পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের (Ad Hok Bonus) জন্য নির্বাচনের আগে খুশির খবর। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে কর্মীদের জন্য ভালো খবর দিলেন মুখ্যমন্ত্রী। ডিয়ারনেস অ্যালাওয়েন্স (DA) নিয়ে সরকারি কর্মীদের মধ্যে অসন্তোষ চূড়ান্ত হয়েছে। দীর্ঘদিন ধরে নিজেদের দাবি-দাওয়া সরকারি কর্মীরা তুলে ধরলেও তা পূরণ করেনি পশ্চিমবঙ্গ সরকার।
WB Govt Employees Ad Hok Bonus Hike
ফলে আন্দোলন ও বিক্ষোভের পাশাপাশি কর্মবিরতি ধর্মঘটের ডাকও দিয়ে ছিলেন সরকারি কর্মীরা। এমনকি পথে অনশনেও বসেন তারা। তবে কোনো কিছুতেই ফল মেলেনি। অসুস্থ হয়েছেন বহু সরকারি কর্মীরা। খবরের শিরোনামে গেলেও টনক নড়েনি সরকার পক্ষের।
সরকারের এখানে উদাসীনতায় আদালতেও দায়ের হয়েছিল ডিএ সম্পর্কিত মামলা। সে মামলার জল গড়িয়েছে সুপ্রিম কোর্ট পর্যন্ত। এখনো মামলা শুরু হওয়া হয়নি ঠিকই, তবে সরকারি কর্মীদের মধ্যে অসন্তোষের আগুনও নেভেনি।
তাদের আশা, সুপ্রিম কোর্টের নির্দেশ এলেই বকেয়া ডিএ পাবেন তাঁরা, পাশাপাশি কেন্দ্রীয় হারে ডিএর (DA) হার সংশোধন হবে। কেন্দ্রীয় সরকার কিছুদিন আগেই সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বাড়িয়েছে। কেন্দ্রের পথে হেঁটে অন্যান্য রাজ্য সরকারও সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি সিদ্ধান্ত নিয়েছে।
তীব্র অসন্তোষের বাতাবরণে গত বছরের দীপাবলি পর্বে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত জানিয়েছে রাজ্য সরকার। অনেক আন্দোলনের পরে রাজ্য সরকার সরকারি কর্মীদের ৪ শতাংশ মহার্ঘভাতা বৃদ্ধির দাবি মেনেছে। যদিও এই সান্ত্বনা পুরস্কারে খুশি নন সরকারি কর্মী মহল।
স্পষ্ট দাবি, এবার যা ঠিক হবে তা একেবারে শীর্ষ আদালতের নির্দেশে। ইতিমধ্যে দেশে আসন্ন লোকসভা নির্বাচন। আর নির্বাচন পর্বে তুমূল তৎপরতা রাজনৈতিক দলগুলির মধ্যে। সরকারি কর্মীদের মুখে হাসি ফোটাতে একের পর এক ঘোষণা আনছে কেন্দ্রীয় সরকার।
বিভিন্ন রাজনৈতিক দলের তরফে প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে জনসাধারণকে আরও বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দেওয়া হবে। ইতোমধ্যে রাজ্য সরকারের বিভিন্ন প্রস্তুতির দাবি জানিয়েছে। আমজনতার মুখে হাসি ফোটাতে একাধিক স্ট্র্যাটেজি নিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।
এরইমধ্যে অপর একটি ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। লোকসভা ভোটের আগেই বাড়লো বোনাস। সরকারি কর্মীদের Ad Hok Bonus বা উৎসব ভাতা বা অ্যাড হক বোনাস বাড়ালো রাজ্য সরকার। এর আগে রাজ্য সরকারি তরফে যে ডিএ বৃদ্ধির ঘোষণা হয়েছে সেটি কার্যকরী হবে ১ লা এপ্রিল থেকে।
ডিএ-র পরই Ad Hok Bonus বা উৎসব ভাতা বৃদ্ধি পেতে মুখের হাসি চওড়া হলো রাজ্য সরকারি কর্মীদের। সামনেই আছে ঈদ। আর এই উৎসব পর্বে কর্মীদের হাতে অতিরিক্ত অর্থ তুলে দেবে রাজ্য সরকার। রাজ্য সরকার ঘোষণা করেছেন ১৩.২ শতাংশ উৎসব ভাতা বৃদ্ধি করা হয়েছে।
যার হিসেব বলছে, সরকারি কর্মীদের ৭০০ টাকা Ad Hok Bonus বা উৎসব ভাতা বাড়ল। তবে কি রাজ্যের এই ঘোষণায় খুশি কর্মীরা? অতিরিক্ত ৬০০০ টাকা বেতন বাড়তে মুখে হাসি ফুটেছে সবারই। পশ্চিমবঙ্গে সরকারি কর্মীদের Ad Hok Bonus বা উৎসব ভাতা ২০১৭ সালে ছিল ৩৬০০ টাকা।
পরবর্তীতে তাঁরা ৫৩০০ টাকা করে অ্যাড হক বোনাস পেতেন। রিপোর্ট বলছে গত সাত বছরে ৬৭ শতাংশ Ad Hok Bonus বা উৎসব ভাতা বাড়িয়েছেন মুখ্যমন্ত্রী। এবার আরো ৭০০ টাকা বাড়লো। এখন থেকে ৬০০০ টাকার Ad Hok Bonus বা উৎসব ভাতা পাবেন রাজ্য সরকারি কর্মীরা।
তবে এখানেও রয়েছে একটি বিশেষ ঘোষণা। সম্প্রতি নবান্নে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, যে সকল রাজ্য সরকারি কর্মীদের বেতন ৪২ হাজার টাকার নিচে, একমাত্র তাঁরাই এই Ad Hok Bonus বা উৎসব ভাতা পাবেন। অন্যান্য সরকারি কর্মীরা পাবেন না।
এই সম্পর্কে আরও বিস্তারিত জানতে হলে এই ওয়েবসাইটে ভিজিট করুন। এই ধরনের আরও গুরুত্বপূর্ন খবরের আপডেট পেতে আমাদের সাথে থাকুন এবং আমাদের পেজটি ফলো করুন।