Electricity Bill – এই নিয়ম মেনে এসি ফ্রীজ চালালে টান পরবে না আপনার পকেটে। কীভাবে জেনে নিন।

এই বীভৎস গরমে এসি, ফ্রীজ না চালিয়ে থাকাটা অসম্ভব ব্যাপার (Electricity Bill) হয়ে দাঁড়ায়। সেখানে অনবরত যদি ইলেকট্রনিকসের এই গ্যাজেটস গুলির ব্যবহার করা হয়, তাবে প্রতিটি ঘরে ঘরে বিদ্যুতের বিল চূড়ান্ত পর্যায় যাবে। দিন দিন যে হারে জিনিসের দাম বাড়ছে তাতে সংসার এবং বাচ্চাদের পড়াশোনার খরচ চালিয়ে অতি পরিমাণ বিদ্যুতের বিল মেটানো মধ্যবিত্ত ঘরের মানুষদের জন্য কষ্টসাধ্যই হয়ে যাচ্ছে। তবে গত বছর যে পরিমাণ গরম পরেছিল তাতে প্রায় প্রত্যেক ঘরে ঘরেই এসি, ফ্রিজ চলে এসছে।

How to Reduce Electricity Bill For Ac & Fridge in India

তবে যারা গত বছরে কিনে উঠতে পারেনি তারাও এই বছর তাদের ঘরে ঘরে (Electricity Bill) এসি ফ্রীজ নিয়ে নিয়েছে। এসি ফিজের চাহিদা এতটাই পরিমাণে বেড়েছে যে কোম্পানির তরফ থেকে তা সাপ্লাই দেওয়া একটু জটিল হয়ে দাঁড়াচ্ছে। আপনাকে এই ইলেকট্রনিক গ্যাজেটস গুলি নিতে হলে প্রায় এক সপ্তাহ আগের থেকে অর্ডার দিয়ে রাখতে হয়।

এবার আসি আপনারা কীভাবে এই বস্তুগুলির ব্যবহার করেও বিদ্যুৎ সাশ্রয় করতে পারবেন যার ফলে বিদ্যুতের বিলের (Electricity Bill) পরিমাণ কম আসবে। এক্ষেত্রে আপনাদের যেটা সর্ব প্রথম মানতে হবে সেটা হলে সময়ে সময়ে যেকোনো ইলেকট্রনিক গ্যাজেটের সার্ভিসিং করানো। সার্ভিসিং করালে ইলেকট্রনিক গ্যাজেট অনেক দিন পর্যন্ত ভালো থাকে তার পাশপাশি বিদ্যুতেরও সাশ্রয় ঘটায়।

এখানে উল্লেখ্য যেকোনো ইলেকট্রনিক গ্যাজেট (Electricity Bill) কেনার সময় যদি আপনারা 5 স্টার দেখে কেনেন সেই দ্রব্য গুলি বিদ্যুতের সাশ্রয় ঘটায়। প্রথমেই আসি এই গরমের সবচেয়ে প্রয়োজনীয় ইলেকট্রনিক গ্যাজেট এসির ক্ষেত্রে কী করলে আপনারা বিদ্যুৎ সাশ্রয় করতে পারবেন। অনেকেই আছে যারা সারারাত এসি চালিয়ে ঘুমে যান।

তবে তাদের ক্ষেত্রে তাদের অভ্যেসের আমুল পরিবর্তন করতে হবে। এসি 18 ডিগ্রি তে বা এর কাছাকাছি রাখার ফলে এসির কম্প্রেসরের অপর প্রবল চাপ পরে যার কারনে প্রতি ইউনিটের বিল বেশি উঠতে থাকে। এক্ষেত্রে আপনাদের তাপমাত্রা 24 ডিগ্রি সেলসিয়াল থেকে 26 ডিগ্রি সেলসিয়াল পর্যন্ত রাখতে হবে সাথে খেয়াল রাখতে হবে বাড়ির সমস্ত জানালা দরজা ঠিক ভাবে বন্ধ করা হয়েছে কিনা।

দেশে চালু হচ্ছে নতুন ট্যাক্স সিস্টেম! এই ব্যবস্থায় কতটা সুবিধা পাবেন আমজনতা?

বাইরে তাপমাত্রা মোটামুটি 35 ডিগ্রি সেলসিয়াস থেকে 40 ডিগ্রি সেলসিয়াসের (Electricity Bill) মধ্যে ওঠানামা করে যার ফলে আপনারা যদি এসির টাইমার দিয়ে 24 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখেন এর সাথে ফ্যান চালিয়ে রাখেন তাহলে ঘর যথেষ্ট পরিমাণে ঠাণ্ডা হবে এবং আপনারা স্বস্তির ঘুম ঘুমাতেও পারবেন।

এর পাশাপাশি অত্যাধিক (Electricity Bill) ঘর ঠাণ্ডা না হওয়ায় জন্য সকালে উঠে এসির বাইরে গেলেও আপনার শারীরিক কোনো সমস্যা দেখা দেবে না। টানা এসি চালানো যাবেনা কোনো ভাবেই। সব সময় রিমোটের সাহায্যে এসি বন্ধ করতে হবে। ফ্যানের ক্ষেত্রে আধুনিক প্রজুক্তির রেগুলেটর ব্যবহার করতে হবে।

Govt Employees - সরকারি কর্মীরা

এখন প্রত্যেকের বাড়িতেই মোটামুটি ফ্রীজ রয়েছে তারা ফিজের দরজা বারবার খোলা বন্ধ করবেন না। বারবার ফিজ খুললে বা বন্ধ করলে ফ্রীজে তাপমাত্রা নিয়ন্ত্রণে সমস্যা হয় এবং বিলের পরিমাণ বেশি আসে। ফিজের ক্ষেত্রেও আপনারা একটি নির্দিষ্ট তাপমাত্রা ফিক্সড করে রাখবেন। ফ্রিজের নীচে কিংবা পিছনে কন্ডেনসার কয়েল নির্দিষ্ট সময় পরিষ্কার করা উচিত।

অপরিষ্কার কয়েলের জন্যে বিদ্যুতের বিল অনেকটা বাড়তে পারে। এছাড়াও (Electricity Bill) ফ্রীজের গায়ে রোদ লাগলে বেশি বিদ্যুতের খরচ হতে পারে। অনেকেই আছেন যারা মোবাইল চার্জ দেওয়ার পর বা যেকোনো ইলেক্ট্রিকের জিনিশ চার্জে দেওয়ার পর সুইচ অফ করতে ভুলে যান। তারা এখন থেকেই সতর্ক হয়ে যান।

অর্থ দপ্তরের নতুন এই নিয়মে সরকারি কর্মীদের মাথায় হাত! কোন নিয়মের বেড়াজালে পড়তে চলেছেন?

কারন সুইচ অন করা অবস্থায় আপনি যদি কোনো কিছু চার্জও না দেন তবেও সেই পরিমাণ বিদ্যুতের বিল উঠবে। কম্পিউটার বা টিভি সবসময় (Electricity Bill) স্ট্যান্ড বাই মোডে রাখলে বিদ্যুৎ কম পরিমাণে খরচ হয়। বাড়ীতে প্রত্যেক 10 বছর পর পর ওয়ারিং করালেও বিদ্যুতের সাশ্রয় ঘটে। ওয়ারিং করার সময় উচ্চ মানের তারের ব্যবহার করতে হবে।

তাছাড়া বাড়ির ইলেকট্রনিক জিনিস গুলিকে নির্দিষ্ট সময় অন্তর অন্তর (Electricity Bill) পরিস্কার করতে হবে। প্রত্যেক পাঁচ বছর পর পর প্রয়োজন মতো সেগুলেকে চেঞ্জ করে ফেলতে হবে। গরমের মাঝে মাঝে বৃষ্টির দিনও দেখা যায়। সেই সব দিনগুলিতে ওয়াসিং মেশিন ব্যবহারের পর ড্রায়ার ব্যবহার না করাই শ্রেয়।

Leave a comment