরকারি প্রকল্পের আবেদন, সমস্ত ধরনের পরিষেবা পাওয়া যাবে।
অতএব সাধারণ মানুষের ছোটাছুটি কমবে। এক জায়গায় একাধিক সুবিধা পেতে পারবেন। দেশের সমস্ত রাজ্যের রেশন দোকান (Ration Card) গুলিকে CSC বা কমন সার্ভিস সেন্টারে বদল করার কাজ শুরু হয়েছে গত বছর থেকেই। কেন্দ্রীয় সরকার নির্দেশ দিয়েছিল, সাধারণ মানুষের সুবিধার্থে পরিকাঠামো গত উন্নতি করতে হবে। কাজ শুরু হলেও এখনো পর্যন্ত পরিষেবা পাচ্ছেন না সাধারণ মানুষ।
রাজ্যবাসীর রেশন কার্ডের ওপর নজরদারি ইডির! কেন্দ্রীয় সংস্থার চিঠি এল খাদ্য দপ্তরের কাছে
তবে সূত্রের খবর, দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে সুবিধা পেতে চলেছে আমজনতা। নিঃসন্দেহে সাধারণ মানুষ এর দ্বারা বহুলাংশে উপকৃত হবেন। মুখে হাসি ফুটবে সবার। মানুষ অনেক বেশি সুবিধা পেতে রেশন দোকানগুলিতে রেশন গ্রহণ ছাড়াও অন্যান্য কাজের জন্য উপস্থিত হতে পারবেন। বর্তমানে সরকার রেশন কার্ডের (Ration Card) সঙ্গে আধার লিঙ্ক বাধ্যতামূলক করেছে।
আধার লিঙ্ক করানোর জন্য আগে সাইবার ক্যাফে ছুটতে হতো সাধারণ মানুষকে। এবার সবটাই হবে রেশন দোকানে। পাশাপাশি আধার কার্ডের ডকুমেন্ট আপডেট, বিভিন্ন নথির তথ্য এডিট করা, আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড তৈরি, ও বিভিন্ন সরকারি প্রকল্পের আবেদন সবটাই করতে পারবেন রেশন দোকানের মাধ্যমে। শুধুমাত্র তাই নয়, এর দ্বারা সাধারণ মানুষ যেমন উপকৃত হবেন, তেমনই বহু কর্মসংস্থান বাড়বে।
পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তরে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি। শুধুমাত্র ইন্টারভিউ হবে। এইভাবে আবেদন করুন
রেশন দোকান গুলিতে কাজের জন্য নিয়োগ করা হবে যুবক-যুবতীদের। ফলে দেশে বেকারত্ব সমস্যা কমবে। সূত্রের খবর আপাতত উত্তরপ্রদেশে এই ব্যবস্থা চালু হচ্ছে। যদি পরিকল্পনা সফল হয় তবে সারা দেশে খুব শীঘ্রই লাগু হতে চলেছে এই নয়া ব্যবস্থাটি। সারা দেশের মানুষ এই ব্যবস্থার সুবিধা (Ration Card) পাওয়ার জন্য অত্যন্ত উৎসাহী। এবার দেখা যাক সরকারের তরফে কী পদক্ষেপ নেওয়া হয়।