আপনি কি ভারতের একজন আদর্শ নাগরিক? তা হলে এই প্রস্তাবটি আপনার জন্য। যদি আপনি ব্যাবসা (PMJAY) করতে ইচ্ছুক থাকেন। তবে কি ব্যাবসা শুরু করবেন তা বুঝতে পারছেন না। বা টাকার আভাবে নতুন করে কিছু করতে পারছেন না। তাই টাকার সমস্যার জন্য কেন্দ্রীয় সরকার ব্যাবসার জন্য আগে আনেক বিজনেস লোন দিয়েছেন কিন্তু তার পরেও অনেকে আছেন যারা এখনো নিজের পায়ে দারাতে পারেনি। তবে এখন থেকে আর লোন নয় ব্যাবসার সমস্থ কিছু তৈরি করে দেবে সরকার।
PMJAY Business Scheme Apply Online 2024
তবে সরকার আমাদের এমন টাই আশা দিচ্ছে যে, আমরা যদি এখানে একবার টাকা ইনভেস্ট করি তাহলে আমাদের কে আর কোথাও যেতে লাগবে না বা অন্যথায় ঘোরা ফেরা করতে লাগবে না। শুধু সরকার আমাদের যে বাবস্যাটি তৈরি করে দেবে সেটি আমদের কে মন দিয়ে করতে হবে। তা হলেই আমরা আস্থে আস্থে লাভের মুখ দেকতে পাবো।
এখন সামনেই ভোট আস্থে চলেছে মাত্র হাতে গোনা আর কিছু দিনই সময় রয়েছে। তবে এরি মধ্যে যারা আবেদন করেছেন তারা যেন এই ব্যাবসাইক PMJAY প্রকল্পের সুবিধা পায় তার জন্য কেন্দ্রীয় সরকার এই বিষয়টি নিয়ে দেকছেন।
এই PMJAY ব্যাবসাইক প্রকল্পটির জন্য কারা কারা আবেদন জানাতে পারবেন? কত টাকাই বা উপার্জন করতে পারবেন? এই PMJAY প্রকল্পে কি ভাবে আপনি আবেদন করতে পারবেন? সেই সম্পর্কে যাবতীয় তথ্য জেনে নেওয়া যাক।
এখন কার দিনে প্রতিটি সময় মানুষ কোন না কোন রোগে বা ব্যাধিতে আক্রান্ত। এবং কোন কোন মানুষ আছে যাদের সারা বছরেই অসুখ লেগেই থাকে। আর এই অসুক থেকে মানুষ কে বাচতে হলে বা রোগ নিরাময় হতে হলে মানুষের প্রয়োজন হবে ওষুধের।
এই কারনেই সারা দেশ জুড়ে ওষুধের চাহিদা প্রতি দিন বেড়েই চলেছে। তবে ওষুধের ব্যাবসা শুরু করতে পারলে আপনাকে আর কিছু করতে লাগবে না কারন এতে লাভের পরিমান অন্য ব্যাবসার তুলনায় অনেক বেশি।
তবে এ কথাটি বলে রাখা ভালো, যে ওষুধের ব্যাবসা করতে গেলে আপনাকে এক সাথে অনেকটি টাকার প্রয়োজন হয়। কারন এই ব্যাবসাটি মুলত নির্ভর করে মুল্ধনের উপর, যা আপনার ব্যাবসাটিকে আরও বড় করতে সাহায্য করে।
কিন্তু এখন থেকে টাকা পয়সার দিক দিয়ে আপনি মুক্তি পাবেন। কারন এই ব্যাপারে কেন্দ্র সরকার সাহায্য করবে আপনাকে। আপনার যদি এই ওষুধের ব্যাবসাটি করার ইচ্ছা থাকে তাহলে আপনার জন্য রয়েছে “প্রধানমন্ত্রী জন ঔষধি কেন্দ্র যোজনা” (PMJAY)।
আপনি যদি এই PMJAY ব্যাবসাইক প্রকল্পটি চালু করতে চান তা হলে কীভাবে দোকান সেটাপ করতে হবে। এবং দোকানের মধ্যে কি কি ধরনের ওষুধ রাখতে হবে তার সমস্থ দায়িত্ব ও আর্থিক সুবিধা কেন্দ্রীও সরকার নিজে বহন করবে।
তবে আপনার এই PMJAY ব্যাবসাটি তৈরি করার পিছনে সরকারের কিছু সর্থো অবশ্যই থাকবে। আপনার ওষুধের দোকানটি কেন্দ্রীয় সরকার দ্বারা আনুমদিত থাকবে। সাধারণত ওষুধের দোকান গুলিতে ওষুধের উপর যে পরিমান মুল্য ধার্য করা হয় তার জন্য গরিব মানুষেরা ইচ্ছা থাকলেও ওষুধ কিনে খেতে পারে না।
তার জন্য কেন্দ্রীয় সরকার এই ওষুধই কেন্দ্রগুলি চালু করেছেন। এখানে আপনি অনেক কম দামে ওষুধ কিনতে পারবেন, যা বাইরের যে কোনো দোকানের থেকে অনেক সাশ্রয়ী হবে। যা ক্রেতা ও বিক্রেতা উভয় পক্ষেরই লাভবান হবে।
কেন্দ্রীয় সরকারের এমনটি করার ফলে দেশের সকল গরিব ও মধ্যবিত্ত মানুষেরা উপক্রিত হচ্ছেন। এই PMJAY প্রকল্পটি তে আবেদন করতে হলে যে গুলি থাকা দরকার।
- আবেদনের নিয়মাবলী
- আবেদন পদ্ধতি
- ব্যাবসায় লাভের পরিমাণ
আবেদনের নিয়মাবলী
- আপনাকে অবশ্যই ভারতের একজন নাগরিক হতে হবে।
- এই ব্যাবসাটি চালু করার আগে আপনাকে ৫০০০ টাকার একটি সিকিউরিটি মানি জমা করতে হবে।
- কেউ যদি এখানে নিজের ইচ্ছা মত দাম দিয়ে ওষুধ বিক্রি করতে চান তা হলে এখেনা সেটি করতে পারবেন না, জন ঔষধি কেন্দ্র (JAN Aushadhi Yojana) খুলতে গেলে আপনাকে সরকারের অধিনে থেকে কাজ করতে হবে।
- এই দোকানটি করার জন্য আপনাকে কম করে ১২০ বর্গফুট জায়গার প্রয়োজন হবে যেটি অবশ্যই দরকার।
- রাজ্য সরকার মনোনীত যে সংস্থা গুলি রয়েছে, যেমন Private Hospitals, Pharmasist, Doctor, Trust, এই সংস্থা গুলিও শুরু করতে পারবেন।
- যে কোনো সরকারি বিশ্ববিদ্যালয় থেকে ডি ফার্মা ডিগ্রী সার্টিফিকেট থাকতে হবে।
আবেদন পদ্ধতি
- www.janaushadhi.gov.in এই ওয়েব সাইটি লগিন করুন।
- আবেদনের জন্য ফর্ম টি ডাউনলোড করে রাখুন।
- ডাউনলোড করা ফর্মটি ভালো করে ফিলাপ করুন।
- ও তার সাথে যে প্রয়োজনীয় ডকুমেন্ট গুলি লাগবে সেগুলি জেরক্স করে রাখুন।
- এবের এগুলি জমা করার জন্য একটি খামে ভরুন তারপর ফার্মা পাবলিক সেক্টর আন্ডারটেকিং ব্যুরো অফিসে জমা দিয়ে আসুন।
- ফর্ম জমা করার পর ফার্মা পাবলিক সেক্টর দিয়ে আপনাকে মেল করে জানানো হবে। তবেই আপনি এই ওষুধের ফ্রাঞ্চাইজি খুলতে পারবেন।
প্রয়োজনীয় নথিপত্র
- আধার কার্ড (Aadhaar Card)
- ভোটার কার্ড (Voter ID Card)
- প্যান কার্ড (PAN Card)
- ডি ফার্মা ডিগ্রী সার্টিফিকেট
- ফিলাপ করা অ্যাপ্লিকেশনের ফর্মটি।
- আধার লিংক করা মোবাইল নম্বর।
- কাস্ট সার্টিফিকেট।
- আপনার স্থায়ি বাসস্থানের প্রমাণপত্র।
- আয়ুষ্মান ভারত কার্ড।
ব্যাবসায় লাভের পরিমাণ
একেবারে ১৫০০০ হাজার টাকার ওষুধের স্টক কিনলে সরকারের তরফ থেকে আপনি পেয়ে যাবেন ১৫% ছাড়। এছাড়াও থাকছে প্রতি ওষুধের দামের উপর ৫০ থেকে ৯০% ছাড়। কেন্দ্রীয় সরকার আপনাকে দেবে প্রতিটি ওষুধ বিক্রির উপর ২০% কমিশন তাছাড়াও আপনি যত সেল করতে পারবেন তার উপর তত বেশি আপনার লাভ হবে।