বছরে বিভিন্ন সময় সরকার নানান ধরনের নির্দেশ (Indian Income Tax Rules) জারি করে। সেই নির্দেশ মত কাজ করতে হয় সাধারণ মানুষকে। আবার কিছু দায়িত্ব থাকে যা সময় মত পালন করতে হয় দেশের জনতাকে। যার মধ্যে অন্যতম হলো সময় মত ট্যাক্স জমা করা। সরকার জনসাধারণের কাছ থেকে নানান ধরনের কর নিয়ে থাকে। বছরের এক নির্দিষ্ট সময় সরকারের নিকট কর জমা করতে হয় সাধারণ মানুষকে।
Most Important Indian Income Tax Rules for ITR Return File
মার্চ মাসের ৩১ তারিখ আসতে আর মাত্র তিন দিন বাকি। তারপরেই শুরু হবে নতুন অর্থবর্ষ। ৩১ তারিখের মধ্যে যে কাজ সারতে হবে আপনাকে তা অবশ্যই জেনে নিন। এই কাজ না (Indian Income Tax Rules) সারলে আপনি সমস্যায় পড়তে পারেন। দেশবাসীরা সবাই জানেন আয়কর রিটার্ন একটি গুরুত্বপূর্ণ কাজ।
দেশের সমস্ত দায়িত্ববান নাগরিক সময় মতো আয়কর রিটার্ন করবেন। প্রতি বছর অর্থবর্ষ শেষের মুখে আয়কর রিটার্ন করতে হয় সমস্ত নাগরিকদের। চলতি বছরের জন্য আয়কর (Indian Income Tax Rulese) রিটার্নের সময় চলে এসেছে। আয়কর রিটার্নের জন্য আপনার হাতে রয়েছে মাত্র কয়েক দিন।
সরকারি কর্মীদের প্রমোশনের নতুন নিয়ম চালু। বিজ্ঞপ্তি জারি নবান্নের।
এর মধ্যে যদি আপনি আয়কর রিটার্ন না করেন তবে শাস্তির মুখে পড়তে পারেন। ট্যাক্স রিটার্ন এর এমন একটা কাজ রয়েছে যা সাধারণ মানুষ প্রতিবছর (Indian Income Tax Rules) নির্দিষ্ট সময় করেন। ও সময়ের মধ্যে এই কাজ করা বাধ্যতামূলক।
এই মাসের মধ্যে কোন কাজটি অবশ্যই সেরে ফেলতে হবে?
আয় লুকিয়ে রাখা দণ্ডনীয় (Indian Income Tax Rules) অপরাধ। আয় লুকিয়ে রাখলে শাস্তির মুখে পড়ার সম্ভাবনা প্রবল। তবুও অনেকেই আছেন যারা ট্যাক্স কম দেওয়ার জন্য আয় লুকিয়ে রাখেন। সেই সমস্ত মানুষদের এবার সুযোগ দিচ্ছে সরকার। আর কয়েক দিনের সময় রয়েছে, এর মধ্যে আপনি আরও দুটি আর্থিক বছরের আগের আয়কর ফাইল আপডেট করে নিতে পারবেন।
সাধারণ মানুষদের এই সুযোগ দিচ্ছে আয়কর (Indian Income Tax Rules) বিভাগ। ট্যাক্স লুকিয়ে রাখলে পরবর্তীকালে বেশ সমস্যা পড়তে পারেন। এই কথা মাথায় আনেন না অনেকেই। বিপুল আর্থিক জরিমানা যেমন হয়, তেমনি সম্মানের ব্যাপার ও থাকে। তাই আয় লুকিয়ে না রেখে নিজেদের আয়কর ফাইলটি আপডেট করিয়ে নিন।
৩১ মার্চের মধ্যে আয়কর ফাইল আপডেট না করলে কী হতে পারে?
আয়কর বিভাগের 139 (8A) ধারা অনুসারে 2021-22 অর্থবর্ষে জমা করা আয়কর রিটার্ন আপডেট করার কাজ চলছে। আপনি যদি ওই বছর অর্থাৎ 2021-22 অর্থবর্ষে আপনার আয় (Indian Income Tax Rules) লুকিয়ে থাকেন বা না দেখিয়ে থাকেন তাহলে আরও একবার আপডেট করে নেওয়ার সুযোগ পাচ্ছেন।
আয়কর বিভাগের হিসাব বলছে প্রতিবছর প্রচুর সংখ্যক মানুষ নিজেদের আয় হিসেবে লুকিয়ে রাখছেন। এটি ধরা পড়লে বিপদের সম্ভাবনা অনেক বেশি। জরিমানা হতে পারে প্রায় দ্বিগুণ। তাই আয়কর সুযোগ কে অবশ্যই কাজে লাগান। আর সেই সুযোগ দেওয়া হচ্ছে আগামী ৩১ মার্চ পর্যন্ত। আপনি যদি তা সত্বেও কর লুকিয়ে থাকেন, তাহলে কিন্তু আপনার আয়ের উপর বড় অংকের টাকা জরিমানা হতে পারে।