মোদী সরকার ভোটের আগে আবারো আপনাদের জন্যে আনলেন একটি নতুন প্রকল্প। আয়ুষ্মান ভারত বা Ayushman Bharat প্রকল্প। এরই মধ্যেই এই নতুন প্রকল্পটি চালু করা হলো। যে কেউ প্রকল্পটি আবেদন করলেই পেতে পারেন ৫ লক্ষ টাকা। শুধু মাত্র দেখাতে হবে একটি বিশেষ নথি। তারপর আবেদন করলেই আবেদন কারী বা আপনার কাজ শেষ। আপনি যদি যোগ্য হন, তাহলেই আপনার ব্যাংক একাউন্টে ঢুকবে নগদ ৫ লক্ষ টাকা। জানেন কাদের জন্য এই প্রকল্পটি? সুবিধা পেতে হলে কোন কোন জিনিস লাগবে? সে বিষয় নীচে বিস্তারিত জানানো হলো
Online Ayushman Bharat Card Apply Criteria
প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর দ্বারা ২০১৮ সালের সেপ্টেম্বরে লঞ্চ করা হয় আয়ুষ্মান ভারত যোজনা বা Ayushman Bharat . PMJAY বা Pradhan Mantri Jan Arogya Yojana বা প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা বিশ্বজুড়ে সবচেয়ে বড় হেলথ ইনস্যুরেন্স স্কিম গুলির মধ্যে এজজন
এই প্রকল্পের অধীনে দেশের সাধারণ মানুষকে আর্থিক সহায়তা দেওয়ার জন্য যে কোনো হাসপাতালে ভর্তি থেকে শুরু করে যে কোনো অপারেশন, ডায়াগনস্টিক টেস্ট, ওষুধ পত্রের খরচা, ও সংশ্লিষ্ট ক্ষেত্রে ৫ লক্ষ টাকা পর্যন্ত দেওয়া হয়।
বর্তমানে জানা গেছে দেশের ৫০ কোটির ও বেশি মানুষ অর্থাৎ মোট জনসংখ্যার মধ্যে প্রায় ৪০ শতাংশ মানুষ সুবিধা ভোগীদের তালিকায় আছেন। গ্রাম এবং শহর উভয় এলাকাতেই গরিব এবং পেশার উপর ভিত্তি করে নির্বাচন করা হয় সুবিধাভোগীদের।
নরেন্দ্র মোদী সরকারের অন্যতম প্রকল্প এবং ভবিষ্যতে এই Ayushman Bharat প্রকল্পে সদস্যের সংখ্যা আরও বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে। আয়ুস্মান ভারত প্রকল্প আবেদন জন্য
নিজেস্ব প্রমানপ্রত্র
- আপনার আধার কার্ড (Aadhaar Card).
- আপনার আধার কার্ডের সঙ্গে যুক্ত ফোন নাম্বার (Aadhaar linked Mobile Number).
- আপনার প্যান কার্ড নাম্বার (PAN Card Number).
- রেশন কার্ড (Ration Card).
- ভোটার কার্ড (Voter ID Card).
- আপনি যদি SC, ST হয়ে থাকেন তার Certificate লাগবে।
- আপনার বা আবেদনকারী ইনকাম সার্টিফিকেট
- পাসপোর্ট সাইজের একটি ছবি লাগবে
আবেদনের যোগ্যতা
১) এই আয়ুস্মান ভারত বা Ayushman Bharat প্রকল্পটি আবেদন করতে পারবেন, যে সমস্ত পরিবারের সদস্যরা তফসিল জাতি ও জনজাতিক অন্তর্ভুক্ত ।
২) যে সব পরিবারে মূলত ১৬ বছর বয়স থেকে ৫৯ বছর বয়স পর্যন্ত কোন পুরুষ বা অমান্য
৩) প্রাপ্ত বয়স্ক সদস্য নেই, তারা এই প্রকল্পটি আবেদন করতে পারবে।
৪) এই আয়ুস্মান ভারত বা Ayushman Bharat প্রকল্পটি আবেদনকারীদের পরিবারের বার্ষিক আয় মূলত ২.৫ লাখ টাকার কম হতে হবে।
৫) উল্লেখযোগ্য বিষয় হল একজন ভারতীয় নাগরিকেরাই এই আয়ুস্মান ভারত প্রকল্পটির যোগ্য হবে ।
৬) তাছারা যে সব পরিবারের ব্যাক্তি এখনও পর্যন্ত আইনের আওতায় আছেন, যে পরিবারে এমন কেউ নেই সদস্য নেই যিনি শারীরিকভাবে সমর্থ, যাদের কোনো জমি জমা নেই পরিবারের সদস্যরা প্ররিশ্রমের দ্বারা টাকা উপার্জন করেন এবং যাদের কোনো পরিবার নেই তারাও এই Ayushman Bharat অথবা আয়ুস্মান ভারত প্রকল্পটির সুবিধা পাতে আবেদন করতে পারেন ।
আবেদন পদ্ধতি
প্রথমত, আপনাকে একটি ওয়েব সাইট এর দ্বারা WWW.pmjay.gov.in সাইড টি তে যেতে হবে। এবার সেখানে একটি পেজ খুললে তাতে আপনি আপনার আধার কার্ডের নাম্বার ও আপনার ফোন নাম্বারটি টাইপ করুন। পরে Send OTP তে ক্লিক করুন, আপনার ফোনে এবার একটি OTP আসবে।
সেই OTP টি ওই পেজটিতে লিখুন সেখানে আবেদন পত্র আসবে, আবেদন পত্র টি বা ফর্মটি পূর্ণ করুন। সেখানে আপনার নাম, আপনার বাবার নাম, আপনার ঠিকানা, আপনার জেলা, আপনার রাজ্য, আপনার পিন নম্বর ইত্যাদি নির্ধারণ করে আবেদন পত্রটি ফিলাপ করতে হবে। অতঃপর আবেদন পত্রটি জমা দিন এবং সরকার আপনার আবেদন পত্র সম্মতি দিয়েছে সেটা জানতে অপেক্ষা করুন।
Written By Nitu Roy Mondal.