Retirement Age – সরকারি কর্মীদের রিটায়ারমেন্টের বয়স কত বছর বাড়লো জানুন।

সরকারি চাকরির স্বপ্ন থাকে দেশের লাখ লাখ তরুণ-তরুণীর। প্রতিটি চাকরির জয়েনিং এর বয়স ও Retirement Age বা রিটায়ারমেন্টের বয়স নির্দিষ্ট থাকে। বলাই বাহুল্য ৬০ বছর হলে অবসর গ্রহণের বয়স চলে আসে। এরপর সরকারি কর্মীরা পেনশন পান তবে তাদের নিয়মিত অফিসে গিয়ে কাজ করতে হয় না তবে অনেকেই চান ৬০ বছরের আরও কিছু পর অবধি চাকরিতে যুক্ত থাকতে।

Retirement Age of Govt Employees Has Been Increased by 3 Years

কারণ জীবনের দীর্ঘ সময় ব্যস্ততার সঙ্গে যুক্ত থাকলেও অবসর গ্রহণের পর তারা বিমর্ষ হয়ে পড়েন। অনেকেই চান না বাড়িতে বসে থাকতে। সেহেতু সরকারের কাছে এর আগেই আবেদন জমা করেছিল এই মর্মে যে সরকারি চাকরির অবসরের সময়সীমা বা Retirement Age আরো কিছুদিন বাড়ানো হোক।

যদিও এ বিষয়ে কোনও সদুত্তর আসেনি সরকারি তরফে। সামনেই দেশে লোকসভা নির্বাচন। আর নির্বাচন পর্বে দেশবাসীর আবেদন শুনছে কেন্দ্রীয় সরকার। সরকারি কর্মীদের বেতন বৃদ্ধির পাশাপাশি এক ঝাঁক প্রকল্প, সুযোগ-সুবিধা দেবার ঘোষণা করছে মোদী সরকার।

ব্যস্ত সমর্থ জীবন থেকে Retirement Age বা অবসর গ্রহণের বয়স আসতে মনমরা হয়ে পড়েন অনেকে। ৬০ বছরের আরো কিছু পর অবধি যদি চাকরিতে যুক্ত থাকা যেত, তাহলে মন্দ হতো না বলে কর্মী মহলের মন্তব্য। কিন্তু সরকারি নিয়ম তো আর লঙ্ঘন করার নয়, তাই সরকারের কাছে আবেদন করা ছাড়া উপায় নেই।

Salary Hike - বেতন বৃদ্ধি

তবে এবার মনে করা হচ্ছে, সরকারি কর্মীদের আবদার রাখতে চলেছে কেন্দ্র। অর্থাৎ অবসরের বয়স ৬০ এর বদলে কিছুদিন আরও বাড়তে পারে। সে বিষয়ে এখন জোরদার আলোচনা চলছে। জানা যাচ্ছে সরকারি চাকরির Retirement Age বা অবসরের বয়স বাড়তে পারে আরও ৩ বছর।

অর্থাৎ ৬০ বছর পেরিয়ে যাওয়ার পর আরো একটানা তিন বছর কর্মক্ষেত্রের সঙ্গে যুক্ত থাকতে পারবেন সরকারি কর্মীরা। ‌সেক্ষেত্রে সরকারি কর্মীদের Retirement Age বা অবসরের বয়স ৬২ থেকে ৬৫ বছর হতে পারে বলেই জানা যাচ্ছে।

তবে এও জানা যাচ্ছে যে, এরপর তারা কেবল রোগীদের চিকিৎসা করতে পারবেন। তবে প্রশাসনিক পদে কাজ করতে পারবেন না চিকিৎসকেরা। আবার ৬০ বছর পেরিয়ে গেলে নিজেদের ইচ্ছেমতো ভিআরএস নিয়ে নিতে পারবেন। খুব শীঘ্রই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে, সরকারি নির্দেশ পাবেন দেশের সরকারি কর্মীরা।

সূত্রের খবর, বর্তমানে দেশে কর্মরত চিকিৎসকদের Retirement Age বা অবসরের বয়স ৬২ থেকে বাড়িয়ে ৬৫ বছর করতে স্বাস্থ্য অধিদফতরের পক্ষ থেকে একটি খসড়া তৈরি করা হয়েছে। খসড়ায় উল্লেখ করা হয়েছে, যদি কেউ চান তবে অবশ্যই অবসর নিতে পারবেন।

Dearness Allowance বা মহার্ঘ ভাতা

অর্থাৎ ৬০ বছরের পর‌ যে কাজ করতেই হবে তা বাধ্যতামূলক নয়। এছাড়া, কেউ যদি ৬০ বছরের পর কাজ করতে ইচ্ছুক না হয় তাহলেও ভিআরএস অনুমোদনের ক্ষেত্রে কোনও বিধি নিষেধ আরোপ করা হবে না বলেও উল্লেখ করা হয়েছে।

তবে এমনও যদি কেউ থাকেন যিনি ৬০ বছরের পর অবসর গ্রহণ না করে কাজ করতে চাইছেন, তবে তাঁদের জন্যও সুযোগের ব্যবস্থা গ্রহণ করবে সরকার। বর্তমানে বিভিন্ন চাকরিতে সরকারি Retirement Age বা অবসরপ্রাপ্ত কর্মীদের নিয়োগ করা হয়।

অনেকেই আছেন যারা ৬০ বছরের আগে স্বেচ্ছায় অবসর নিয়ে নেন। তাঁরা নানা ধরণের চাকরিতে যোগাযোগ করেন।‌ আবার এও জানা যাচ্ছে, উত্তরপ্রদেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসক পদ শূন্য থাকার কারণে সেখানে নতুন করে কর্মী নিয়োগ হবে।

চাকরি নিতে পারবেন অবসরপ্রাপ্ত কর্মীরা। বর্তমানে এই সিদ্ধান্তের পথে হাঁটছে ভারতের বিভিন্ন অঙ্গরাজ্য। মন্ত্রিসভার আগামী বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হবে বলে জানা যাচ্ছে। যদি সকলের সম্মতি থাকে তবে দেশে এই নিয়ম চালু করবে সরকার।

Leave a comment