Food SI – শীঘ্রই প্রকাশিত হতে চলেছে রাজ্যের ফুড এসআই পরীক্ষার রেজাল্ট! কবে? দিনক্ষণ জেনে নিন পরীক্ষার্থীরা

গত বছরের মাঝামাঝি থেকে ফুড সাব ইন্সপেক্টর (Food SI) নিয়োগ নিয়ে তৎপরতা চলছে রাজ্য সরকারের তরফে। রাজ্যের খাদ্য ও সরবরাহ দপ্তরে একগুচ্ছ শূন্যপদে ফুড সাব ইন্সপেক্টর নিয়োগ হবে। নিয়োগ প্রক্রিয়ায় আবেদন জানানোর সুযোগ পেয়েছিলেন রাজ্যের সমস্ত অঞ্চলের চাকরিপ্রার্থীরা। ফুড এস আই নিয়োগের জন্য মোট ৪৮০ টি শূন্যপদ ছিল। যার জন্য আবেদন জমা পড়ে প্রায় তেরো লক্ষ পরীক্ষার্থীর।

Food SI Exam Result Published date Decleared Check Now

চলতি বছরের মার্চ মাসে আয়োজিত হল পরীক্ষাটি। তবে এই পরীক্ষা নিয়ে বেশ কিছু অসঙ্গতি রয়েছে। তা সত্বেও Food SI বা ফুট সাব ইন্সপেক্টর নিয়োগ পরীক্ষার ফলাফল দ্রুত প্রকাশ করা হবে বলে খবর পাওয়া যাচ্ছে। গত বছরের মাঝামাঝি‌ সময়ে সর্বপ্রথম ফুড সাব ইন্সপেক্টর নিয়োগ সংক্রান্ত নোটিফিকেশন জারি হয়।

রাজ্য সরকার বিভিন্ন শূন্যপদে নিয়োগ নিয়ে যেভাবে তৎপর হয়েছিল, তার মধ্যে অন্যতম ছিল ফুড এসআই নিয়োগ। ন্যূনতম যোগ্যতা থাকলেই আবেদন জানাতে পেরেছিলেন পশ্চিমবঙ্গের যুবক যুবতীরা। কয়েক দিনের মধ্যেই লাখ লাখ চাকরি প্রার্থী জমা করেন তাঁদের আবেদন।

তারপর শুরু হয় পরীক্ষা নিয়ে অপেক্ষা। মার্চ মাসের পরীক্ষার তারিখ মাস কয়েক আগে প্রকাশ হতে তোড়জোড় শুরু হয় ফুড সাব ইন্সপেক্টর (Food SI) পরীক্ষার। পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন ফুড এস আই পরীক্ষাটির আয়োজনে ছিল। গত ১৬ এবং ১৭ মার্চ ফুড সাব ইন্সপেক্টর নিয়োগ পরীক্ষাটি মোট ছয়টি শিফটে আয়োজিত হয়।

রাজ্যে আবারও মাধ্যমিক পাশে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পদে একাধিক কর্মী নিয়োগ।

তবে পরীক্ষা শেষ হতেই দুর্নীতির অভিযোগ সামনে আসে। প্রশ্নপত্র ফাঁস থেকে চড়া দামে প্রশ্নপত্র বিক্রি, কড়া নজরদারি এড়িয়ে ফুড সাব ইন্সপেক্টর নিয়োগ পরীক্ষায় দুর্নীতির কালো ছায়া পড়ল। ইতোমধ্যে পরীক্ষাটি বাতিল করার দাবি তুলছেন রাজ্যের লাখ লাখ ফুড এসআই পরীক্ষার্থী।

তাঁদের দাবি, দুর্নীতি ফলে মেধা চাপা পড়েছে, এবং বিকৃত হয়েছে চাকরির পরীক্ষাটি। সম্প্রতি পিএসসি ভবনের সামনে একজোট হয়েছিলেন (Food SI) পরীক্ষার্থীরা। দুর্নীতির অভিযোগ স্বীকার করে নিয়েছে খোদ পাবলিক সার্ভিস কমিশন।

Primary TET - প্রাথমিক টেট

আবার আয়োজিত হবে ফুড এসআই পরীক্ষা?

এখন কথা হচ্ছে সত্যিই কি ফুড সাব ইন্সপেক্টর (Food SI) পরীক্ষা কি বাতিল হয়ে যাবে? দ্বিতীয়বারের জন্য আবার পরীক্ষা দিতে হবে পরীক্ষার্থীদের? সংশ্লিষ্ট বিষয়ে এখনো সদুত্তর মেলেনি। তবে কমিশনের তরফে আশ্বাস দেওয়া হয়েছে গোটা বিষয়টি খতিয়ে দেখার। বেশ কিছু জেলার কাছ থেকে রিপোর্ট সংগ্রহ চলছে বলেও জানা যাচ্ছে।

67,000 টাকা বেতনে ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়াতে দারুন চাকরির সুযোগ।

সমস্ত রিপোর্ট পাওয়া হয়ে গেলে পরীক্ষা নিয়ে একটি মিটিং ডাকবে কমিশন। তারপর স্থির হবে ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষাটি পুনরায় নেওয়া হবে নাকি।ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষার ফলাফল প্রকাশ হবে কবে? রাজ্যে ফুড সাব ইন্সপেক্টর নিয়োগ নিয়ে বিক্ষোভ, আন্দোলন, প্রতিবাদ কর্মসূচির মাঝে সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে যে, কমিশনের অন্দরে খাতা দেখা জোরকদমে চলছে।

অর্থাৎ আর কিছুদিনের মধ্যেই পরীক্ষার (Food SI) ফলাফল প্রকাশিত হবে। তড়িঘড়ি যাতে রেজাল্ট প্রকাশ করা যায়, তার জন্যই পদক্ষেপ নিচ্ছে পর্ষদ। যদিও এখনও অফিসিয়াল বিজ্ঞপ্তি জারি হয়নি, তবুও আশা করা যাচ্ছে, এক দুই মাসের মধ্যেই‌ পরীক্ষার ফলাফল প্রকাশ হবে।

CHECK OFFICIAL WEBSIDE – CLICK HERE

Leave a comment