Sishu Sathi Scheme – রাজ্যের সকল শিশুদের জন্য চালু হল এক নতুন প্রকল্প। মিলবে একগুচ্ছ সুবিধা! কি কি সাহায্য করবে সরকার? বিস্তারিত জানুন

রাজ্য সরকার বিভিন্ন ধরনের প্রকল্প চালু করে রেখেছে বর্তমানে (Sishu Sathi Scheme). এই সকল জনকল্যাণকারী প্রকল্প আমজনতার জীবনধারণের সাহায্য করে। মানুষের প্রয়োজন মত বিভিন্ন ধরনের প্রকল্প চালু করেছে সরকার। কিশোর-কিশোরী, প্রাপ্তবয়স্ক, প্রবীণ মানুষদের জন্য সরকারের এই সকল প্রকল্প অচিরেই জনপ্রিয় হয়ে ওঠে। রাজ্য সরকারি তরফে এই সকল প্রকল্পে জনতাকে আবেদন জানানোর জন্য আহ্বান জানানো হয়।

Apply Sishu Sathi Scheme for Children in West Bengal

নির্দিষ্ট নিয়ম মেনে আবেদন জানান তারা। তবে এবার রাজ্য সরকার নতুন একটি প্রকল্প শুরু করলো শিশুদের জন্য। এই প্রকল্পের নাম শিশু সাথী প্রকল্প বা Sishu Sathi Scheme. এই প্রকল্পের মাধ্যমে কি কি সুবিধা মিলবে, আসুন জেনে নেওয়া যাক।

  • শিশু সাথী প্রকল্প কী?
  • প্রকল্পের সুবিধা
  • আবেদন যোগ্যতা
  • আবেদন পদ্ধতি

শিশু সাথী প্রকল্প কী?

রাজ্য সরকার শিশুদের জন্য যে নতুন প্রকল্প চালু করেছে তা শিশু সাথী প্রকল্প বা Sishu Sathi Scheme নামে পরিচিত। সাধারণত দেখা যায় অনেক সময় একটি শিশুর জন্মের পর শারীরিক জটিলতা দেখা যায়। অনেক সদ্যজাত শিশুর মধ্যে হার্টের সমস্যা দেখা যেতে শুরু করেছে।

ছোট থেকে এই সমস্যা দেখা যায় এবং বড় হয়ে সমস্যা গুরুতর রূপ নেয়। তাই ছোট থাকতেই অস্ত্রোপচার করতে হয় শিশুদের। কিন্তু, সমাজে এমন অনেক মানুষ আছেন যাদের পক্ষে এই অস্ত্রোপচার করা সম্ভব হয় না। তাঁদের শিশুদের জন্য শিশু সাথী প্রকল্প বা Sishu Sathi Scheme.

বাংলার কৃষক বন্ধুরা পাবেন 2000 টাকা! তবে তার আগে সেরে নিতে হবে এই কাজ

প্রকল্পের সুবিধা

রাজ্য সরকারের শিশু সাথী প্রকল্প বা Sishu Sathi Scheme এর মাধ্যমে রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি হাসপাতালগুলিতে প্রতি বছর বিনামূল্যে ৩০০০ জন শিশুর অস্ত্রোপচার-এর ব্যবস্থা করেছে। যদি কোন শিশুর জন্মের পর হার্টে ছিদ্র অথবা রক্ত চলাচলের সমস্যা থাকে, তবে রাজ্যের হাসপাতালগুলি থেকে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পাবেন।

NVS Recruitment 2024

আবেদন যোগ্যতা

  • এই প্রকল্পের আবেদন জানাতে হলে একজন আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
  • আবেদনকারীর বয়স হতে হবে ১২ বছরের মধ্যে।
  • এই প্রকল্পের জন্য নির্দিষ্ট কোন আয়ের গণ্ডি নেই। যে কোনো আয়ের পরিবার প্রকল্পের জন্য আবেদন জমা করতে পারেন।
  • আবেদন জানানোর সময় আবেদনকারী এবং আবেদনকারীর পিতা-মাতার সমস্ত ডকুমেন্ট লাগবে।

রাজ্যে সকল শিশুদের জন্য চালু হলো এক নতুন স্কিম! সুবিধা ও আবেদন পদ্ধতি জেনে নিন

আবেদন পদ্ধতি

যে সকল অভিভাবক তাদের শিশুদের জন্য শিশু সাথী প্রকল্প বা Sishu Sathi Scheme এর আবেদন জমা করতে ইচ্ছুক, তারা অনলাইন অথবা অফলাইন মারফত অ্যাপ্লিকেশন জমা করতে পারবেন। যদি অনলাইনে আবেদন জানাতে হয়, তবে ভিজিট করতে হবে পশ্চিমবঙ্গ শিশুসাথী যোজনার অফিসিয়াল ওয়েবসাইটে।

এই ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র ফিল আপ করে দরকারি ডকুমেন্ট-সহ জমা করে দিলে এই শিশু সাথী প্রকল্প বা Sishu Sathi Scheme এর জন্য আবেদন জমা পড়ে যাবে। আর যদি অফলাইনে আবেদন জানাতে হয় তাহলে আবেদন কারীদের SSKM হাসপাতালে যোগাযোগ করতে হবে। অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করে জমা করা হলে আপনার আবেদন জমা পড়ে যাবে।

Leave a comment