ভারতবাসীর জন্য নানান জনদরদী প্রকল্প শুরু (Ujjwala Yojana Free Gas Cylinder Apply Online) করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ক্ষমতায় আসার পর থেকে বহু প্রকল্পের ঘোষণা করেছেন মোদি সরকার। এখনো পর্যন্ত দেশের মানুষ এই সকল প্রকল্পের সুবিধা পেয়ে চলেছেন। এদিকে দেশ জুড়ে আসন্ন গণতন্ত্রের উৎসব লোকসভা ভোট ২০২৪। ভোটের আগে নরেন্দ্র মোদি দেশবাসীকে মনে করাচ্ছেন বিভিন্ন জনদরদী প্রকল্পের কথা। যেমন, নির্দিষ্ট নিয়মে আবেদন করলেই দেশবাসী পেয়ে যাবেন বিনামূল্যে রান্নার গ্যাস।
Ujjwala Yojana Free Gas Cylinder Apply Online
কেন্দ্রীয় সরকার দেশের ঘরে ঘরে রান্নার গ্যাস পৌঁছে দেওয়ার টার্গেট নিয়েছে। মা বোনেদের সুবিধার্থে চালু করেছে (Ujjwala Yojana Free Gas Cylinder Apply Online) উজ্জ্বলা গ্যাস যোজনা। এই যোজনায় নাম লেখানো সাধারণ মানুষ তাদের বাড়িতে বিনামূল্যে রান্নার গ্যাস পেতে পারবেন। তবে এই যোজনার আবেদন জানাতে হলে কিছু শর্ত মানতে হবে। তাছাড়া কিছু ডকুমেন্ট থাকা বাধ্যতামূলক।
- প্রকল্পের বৈশিষ্ট্য
- প্রয়োজনীয় নথি
- আবেদন জানানোর নিয়ম
- আবেদন পদ্ধতি
প্রকল্পের বৈশিষ্ট্য
২০১৬ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশের মহিলাদের জন্য একটি প্রকল্প শুরু করেন। সেই প্রকল্পের নাম হলো প্রধানমন্ত্রী উজ্জ্বলা গ্যাস যোজনা। এই প্রকল্পের আবেদন জানানো (Ujjwala Yojana Free Gas Cylinder Apply Online) যায় ঘরে বসেই। দেশের মহিলারা ১৮ বছর হলেই এই প্রকল্পে আবেদন জানাতে পারবেন। প্রকল্পের মাধ্যমে তিনটি গ্যাস সিলিন্ডার বিনামূল্যে পাওয়া যায়। কি কি শর্ত মানতে হয়, কিভাবে আবেদন জানাতে হয় সে সম্পর্কে নিম্নে আলোচনা করা হল।
প্রয়োজনীয় নথি
এই প্রকল্পের মাধ্যমে যদি আপনি বিনামূল্যে গ্যাস সিলিন্ডার (Ujjwala Yojana Free Gas Cylinder Apply Online) পেতে চান, তাহলে আবেদন জানানোর সময় আপনার কিছু প্রয়োজনীয় ডকুমেন্ট অবশ্যই দরকার হবে। আপনার কাছে যদি ডকুমেন্টস থাকে তাহলে বিনামূল্যে আপনার ঘরে চলে আসবে (Ujjwala Yojana Free Gas Cylinder Apply Online) রান্নার গ্যাস সিলিন্ডার। আসুন জেনে নেওয়া যাক প্রধানমন্ত্রী উজ্জ্বলা গ্যাস যোজনায় আবেদনের জন্য কী কী দরকারি নথি লাগবে।
মহিলাদের স্বাবলম্বী করে তোলার জন্য মোদী সরকারের সেরা 3 টি প্রকল্প।
- আধার কার্ড
- বি পি এল কার্ড
- রেশন কার্ড
- পাসপোর্ট সাইজ ফটো
- ব্যাঙ্ক অ্যাকাউন্ট
- জন্ম প্রমাণপত্র
- মোবাইল নম্বর প্রয়োজন হবে।
আবেদন জানানোর নিয়ম
- এই প্রকল্পের জন্য আবেদন জানাতে পারবেন তপশিলি জাতি, উপজাতি, অনগ্রসর শ্রেণী, দরিদ্র শ্রেণীর মহিলারা।
- এই প্রকল্পের জন্য আবেদনকারী মহিলার বয়স হতে হবে অন্ততপক্ষে ১৮ বছর।
- বাড়ির মধ্যে আগের থেকে কোনো গ্যাস কানেকশন থাকলে ওই পরিবারের কোনো ব্যাক্তি আর এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন না।
- এই প্রকল্পের জন্য আবেদন জানানোর ক্ষেত্রে যে সমস্ত ডকুমেন্ট প্রয়োজন, তাছাড়া সঠিক ভাবে আবেদন জানালে আপনার অ্যাপ্লিকেশন খতিয়ে দেখা হবে। তারপর আপনি উপযুক্ত হলে উজ্জ্বলা যোজনার মাধ্যমে তিনটি ফ্রী গ্যাস সিলিন্ডার নিতে পারবেন।
আবেদন পদ্ধতি
প্রধানমন্ত্রীর উজ্জ্বলা গ্যাস যোজনায় আবেদন জানানোর (Ujjwala Yojana Free Gas Cylinder Apply Online) প্রক্রিয়া খুবই সহজ। আপনি বাড়িতে বসেই অনলাইনে এই প্রকল্পের জন্য আবেদন জানাতে পারেন। কিভাবে আবেদন জানাবেন সে সম্পর্কে নিম্নে ধাপে ধাপে জানানো হল।
এইভাবে আবেদন করলেই পাবেন ৫০ হাজার টাকা কেন্দ্রীয় সরকারের নতুন প্রকল্পে।
- প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা প্রকল্পটির জন্য আবেদন জানাতে চাইলে প্রথমেই ভিজিট করুন
(www.pmuy.gov.in) এই ওয়েব সাইটে ভিজিট করতে হবে। - ওয়েবসাইটে ভিজিট করে আপনি ক্লিক করুন ‘উজ্জ্বলা যোজনা ২.০’ এই অংশে।
- এখান থেকে আপনি আপনার পছন্দমত গ্যাস বিতরণ সংস্থা বেছে নিতে পারেন। এরপরের ধাপে আপনার মোবাইল নম্বর সহ বিভিন্ন তথ্যগুলি দিন। খেয়াল রাখবেন সমস্ত তথ্য যেন সঠিক হয়। ফের একবার চেক করে নেবেন।
- এরপর আপনি একটি রেফারেন্স নম্বর দেবেন। আপনি আপনার গ্যাস সংযোগের জন্য একটি কল পাবেন। আপনার আবেদন খতিয়ে দেখা হবে। এবং আপনি ফ্রিতে গ্যাস সিলিন্ডার পেয়ে যাবেন।
এই সম্পর্কে আরও বিস্তারিত জানতে হলে প্রধানমন্ত্রী উজ্জ্বলা (Ujjwala Yojana Free Gas Cylinder Apply Online) যোজনার নিজস্ব ওয়েব সাইট টিতে ভিজিট করুন।
Official site – click Here