PMAY Scheme – আধার কার্ড থাকলেই 1 লাখ 30 হাজার টাকা ভোটের আগেই দেবে প্রধানমন্ত্রী।

সাধারণ মানুষের সুবিধার্থে কেন্দ্রীয় সরকার একের পর এক নতুন প্রকল্প চালু করে চলেছেন। যার ফলে সাধারণ মানুষেরা খুবই উপকৃত হচ্ছে। PMAY Scheme বা Pradhan Mantri Awas Yojona বা প্রধানমন্ত্রী আবাস যোজনা হল এর মধ্যে অন্যতম। কেন্দ্রীয় সরকার বিভিন্ন ধরনের প্রকল্প চালু বা প্রচার করায় সাধারণ মানুষ অনেক সুযোগ সুবিধাও পাচ্ছেন। তেমনই আবারও নতুন একটি প্রকল্প নিয়ে এসেছে কেন্দ্রীয় সরকার। এই নতুন প্রকল্পে অর্থাৎ PMAY Scheme বা প্রধানমন্ত্রী আবাস যোজনায় আপনি অথবা সাধারণ মানুষ আবেদন করলেই পাবেন ১ লক্ষ ৩০ হাজার টাকা।

Get Instant 1.30 Lakh RS on PMAY Scheme

  • আবেদনের নিয়ম
  • আবেদনের শর্ত
  • প্রয়োজনীয় প্রমানপত্র
  • অনলাইন আবেদন পদ্ধতি
  • অফলাইন আবেদন পদ্ধতি

আবেদনের নিয়ম

আপনাদের সুবিধার্তে আমরা কিছু জানিয়ে রাখছি এই PMAY Scheme অথবা প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের উদ্দেশ্য। কেন্দ্র সরকারের এই নতুন প্রকল্প প্রধানমন্ত্রী আবাস
যোজনাটি আবেদনকারী মহিলা ও পুরুষ উভয়ই হতে পারে।

এখনকার দিনে প্রায়সই দেখা যায় অনেক গরিব ও দরিদ্র পরিবারের সদস্যদের মাথার উপর ছাদ থাকে না। ভাঙাচোরা ঘরের মধ্যেই জীবন যাপন করছেন তারা। তাই তাদের কথা ভেবেই কেন্দ্র সরকার এই নতুন প্রকল্পটির ঘোষণা করেছেন।

কেন্দ্র সরকার তাদের ঘর বাড়ি নির্মান করার জন্য এই PMAY Scheme অথবা প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের দ্বারা টাকা দেবেন যাতে সেই টাকা দিয়ে গরিব ও দরিদ্র পরিবারের মানুষেরা নিজেদের একটি সুন্দর ঘর বাড়ি বানিয়ে সুখে শান্তিতে জীবন যাপন কাটাতে পারেন। আপনি ও যদি এমন অবস্থায় থাকেন তাহলেও এই PMAY Scheme অথবা প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পটি আবেদন করতে পারবেন।

আবেদনের শর্ত

এই PMAY Scheme অথবা প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পটিতে আবেদন করার জন্য আবেদনকারীকে কিছু নির্দিষ্ট শর্ত মেনে চলতে হবে। যেমন –

  • আবেদনকারীকে অবশ্যই একজন ভারতীয় স্থায়ী নাগরিক হতে হবে।
  • এই প্রকল্পটি আবেদন কারীদের বছরের আয় হতে হবে দরিদ্র সীমার মধ্যে।
  • প্রকল্পটির আবেদন শুধুমাত্র পরিবারের একজন সদস্যই করতে পারবেন। যেমন – পরিবারের একজন মহিলা অথবা পরিবারের একজন পুরুষ।
  • আবেদনকারী বা আপনি যদি এই প্ৰকল্পটির সুযোগ সুবিধা আগেও পেয়ে থাকেন তাহলে দ্বিতীয় বার এই PMAY Scheme অথবা প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পটির জন্য আবেদন করতে পারবেন না।
আয়ুস্মান ভারত বা Ayushman Bharat

প্রয়োজনীয় প্রমানপত্র

  • আপনার বা আবেদনকারীর আধার কার্ড
  • আবেদনকারীর ভোটার কার্ড
  • আবেদনকারীর এক কপি পার্সপোর্ট সাইজের ছবি
  • আবেদনকারীর রেশন কার্ড
  • আবেদনকারীর ব্যাঙ্কের বই
  • আবেদনকারীর বার্ষিক আয় কত তার প্রমাণ পত্র অথবা সার্টিফিকেট

এই PMAY Scheme অথবা প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পটি আপনি অথবা আবেদন কারী দুই ভাবে আবেদন করতে পারবেন। আপনি চাইলেই অনলাইনে যে কোন সাইবার ক্যাফ থেকে আবেদন করতে পারেন আবার নিকটবর্তী পঞ্চায়েত বা বিডিও অফিস থেকেও আবেদন করতে পারবেন।

অনলাইন আবেদন পদ্ধতি

অনলাইনে আবেদন করার জন্য আপনি চাইলেই আপনার মোবাইল থেকে এই www.pmaymis.gov.in লিঙ্কে ক্লিক করে আবেদন করতে পারবেন। এছাড়াও যে কোন সাইবার ক্যাফে গিয়ে আবেদন জানানোর জন্য এই একই www.pmaymis.gov.in লিঙ্ক টাইপ করে এই ওয়েব সাইটে যেতে হবে।

এরপর রেজিস্ট্রেশন করে আবেদন করতে হবে। এখানে কাজ শেষ, কিছুদিন পর আপনি আবেদন কারীর লিস্টে নাম উঠেছে কি সেটি ওই ওয়েব সাইটে গিয়ে আপনার রেজিস্ট্রেশন আইডি (ID) দিয়ে চেক করতে পারবেন। এবং দ্বিতীয়ত অফলাইনে ও আবেদন করতে পারবেন

Lakshmir Bhandar - লক্ষ্মীর ভান্ডার

অফলাইন আবেদন পদ্ধতি

আপনি যদি অফলাইনে এই প্রধানমন্ত্রী আবাস যোজনাটি আবেদন করতে চান, তাহলে আপনাকে কাছাকাছি কোনো পঞ্চায়েতে গিয়ে এই PMAY Scheme প্রকল্পটির একটি ফর্ম, অথবা আবেদন পত্র নিয়ে সেটি যা যা উল্লেখ আছে তা পূরণ করতে হবে। তার সাথে আবেদনকারীর প্রয়োজনীয় নথী বা প্রমাণপত্রের এক কপি করে জেরক্স, আবেদন পত্রের সাথে সংযুক্ত করে ওই পঞ্চায়েতেই জমা করে দিতে হবে।

পরে আপনার আবেদন পত্রটি যদি স্বীকার করা হয, তাহলে একটি লিস্ট বার হবে এবং আপনার বা আবেদনকারীর নাম যদি ওই লিস্ট টিতে থাক, তাহলে পঞ্চায়েত থেকে আপনার বাড়িতে জানান হবে। এর পর সেখান থেকে একজন লোক এসে আপনার বাড়ি ইনকোয়ারি করে যাবেন।

এবার আপনার ব্যাংক একাউন্টে প্রধানমন্ত্রী আভাস যোজনা অথবা PMAY Scheme প্রকল্পটির দ্বারা একটু একটু করে টাকা ঢুকবে। সেই টাকা আপনি বা আবেদনকারী্র ব্যাঙ্ক অ্যাকাউন্টে থেকে তুলে আস্তে আস্তে বাড়ি তৈরি করতে পারবেন।

এই প্রধানমন্ত্রী আবাস যোজনা (PMAY Scheme) প্রকল্পটির দ্বারা দেশের অনেক মানুষ যারা অত্যন্ত গরিব এবং দরিদ্র তাদের একটি স্বপ পূরণ হচ্ছে। আর আপনার ও বাড়ি না থাকে অত্যন্ত গরীর জন এবং একটির বাড়ির সপ্ন দেখছেন তাহলে এই প্রকল্প আপনিও আবেদন করতে পারবেন ।

Leave a comment