প্রত্যেক ভারতীয় নাগরিকের কাছে কর ব্যবস্থা (Income Tax New Update 2024) বিশেষ গুরুত্বপূর্ণ। নতুন অর্থবর্ষের শুরুতেই কর ব্যবস্থা নিয়ে আলোচনা শুরু হয়েছে। ২০২৪-২৫ অর্থবর্ষে নতুন ট্যাক্স সিস্টেম চালু হবে ভারতে। নতুন করে ব্যবস্থায় কতটা সুবিধা হবে সাধারণ মানুষের? নাকি পুরাতন কর ব্যবস্থাই ভালো ছিল? ইতোমধ্যে সংশ্লিষ্ট বিষয় নিয়ে প্রশ্ন তুলছেন দেশের আমজনতা। নতুন কর ব্যবস্থায় কতটা সুবিধা পাবেন, আদৌ সুবিধা পাবেন কিনা, আসুন সংশ্লিষ্ট বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক।
Know About The System of Income Tax New Update 2024
গত ৩১ শে মার্চ ২০২৩-২৪ অর্থবর্ষ শেষ হয়েছে। পয়লা এপ্রিল থেকে শুরু হয়েছে নতুন অর্থবছর।
এখন কথা হচ্ছে, নতুন অর্থবছরে কর ব্যবস্থায় আসতে চলেছে পরিবর্তন। ভারতীয় নাগরিকদের জন্য কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয়ের (Income Tax New Update 2024) তরফ থেকে চালু করা হচ্ছে নতুন কর ব্যবস্থা।
তবে নয়া কর ব্যবস্থা চালু হলেও পুরনো ট্যাক্স সিস্টেম বাতিল করা হচ্ছে না বলে সরকারের তরফের খবর। ভারতের নাগরিকরা চাইলে নিজেদের পছন্দমতো একটি কর (Income Tax New Update 2024) ব্যবস্থা বেছে নিতে পারেন। যেহেতু দুই কর ব্যবস্থা চালু রয়েছে, তাই দেশবাসী ট্যাক্স সিস্টেম নিয়ে দোলাচলে ভুগছেন। নানান প্রশ্ন ঘোরাফেরা করছে সবার মনে।
ছেঁড়া ও রং লাগা টাকা কেউ নিচ্ছে না। আর চিন্তা নেই। RBI এর নতুন নিয়মটি জেনে নিন।
তবে দুই কর ব্যবস্থার মধ্যে কোথায় ছাড় বেশি? কোথায় লাভবান হবেন সাধারণ মানুষ? এই প্রশ্নটি সবথেকে বেশি আলোচিত হচ্ছে। সামাজিক মাধ্যমে নতুন কর ব্যবস্থা সম্পর্কে নানান ভ্রান্ত তথ্য ঘুরে বেড়াচ্ছে।
দেশবাসীকে তাই সতর্ক হতে হবে এবং স্পষ্টভাবে জেনে নিতে হবে নতুন কর ব্যবস্থার নিয়মগুলি।
দেশবাসী দুই ধরনের কর ব্যবস্থা (Income Tax New Update 2024) বিচার করেই যথাযথ সিদ্ধান্ত নেবেন যে কোন কর ব্যবস্থায় লাভের পরিমাণ বেশি। বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচার করা হচ্ছে, যারা দেশের পুরনো কর ব্যবস্থার আওতায় থাকতে চান তাদের ৩১ শে মার্চের মধ্যে বাধ্যতামূলকভাবে কর জমা করতে হতো।
তা না হলে স্বয়ংক্রিয়ভাবে তিনি নতুন ট্যাক্স সিস্টেমের আওতায় চলে আসবেন। যদিও ওই তথ্য কথাটা সত্যি তা আলাদাভাবে বিচার করা হচ্ছে না। তবে জনসাধারণ যেটা করতে পারেন নতুন কর ব্যবস্থা সম্পর্কে একটা স্পষ্ট ধারণা করে নিতে পারেন। নিয়ম থেকে জানা যাচ্ছে, দেশের চাকরিজীবীরা যতবার খুশি কর ব্যবস্থা বদলাতে পারবেন।
আর যারা ব্যবসা অথবা এই ধরনের পেশায় কাজ করছেন, তারা নতুন কর (Income Tax New Update 2024) ব্যবস্থায় যাওয়ার পর আবারও পুরনো কর ব্যাবস্থায় ফিরে আসতে পারবেন। তবে সবচেয়ে বেশি নির্ভর করছে ব্যক্তির নিজের সিদ্ধান্তের উপর। দুই কর ব্যবস্থার নিয়ম বিবেচনা করে কোনটি বেশি লাভজনক তা বিচার করতে হবে নিজেকেই।
রাজ্য সরকারি প্রকল্পে 20,000 টাকা বেতনে জেলাস্তরে নতুন কর্মী নিয়োগ। আবেদন পদ্ধতি জেনে নিন
এ বিষয়ে সূত্রের খবর, নতুন ট্যাক্স সিস্টেমে করের (Income Tax New Update 2024) হার তুলনামূলকভাবে কম। তাছাড়া কর ছাড়ের ক্ষেত্রে বেশি সুবিধা পাওয়া যাবে। এছাড়াও রয়েছে আরও বেশ কিছু সুবিধা যেমন- নতুন আয়কর ধারায় NOS-এ বিনিয়োগ এবং বেশ কিছু বিশেষ ক্ষেত্রে কর ছাড় দেওয়া হবে। নয়া ট্যাক্স সিস্টেমে পিএফ, গ্রাচুইটি ইত্যাদিতে ছাড় রয়েছে।
দেশের নাগরিক নতুন পদ্ধতিতে ফ্যামিলি পেনশনে ১৫ হাজার টাকায় কর (Income Tax New Update 2024) ছাড় পাবেন। নতুন কর ব্যবস্থা নিয়ম বলছে, তিন লক্ষ টাকা আয় পর্যন্ত কোন কর দিতে হবে না নাগরিককে। তবে তিন থেকে ছয় লক্ষ টাকার মধ্যে আয় হলে পাঁচ শতাংশ কর দিতে হবে। কিন্তু আয় বৃদ্ধির সঙ্গে সঙ্গে করের হার উত্তরোত্তর বাড়বে।
official website – click here