রাজ্যে চাকরি নিয়ে ক্রমশই দুর্নীতি চলে যাচ্ছে (Gram Panchayat Practice Set 01). অনেকে চাকরি পাচ্ছে না আবার অনেকেই চাকরি পেয়েও তা হারিয়ে ফেলছে। এককথায় বলা যেতে পারে যে বর্তমান সময়ে চাকরি পাওয়া আর হাতে চাঁদ পাওয়া সমান ব্যাপার। এই সমস্ত দুর্নীতির মধ্যেও সম্প্রতি পশ্চিমবঙ্গে বেশ কিছু দিন আগেই গ্রাম পঞ্চায়েতে চাকরির জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আবেদনের জন্য একটি বিশেষ পোর্টালও চালু হয়ে গেছে ইতিমধ্যে।
Gram Panchayat Practice Set
পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশনও শুরু হয়ে গিয়েছে। পঞ্চায়েতে চাকরির (Gram Panchayat Practice Set 01) বিজ্ঞপ্তি প্রকাশের সাথে সাথেই বেশিরভাগ পরীক্ষার্থীরা প্রস্তুতি শুরু করে দিয়েছে। আবার অনেকেই এখন অবধি কোন রকম প্রস্তুতি শুরু করে উঠতে পারেনি। যারা এখন অবধি পরীক্ষার জন্য একদমই প্রস্তুত হয়নি তাদের জন্যই আমরা এনেছি কিছু প্রশ্ন উত্তর।
অর্থাৎ গ্রাম পঞ্চায়েত পরীক্ষার প্র্যাকটিস সেট ০১ (Gram Panchayat Practice Set 01). এখানে বিগত বছর ধরে যে সমস্ত পরীক্ষা হয়ে এসেছে মূলত তার উপর নির্ভর করেই আমাদের এই পরীক্ষার প্র্যাকটিস সেট তৈরি করা হয়েছে। এই প্র্যাকটিস সেটটিতে প্রতিদিন ২০টি করে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর দেওয়া হবে।
আমরা আশা করছি যে এই প্রশ্ন উত্তরগুলির দ্বারা পরীক্ষার্থীদের অনেকটাই সুবিধা হবে পরীক্ষার প্রস্তুতিতে। তাদের সুবিধার জন্যই আমরা প্রত্যেক প্রশ্নের নীচে তার উত্তর দেওয়া থাকবে। তাই আর বেশি দেরি না করে এখনই খাতা পেন নিয়ে বসে পড়ুন গ্রাম পঞ্চায়েত পরীক্ষার (Gram Panchayat Practice Set 01) প্রস্তুতির জন্য।
Gram Panchayat Exam Practice Set no. 01
১) সূর্যের নিকটতম গ্রহের নাম কী?
উঃ- বুধ
২) পৃথিবীর যমজ গ্রহ বলা হয় কোন গ্রহকে?
উঃ- শুক্র গ্রহকে
৩) মঙ্গল গ্রহকে কী গ্রহ বলে?
উঃ- লালগ্রহ
কলকাতা মেট্রোয় কর্মী নিয়োগ শুরু! ম্যানেজার পদে চাকরি! অপেক্ষা কিসের? শীঘ্রই আবেদন করুন
৪) কাঠমান্ডুতে কীসের সদর দপ্তর অবস্থিত?
উঃ- SAARC এর
৫) পৃথিবীর গভীরতম স্থানটির নাম কী?
উঃ- মারিয়ানা খাত
৬) ন্যাটোর সদর দপ্তর কোথায় অবস্থিত?
উঃ- Brussels, বেলজিয়াম
৭) গ্রাম পঞ্চায়েত ব্যবস্থার কয়টি স্তর রয়েছে?
উঃ- তিনটি স্তর। যথা – গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদ।
৮) পঞ্চায়েত ব্যবস্থার সর্বনিম্ন স্তরের নাম কী?
উঃ- গ্রাম পঞ্চায়েত
৯) গ্রাম পঞ্চায়েতের কার্যকালের মোট মেয়াদ কত?
উঃ- ৫ বছর
১০) গ্রাম পঞ্চায়েতের সদস্যদের পদচ্যুত কে করতে পারেন?
উঃ- এসডিও বা SDO
১১) পঞ্চায়েত সমিতির প্রধান কে?
উঃ- সভাপতি
১২) ভারতবর্ষে সর্বপ্রথম পঞ্চায়েতি রাজ কোথায় প্রবর্তন হয়েছিল?
উঃ- রাজস্থানের নগৌড় অঞ্চলে।
১৩) পঞ্চায়েতি রাজ বিষয়টি সংবিধানের কোন তালিকার অধীনের মধ্যে অন্তর্ভুক্ত?
উঃ- রাজ্য তালিকা
১৪) ভারতের পরমাণু শক্তির জনক কাকে বলে?
উঃ- হোমি জাহাঙ্গীর ভাবা
১৫) কে ১৯০৫ সালের ঢাকা অনুশীলন সমিতি স্থাপন করেছিলেন?
উঃ- পুলিনবিহারী দাস
মাধ্যমিক পাশে যুবশ্রী প্রকল্পে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন প্রক্রিয়া জানুন
১৬) ‘বৃহৎসংহিতা’ গ্রন্থের রচয়িতা কে?
উঃ- বরাহ মিহির
১৭) ‘পরশুরাম’- কার ছদ্মনাম?
উঃ- রাজ শেখর বসু
১৮) শুদ্ধি আন্দোলনের প্রবর্তক কে?
উঃ- দয়ানন্দ সরস্বতী
১৯) গ্রাম পঞ্চায়েত কতজন সদস্য নিয়ে গঠিত হয়?
উঃ- গ্রাম পঞ্চায়েত সাধারণত ৫ থেকে ৩০ জন সদস্য নিয়ে গঠিত হয়ে থাকে।
২০) জেলা পরিষদের কার্যকাল মোট কত দিন?
উঃ- জেলা পরিষদের কার্যকালের মেয়াদ মোট পাঁচ বছর।
এই ধরনের পরীক্ষা সংক্রান্ত আরও নিত্য নতুন গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের সাথে থাকুন এবং আমাদের পেজটি ফলো করুন।