পশ্চিমবঙ্গের শিক্ষক নিয়োগের (Primary TET) যোগ্যতা নির্ণয়ক পরীক্ষা হলো প্রাইমারি টেট। প্রায় প্রত্যেক বছর প্রাইমারি টেট পরীক্ষা নেওয়ার টার্গেট নিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। তবে টেট পরীক্ষা নিয়ে জটিলতার শেষ নেই। টেট পরীক্ষার প্রশ্ন ভুলের ঘটনাও নতুন নয়। টেট পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীরা পর্ষদের এই ভূমিকা দেখে রীতিমতো স্তম্ভিত। ২০২২ সালে প্রাইমারি টেট পরীক্ষা নিয়ে যথেষ্ট সতর্ক ছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ।
WBBPE Primary TET Supreme Court Case for Wrong Answer
ক্ষমতায় আসার পর পর্ষদ সভাপতি গৌতম পালের বক্তব্য ছিল, এই বছরের টেট (Primary TET) পরীক্ষা যথেষ্ট সতর্কতার সাথে আয়োজিত হবে। কিন্তু সেখানেও বেরোল গোড়ায় গলদ! প্রাইমারি টেট পরীক্ষার প্রশ্নপত্রে ভুল আরও একবার পর্ষদকে প্রশ্নের মুখে ফেলল। ২০২২ সালের প্রাইমারি টেট পরীক্ষা নিয়ে দায়ের হয়েছিল মামলা।
মামলা চলাকালীন টেট পরীক্ষার প্রশ্নপত্র গবেষণা করেছিলেন হাইকোর্টের শিক্ষাবিদরা। আর এই গবেষণার বিস্ময় যোগ্য ফল সামনে এলো সম্প্রতি। টেট পরীক্ষার প্রশ্নপত্রে সর্বমোট প্রশ্ন ছিল ১৫০ টি। শিক্ষাবিদদের গবেষণালব্ধ ফল বলছে, সংশ্লিষ্ট ১৫০ টি প্রশ্নের মধ্যে ২৩ টি প্রশ্ন ভুল! এরপরেই প্রশ্ন উঠছে কিভাবে এতটা অসতর্ক হতে পারে পর্ষদ?
যেখানে এই পরীক্ষা রাজ্যের লাখ লাখ (Primary TET) পরীক্ষার্থীর ভবিষ্যতের সঙ্গে যুক্ত? এই প্রশ্ন বারংবার উঠে আসছে। এর আগেও প্রাইমারি টেটের ভুল প্রশ্ন নিয়ে মামলা দায়ের হয়েছিল আদালতে। মামলার রায় সামনে আসতে পরীক্ষার্থীরা অতিরিক্ত নম্বর পেয়েছিলেন। যার কারণে মেধা তালিকাতেও বিপুল পরিবর্তন আসে।
নববর্ষের আগেই একসাথে অ্যাকাউন্টে ঢুকবে 2 মাসের বেতন! কাদের জন্য এই বিজ্ঞপ্তি জারি?
এমনিতেই ২০২২ টেটের (Primary TET) পরে উত্তীর্ণদের নিয়োগ না হওয়ায় অসন্তোষ জমছিল। এবার প্রশ্ন মামলায় গুরুতর তথ্য সামনে আসায় পরীক্ষার্থীদের মধ্যে অসন্তোষ চূড়ান্ত রূপ ধারণ করল। সম্প্রতি এই তথ্য সামনে আসায় হাইকোর্ট পর্ষদ কে প্রশ্ন করে, এতগুলো প্রশ্ন কিভাবে ভুল হতে পারে।
কিভাবে এতটা অসতর্ক হতে পারে পর্ষদ? আদালতের তরফে পর্ষদকে প্রশ্ন করা হয়েছে যে, কোন বইয়ের কোন সিলেবাস (Primary TET) থেকে প্রশ্ন ভুল এসেছে? এবং সেই প্রশ্নের সম্ভাব্য উত্তর কি হতে পারে? সমস্ত তথ্য চেয়ে পর্ষদকে নোটিশ পাঠিয়েছে আদালত। আদালতের তরফে পর্ষদকে নির্দেশ দেওয়া হয়েছে।
তবে ঠিক দুই সপ্তাহের মধ্যে সমস্ত সাক্ষ্য প্রমাণ সহ একটি বিস্তারিত রিপোর্ট জমা দিতে হবে। পর্ষদের তরফে আদালতে যে রিপোর্ট জমা পড়বে, তার ভিত্তিতে আগামী সিদ্ধান্ত নেবে হাইকোর্ট। এদিকে প্রাইমারি টেট এর প্রশ্ন ভুল মামলার তথ্য সামনে আসার পর চিন্তায় পড়েছেন টেট (Primary TET) পরীক্ষার্থীরা।
ভুল প্রশ্নের জেরে যদি তাদের খাতা রিভিউ হয় সেক্ষেত্রে অনেকেই (Primary TET) ফেল হয়ে যেতে পারেন। ঠিক তেমনভাবেই অনেক প্রার্থী পরীক্ষায় পাশ হয়ে যেতে পারেন। যা অনেক পরীক্ষার্থীর কাছেই খুশির খবর হবে, অনেকের কপাল খুলে যাবে।
তবে বলাই বাহুল্য চূড়ান্ত রায়ের পরে উল্টেপাল্টে যেতে পারে গোটা মেধা তালিকা। যার কারণে চিন্তার মেঘ জমেছে টেট পরীক্ষার্থীদের মধ্যে। সবাই এখন অপেক্ষা করে আছেন কবে পর্ষদের তরফে চূড়ান্ত রিপোর্ট জমা দেওয়া হবে, আর সেই অনুযায়ী হাইকোর্ট প্রশ্ন ভুল মামলায় চূড়ান্ত রায় দেবে।
for any information check official website – click here