দেশে আবারও LPG Gas Price বা রান্নার গ্যাসের দাম কম করা হল। সামনেই লোকসভা নির্বাচন ভোট আর এই লোকসভা ভোটের আগেই কেন্দ্র সরকার দেশবাসীদের দিল আরও একটি বিরাট সুখবর। প্রায় কয়েকদিন আগেই ৮ ই মার্চ ছিল আন্তজার্তিক নারী দিবস । ঠিক এই কারনেই দেশের মহিলাদের জন্য আবারও LPG Gas Price বা রান্নার গ্যাস এর দাম কমানো হল। রান্নার গ্যাসের ৮০ টাকা পর্যন্ত কমানো হল।
LPG Gas Price Reduce on 80 RS
দেশের সকল মধ্যবিত্ত পরিবারের এবার অনেকটাই উপকার হতে চলেছে। কারণ রান্নার গ্যাস সিলিন্ডার (LPG Gas Cylinder) উপর ১ বা ২ টাকা নয়, একেবারে ১৮০ টাকা পর্যন্ত অবনতি ঘটানো হয়েছে। কেন্দ্র সরকার দেশের বিভিন্ন জায়গায় নতুন করে গ্যাস সিলিন্ডার দামের তালিকা ও প্রচার করেছেন।
গত সাল ২০২৩ এ আগস্ট মাসে রান্নার গ্যাস এর দাম বা LPG Gas Price ২০০ টাকা পর্যন্ত কমিয়ে ছিল কেন্দ্র সরকার। এবার জেনে নেওয়া যাক একটি গ্যাস সিলিন্ডার কত টাকায় কিনতে পাওয়া যাবে। LPG Gas Price বা রান্নার গ্যাসের দাম ছিল আগে ১১০০ টাকা।
পরে সেই ১১০০ টাকা থেকে ২০০ টাকা কমিয়ে দেশবাসী রা ৯০০ টাকা দিয়ে গ্যাস সিলিন্ডার
কিনতেন। এর পরে প্রায় সাত মাস যাবৎ রান্নার গ্যাস সিলিন্ডারের (LPG Gas Cylinder) দাম তেমন কোন পরিবর্তন হয়নি অথবা কমানো হয়নি। তবে এর মধ্যে যারা উজ্জ্বালা যোজনার ক্রেতা ছিলেন তাদের প্রায় প্রতিটি গ্যাস সিলিন্ডারের উপর ৩০০ টাকা করে সরকার তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিতেন।
মূলত তাদের ৬০০ টাকা দিয়ে এই রান্নার গ্যাস সিলিন্ডার কিনতে হত। তবে এর মধ্যে বানিজ্যিক গ্যাসের অথবা Commercial LPG Gas এর দাম আবারো বাড়ানো হয়েছিল। তবে এক্ষেত্রে কেন্দ্র সরকারের পক্ষ থেকে রান্নার গ্যাসের দাম কমানো হলে ১৮০ টাকা।
বলে রাখা প্রয়োজন যে কেন্দ্র সরকার ১০০ টাকা কমিয়েছে LPG Gas Price বা রান্না গ্যাসের দাম এবং ৮০ টাকা আপনি আপনার গ্যাস সিলিন্ডার কিনবার সময় সাশ্রয় করবেন। তবে এই ৮০ টাকা সাশ্রয় করতে অনলাইনে আপনার রান্নার গ্যাস সিলিন্ডার (LPG Gas Cylinder) বুক করতে হবে।
এই গ্যাস সিলিন্ডার আপনি Airtel Thanks App এর সাহায্যে বুক করলে সেখান থেকে আপনাকে ১০% পর্যন্ত ছাড় দেওয়া হবে। এই ১০% ছাড় দেওয়া ধার্য টাকা টি হল ৮০ টাকা । যেটা আপনি এই অ্যাপ (app ) দ্বারা ওই ৮০ টাকা টি সাশ্রয় করছেন।
তাহলে মোট ১৮০ টাকা হচ্ছে অর্থাৎ প্রায় ২০০ টাকা কমে আপনি ওই রান্নার গ্যাস সসিলিন্ডার (LPG Gas Cylinder) টি কিনতে পারবেন দেখে নেওয়া যাক কেন্দ্র সরকারের তরফ থেকে এই ১০০ টাকা কমানোর পর দেশের কোন কোন জায়গায় কেমন দাম হয়েছে রান্নার গ্যাসের ওপর।
- দিল্লিতে রান্নার গ্যাসের দাম ( LPG Gas Price ) হয়েছে ৮০৩ টাকা।
- কলকাতায় এই রান্নার গ্যাসের দাম ( LPG Gas Price ) হয়েছে ৯৩০ টাকা।
- জয়পুরে রান্নার গ্যাসের দাম ( LPG Gas Price ) হয়েছে ৮০৬.৫০ টাকা।
- ভোপালে রান্নার গ্যাসের দাম ( LPG Gas Price ) হয়েছে ৮০৮.৫০ টাকা।
- পাঠনাতে রান্নার গ্যাসের দাম ( LPG Gas Price ) হয়েছে ৯০১ টাকা।
অনলাইনে Airtel Thanks App দ্বারা রান্নার গ্যাস বুক
- আপনার ফোনে Airtel Thanks App খুলুন।
- এবার Pay অপশন টিতে টাইপ করুন ।
- এরপর Recharge and pay bills এ টাইপ করুন
- এবং Book Cylinder অপশনে ক্লিক করতে হবে।
- তারপর আপনি যে গ্যাসের কোম্পানি থেকে গ্যাস নেবেন, সেই অপশন টি বেচে নেবেন।
- তারপর আপনার কনজিউমার নাম্বার এবং ফোন নাম্বার ও আরও যা যা তথ্য চেয়েছে অ্যাপটি তে সেগুলি লিখুন।
- এবার Proceed বাটামে ক্লিক করে Pay now করুন।
- এর পর পেমেন্ট পেজ খুলে Airtel Thanks App টির পেমেন্ট ব্যাঙ্কের ক্রেডিট কার্ড বেচে নিয়ে আপনার গ্যাস বুকিং এর পেমেন্ট টি সম্পূর্ণ করুন।
- তবে পেমেন্ট করতে আপনি ১০% ছাড় পাবেন ।