Salary Hike – একলাফে বেতন বাড়ছে সরকারি কর্মীদের। ভোটের আগেই সরকারের তরফ থেকে সেরা গিফট!

কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য ভোটের আগেই দারুন গিফট (Salary Hike) দিল মোদি সরকার। ভোটের মুখে একের পর এক সুখবর আছে তাঁদের জন্য। ভোট পর্বে কর্মীদের খুশি করতে কেন্দ্রীয় সরকারের নয়া সিদ্ধান্ত মাস্টার্স স্ট্রোক বলে বিভিন্ন মহলের দাবি। কিছুদিন আগেই মহার্ঘ ভাতা বৃদ্ধি নিয়ে সুখবর পেয়েছিলেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা। আর এবার এল স্যালারি বৃদ্ধি নিয়ে সুখবর।

Govt Employees Salary Hike on DA & Basic Pay

বেতন বাড়তে চলেছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের। কর্মী মহলের বেসিক পে লেভেল বাড়িয়ে তাঁদের খুশি করছে কেন্দ্রীয় সরকার। কতটা বাড়ছে বেতন (Salary Hike)? ডিএ বা মহার্ঘ ভাতা ছাড়া আর কি কি সুবিধা পাচ্ছেন কর্মীরা? এক নজরে জেনে নেওয়া যাক।

কেন্দ্রীয় সরকার কর্মীদের DA বা মহার্ঘ ভাতা বৃদ্ধির ক্ষেত্রে মোটেই কৃপণ্য করে না। কেন্দ্রীয় সরকারি কর্মীদের ৪ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণাটি ইতিমধ্যেই জেনে গিয়েছেন সবাই। তার মধ্যেই বেসিক পে (Salary Hike) লেভেল বাড়তে মুখে চওড়া হাসি দেখা দিল সরকারি কর্মীদের।

ভোটের মুখেই একের পরে এক খুশির খবর ঘোষণা করে কর্মী মহলের মন জয় করে নিচ্ছে মোদি সরকার। তারই অঙ্গ রূপে এবার স্যালারি বৃদ্ধির বা Salary Hike খবরও সামনে এল। ভারতবর্ষের বৃহত্তম লাইফ ইন্সুরেন্স সংস্থা হল LIC বা লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া। কেন্দ্র ঘোষণা করেছে, এলআইসি কর্মীদের ১৭ শতাংশ বেসিক পে লেভেল বা স্যালারি বাড়ানো হবে।

ভোটের আগেই একলাফে 40% বেতন বাড়ছে রাজ্যের সমস্ত শিক্ষকদের।

আর এই সিদ্ধান্তের ফলে উপকৃত হতে চলেছেন LIC তে কর্মরত লক্ষ লক্ষ কর্মী। কেন্দ্রের ঘোষণা থেকে জানা যাচ্ছে, রাষ্ট্রয়ান্ত লাইফ ইন্সুরেন্স কর্পোরেশনে কর্মরত প্রায় এক লক্ষ কর্মী এবং অবসরপ্রাপ্ত প্রায় ৩০ হাজার কর্মী কেন্দ্রের ঘোষণার ফলে উপকৃত হবেন। নিঃসন্দেহে ভোটের আগে এই ঘোষণা শুনে মুখে হাসি ফুটেছে সবারই।

বেতন বৃদ্ধি বা Salary Hike পাওয়ায় সরকারি কর্মীরা খুশি। জানা যাচ্ছে, এই সিদ্ধান্তের ফলে এলআইসি কর্তৃপক্ষের বার্ষিক চার হাজার কোটি টাকা অতিরিক্ত খরচ হবে। এখন কথা হল কবে থেকে কার্যকর হবে অতিরিক্ত বেতন? সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে যে, আগামী আগস্ট থেকে বর্ধিত বেতন লাগু হবে।

Government Employee Benefits - সরকারি কর্মীদের সুবিধা

সরকারি কর্মীদের জন্য আর কি কি সুবিধা দিচ্ছে কেন্দ্রীয় সরকার?

  • মহার্ঘ ভাতা বৃদ্ধি
  • HRA বৃদ্ধি
  • গ্র্যাচুইটি বৃদ্ধি

মহার্ঘ ভাতা বৃদ্ধি

কেন্দ্রীয় সরকার ইতিমধ্যে ঘোষণা করেছে সরকারি কর্মীদের চার শতাংশ মহার্ঘ ভাতা বাড়ছে। ১ জানুয়ারি ২০২৪ থেকে বর্ধিত ডিএ লাগু হয়েছে। আর এই ঘোষণার পর সপ্তম বেতন কমিশনের আওতায় কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘ ভাতার পরিমাণ পৌঁচেছে ৫০ শতাংশ হারে (Salary Hike).

মে মাস থেকে বকেয়া দিয়ে টাকা পাবেন রাজ্য সরকারি কর্মীরা। ভোটের আগেই সুখবর!

HRA বৃদ্ধি

অনেকদিন ধরেই কেন্দ্রীয় সরকারি কর্মীরা হাউস রেন্ট অ্যালাওয়েন্স বা HRA বৃদ্ধির দাবি তুলে আসছিলেন। তবে সম্প্রতি সরকার কর্মীদের বাড়ি ভাড়া ভাতা বৃদ্ধির ঘোষণা করেছে। মোদি সরকার লোকসভা ভোটের আগেই কর্মীদের বাড়ি ভাড়া ভাতা বৃদ্ধি করেছে (Salary Hike).

গ্র্যাচুইটি বৃদ্ধি

লোকসভা ভোটের আগে মোদি সরকার তার কর্মীদের ৫ লক্ষ টাকা গ্র্যাচুইটি বৃদ্ধি করেছে। এতদিন অবসরের পর তারা গ্র্যাচুইটি পেতেন ২০ লক্ষ টাকা। তবে এবার থেকে তারা ২৫ লক্ষ টাকা গ্র্যাচুইটি পাবেন। এই সকল কারণে উপকৃত হচ্ছেন দেশের সরকারি কর্মীরা (Salary Hike).

এই সম্পর্কে আরও বিস্তারিত জানতে আমাদের সাথে থাকুন এবং আমাদের পেজটি ফলো করুন।

Official Website – Click Here

Leave a comment