Food SI Result – ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষার রেজাল্ট প্রকাশিত। চেক করে নিন অনলাইনে, স্টেপ বাই স্টেপ জেনে নিন।

পশ্চিমবঙ্গের একটি গুরুত্বপূর্ণ পদ হলো ফুড সাব ইন্সপেক্টর (Food SI)। এই পদে নিয়োগের জন্য কর্মসূচি গ্রহণ করেছিল (Food SI Result) রাজ্য সরকার। পরীক্ষাটি পরিচালনা করে, রাজ্য পাবলিক সার্ভিস কমিশন (WBPSC)। বহু প্রতীক্ষার পর অবশেষে প্রকাশ পেল ফুড এসআই (Food SI) পরীক্ষার ফলাফল। পরীক্ষার্থীরা কিভাবে রেজাল্ট চেক করবেন, তা নিম্নে আলোচনা করা হলো।

WBPSC Gov in Food SI Result Download Now

পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন বা WBPSC নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে পরীক্ষার রেজাল্ট আপলোড (Food SI Result) করেছে। পরীক্ষার্থীরা ওয়েবসাইট মারফত পরীক্ষার ফলাফল চেক করতে পারবেন। রেজাল্ট দেখার প্রসেস স্টেপ বাই স্টেপ জেনে নিন।

পরীক্ষার রেজাল্ট চেক

  • প্রার্থীদের প্রথমে ভিজিট করতে হবে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন (WBPSC) অফিসিয়াল ওয়েবসাইটে সাইটটি – (https://psc wb.gov.in).
  • ওয়েবসাইটে ভিজিট করে তার হোমপেজ থেকে পেয়ে যাবেন ফুড সাব ইন্সপেক্টর (Food SI Recruitment) পরীক্ষার রেজাল্ট দেখার লিংক।
  • এখান থেকেই সরাসরি পিডিএফ আকারে সকল পরীক্ষার্থীরা নিজেদের রেজাল্ট ডাউনলোড করতে পারবেন।

কলকাতা মেট্রোয় কর্মী নিয়োগ শুরু! ম্যানেজার পদে চাকরি! অপেক্ষা কিসের? শীঘ্রই আবেদন করুন

পরীক্ষার্থীরা একটা বিষয় অবশ্যই জানবেন, এই রেজাল্ট ২০২৪ সালের ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষার ফলাফল নয় (Food SI Result) চলতি বছরের পরীক্ষার সঙ্গে এই ফলাফলের যোগাযোগ নেই। অতএব সেই বছর যারা পরীক্ষায় বসেছিলেন, সেই সকল পরীক্ষার্থীরা নিজেদের রেজাল্ট চেক করবেন পিএসসির অফিসিয়াল ওয়েবসাইট মারফত।

গত বছরের মাঝামাঝি সময় পশ্চিমবঙ্গ সরকার একগুচ্ছ শূন্যপদে ফুড সাব ইন্সপেক্টর (Food SI) নিয়োগের বিজ্ঞপ্তি জারি করে। পাঁচশোর কম শূন্য পদের জন্য আবেদন জমা পড়ে লক্ষ লক্ষ চাকরি প্রার্থীর। এরপর অনেকদিন ধরে অপেক্ষা চলে পরীক্ষার দিনক্ষণ প্রকাশের (Food SI Result).

NVS Recruitment 2024

চলতি বছরের শুরুতে পরীক্ষার তারিখ ঘোষণা করে পাবলিক সার্ভিস কমিশন। কড়া নিরাপত্তার বেড়াজালে আয়োজিত হয় ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষা। চলতি বছরের মার্চ মাসে আয়োজিত হয় পরীক্ষাটি। যে পরীক্ষায় বসেছিলেন আবেদনরত তরুণ -তরুণীরা (Food SI Result).

যেহেতু শূন্যপদ এবং আবেদনের মধ্যে পার্থক্য অনেক ছিল ফলে এই পরীক্ষায় প্রতিযোগিতা যথেষ্ট বেশি হবে এমন ধারণা ছিল সবারই। তবে পরীক্ষা নিয়ে জটিলতা তৈরি হয়। অনেকদিন পর ফুড সাব ইন্সপেক্টর নিয়োগ হবে বলে চাকরিপ্রার্থীদের মধ্যে একটা উৎসাহ কাজ করছিল (Food SI Result).

Food SI পরীক্ষার রেজাল্ট এইমাত্র প্রকাশ পেল! অনলাইনে নামের লিস্ট চেক করে নিন

তবে দুর্নীতির অভিযোগ প্রকাশ্যে আসতে চুপ করে নেই পরীক্ষার্থীরা। আন্দোলন ও পরীক্ষা বাতিলের দাবি তোলেন তারা। এই পরীক্ষা পরিচালনার দায়িত্বে ছিল পাবলিক সার্ভিস কমিশন (WBPSC)। তবে পরীক্ষা ঘিরে বারংবার প্রকাশ্যে আসে একাধিক অভিযোগ। রাজ্যের ফুড সাব ইন্সপেক্টর (Food SI) পরীক্ষায় দুর্নীতি হয়েছে বলে গুরুতর অভিযোগ ওঠে।

ফের নতুন করে পরীক্ষা নেওয়ার দাবি তোলেন চাকরি প্রার্থীরা। ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষার মামলা গড়ায় হাইকোর্টে। আদালত পরীক্ষা বাতিলের নির্দেশ দেয়। একই সঙ্গে নির্দেশ দেয় সিআইডি তদন্তের। তাই এই পরীক্ষার ফলাফল চলতি বছর আয়োজিত ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষার ফলাফল এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। দুর্নীতির অভিযোগে পরীক্ষা বাতিল করেছে আদালত। আগামী দিনে কি সিদ্ধান্ত হয় তা জানার অপেক্ষায় পরীক্ষার্থীরা।

Leave a comment