Aadhaar Card – বাতিল হবে আপনার আধার কার্ড এই কাজ না করলে। এখনি বিস্তারিত জেনে নিন।

এখনকার দিনে ব্যাঙ্কে টাকা জমা করা থেকে টাকা তোলার জন্য এই Aadhaar Card বা আধার কার্ডটির প্রয়োজন হয়। আমাদের সকল ভারতীয় নাগরিক দের জন্য এই আধার কার্ড বা Aadhaar Card হল একটি গুরুত্বপূর্ণ প্রমাণপত্র। এই আধার কার্ডটি পৃথিবীর একটি অন্যতম বায়োমেট্রিক, যেখানে যে কোনো মানুষের পরিচয় সহজেই নিশ্চিত করা যায়। এই আধার কার্ডটি তে ১২টি নাম্বার থাকে উল্লেখযোগ্য যা এই বায়োমেট্রিকের সাথে যুক্ত থাকে।

UIDAI Rules on Online Aadhaar Card Update is Mandatory

আপনি আপনার আধার কার্ডটি UIDAI অথবা ইউনিক আইডেন্টিফিকেসন অথরিটি অফ ইন্ডিয়া (Unique Identification Authority Of India) নামক ওয়েব সাইটে গিয়ে আপডেট করতে পারেন। আপনিও যদি সামনেই ১৪ই মার্চের মধ্যে আপনার আধার কার্ডটি আপডেট না করেন তাহলে পড়তে পারেন বড়ো সমস্যায়।

এখন কার দিনে প্রায় ছোটো থেকে বড়ো সকলেই Aadhaar Card বা আধার কার্ড হল একটি অত্যন্ত মূল্যবান ডকুমেন্ট। এই আধার কার্ড ছাড়া কোনো রকমের কাজই হবে না। যে কোনো সমস্যা যেমন ব্যাঙ্কের বই করতেও আধার কার্ড প্রয়োজন, আবার হাসপাতালে ভর্তি হলেও আধার কার্ড প্রয়োজন। এই আধার কার্ডটি মূলত শিশুদেরও পাঁচ বছর পূর্ণ হলেই করতে হয়।

এখন নানান ধরনের সমস্যার সমাধান করতে এই Aadhaar Card বা আধার কার্ডটি জমা করতে হয়। ভারতের প্রায় সকল নাগরিকের নাম, ঠিকানা, ফোন নাম্বার এই আধার কার্ডটির দ্বারা সনাক্ত করা সম্ভব। ধরে নিন আপনার আধার কার্ডে আপনার নাম বা আপনার ঠিকানা অথবা আপনার মোবাইল নাম্বার ভুল থাকে, আবার অনেক দিন আগে আধার কার্ড করেছেন এবং এখন তাতে আপনার আঙুলের ছাপ স্পষ্ট হচ্ছে না।

সেই সব ধরনের সমস্যার সমাধানের জন্য কেন্দ্রীয় সরকার ১৪ই মার্চ পর্যন্ত বিনামূল্যে আপনার Aadhaar Card বা আধার কার্ডটি আপডেট করার সুযোগ দিচ্ছেন। জেনে নেওয়া যাক আধার কার্ড সংশোধন করার প্রক্রিয়া- ভাবছেন কি করে, কোথায় গিয়ে আপনার আধার কার্ডটি সংশোধন বা আপডেট করবেন?

না কোনো অফিস বা UIDAI অফিসে না গিয়েই হবে আপনার Aadhaar Card বা আধার কার্ড আপডেট। এবার ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (Unique Identification Authority Of India) অথবা UIDAI একটি নতুন অনলাইন সংশোধন বা আপডেট সার্ভে সিং শুরু করেছে।

SBI Personal Loan - স্টেট ব্যাঙ্ক পার্সোনাল লন

তাই আর চিন্তা না করে বাড়িতে বসেই করুন আপনার আধার কার্ড সংশোধন। তবে থাকতে হবে শুধু একটি স্মার্ট ফোন যার সাহায্যে আপনি আপনার আধার কার্ডের নাম এবং আপনার জন্ম তারিখ, আপনার ফোন নাম্বার আপনার ইমেল, আপনার ঠিকানা, সবকিছুই সহজেই সংশোধন বা আপডেট করতে পারবেন খুব সহজেই ।

জেনে নেওয়া যাক কিভাবে আপনার বাড়িতে বসে আপনারই স্মার্ট ফোনে দ্বারা কাজটি করতে পারেন
প্রথমত, আপনাকে আপনার স্মার্ট ফোনের অনলাইনের দ্বারা ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (Unique Identification Authority Of India) অথবা সহজে UIDAI অনলাইন ওয়েবসাইট এ গিয়ে https://myaadhaar.uidai.gov.in/ এ যেতে হবে।

এরপর সেখানে লেখা আপডেট ডেমোগ্রাফিক (Update Demographic) ডেটা আপডেট করুন এবং স্থিতি পরীক্ষা অথবা চেক স্ট্যাটাস (check status) এ টাইপ করতে হবে। তারপর আপনার Aadhaar Card বা আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক করা অথবা আপনার Aadhaar Card বা আধার কার্ডের মধ্যে যে মোবাইল নাম্বার আছে সেটিতে একটি OTP আসবে।

LPG Gas Mandatory Checking - এলপিজি গ্যাস ম্যান্ডাটরি চেকিং

সেটি OTP বক্সটিতে লিখুন বা টাইপ করুন, এবার আপনার Aadhaar Card বা আধার কার্ডের ১২ ডিজেটের নাম্বার টি বসিয়ে OTP send লেখা অপশানটি তে ক্লিক করুন এবং এরপর আবারো আপনার আধার কার্ডের সাথে লিঙ্ক করা মোবাইল নাম্বার টি তে OTP আসবে এবার ওই OTP টি বসিয়ে আপডেট ডেমোগ্রাফিক (Update Demographic deta) অপশানে টি নির্বাচন করুন।

এরপর নীচে প্রসেস্ট (Proceed) বাটামে টাইটা করুন, এবার একটি আধার ফর্ম স্কিনে ফুটে উঠবে। সেখানে আপনার Aadhaar Card বা আধার কার্ডের আপনি যা যা আপডেট বা সংশোধন করতে চান সেই সব লিখে পরুন হয়ে গেলে ফর্মটি আপলোড করে Submit বা সাবমিট করে দিন। তবে এই সুযোগ টি শুধু মাত্র ১৪ই মার্চ পর্যন্ত আপনি ফ্রিতেই, আপনার অতি মূল্যবান আধার কার্ডটি আপডেট অথবা সংশোধন করতে পারবেন ।

Leave a comment