ভারতবর্ষেয় জনসাধারণের জন্য ফের একটি নতুন প্রকল্প (PM Suryoday Yojana Online Apply) চালু করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশের সকল স্তরের মানুষের ঘর যাতে আলোকিত হয়, সেই উদ্দেশ্যে সরকারের এই নতুন প্রকল্প। সৌরশক্তি হলো প্রবাহমান শক্তি। এই শক্তির যোগান অফুরন্ত। সৌরশক্তিকে কাজে লাগিয়ে তৈরি হওয়া সৌর বিদ্যুৎ দেশের ঘরে ঘরে পৌঁছানোর প্রয়াস নিয়েছেন প্রধানমন্ত্রী।
PM Suryoday Yojana Online Apply
লোকসভা নির্বাচনের আগেই মোদি সরকারের তরফে চালু করা একটি গুরুত্বপূর্ণ স্কিম হল প্রধানমন্ত্রী সূর্য ঘর যোজনা (PM Suryoday Yojana Online Apply)। সরকার জানিয়েছেন, এই যোজনায় যারা নাম অন্তর্ভুক্ত করবে, তাদের বিপুল অংকের ভর্তুকি সহ ফ্রি তে বিদ্যুৎ দেওয়া হবে।
- প্রকল্পের উদ্দেশ্য
- প্রকল্পের শর্ত
- প্রকল্পের সুবিধা
- আবেদন পদ্ধতি
প্রকল্পের উদ্দেশ্য
দেশের মধ্যবিত্ত ও দরিদ্র মানুষদের ঘরে ঘরে এবার পৌঁছে যাবে বিদ্যুৎ। প্রত্যেক মাসে বিদ্যুতের জন্য অতিরিক্ত খরচ হয় তার হাত থেকে মুক্তি। গত ১ ফেব্রুয়ারি, ২০২৪ দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন রুফটপ সোলার স্কিম সহ প্রধানমন্ত্রী সূর্য ঘর যোজনার ঘোষণা করেন (PM Suryoday Yojana Online Apply).
এইভাবে আবেদন করলেই পাবেন ৫০ হাজার টাকা কেন্দ্রীয় সরকারের নতুন প্রকল্পে।
এই প্রকল্পের মাধ্যমে কেন্দ্রীয় সরকার টার্গেট নিয়েছে দেশের প্রায় এক কোটি পরিবারকে আলোকিত করার। দেশের মধ্যবিত্ত ও দরিদ্র মানুষদের ঘরে ঘরে যাতে বিদ্যুতের আলোয় আলোকিত হয়ে ওঠে সেই উদ্দেশ্যেই সূর্য ঘর যোজনা সূচনা করেছেন মোদি সরকার।
প্রকল্পের শর্ত
এই(PM Suryoday Yojana Online Apply) যোজনার সাহায্য পেতে চাইলে কিছু শর্ত মানতে হবে। যেমন- ১) আবেদনকারীর বাড়ির ছাদে যেহেতু সোলার প্যানেল বসানো হবে তাই আবেদনকারীর মোট জায়গা থাকতে হবে ১৩০ বর্গফুট। ২) আবেদনকারী ৪৭ হাজার টাকা খরচ করে যে সোলার প্যানেলটি বাড়িতে বসাবে সেটি দৈনিক ৪:৩২ Kwh/day বিদ্যুৎ উৎপাদনে সক্ষম হতে হবে।
প্রকল্পের সুবিধা
এই যোজনার সবচেয়ে বড় সুবিধা হল বাড়ির ছাদে সোলার প্যানেল বসিয়ে যে বিদ্যুৎ উৎপাদন হবে, তা দিয়ে একজন ব্যক্তি তার পুরো মাসের বিদ্যুৎ চালাতে পারবেন। এবং প্রতি মাসে বড় অঙ্কের টাকা বাঁচাতে পারবেন।
এই(PM Suryoday Yojana Online Apply) প্রকল্পের মাধ্যমে সাধারণ মানুষ বিনামূল্যে ৩০০ ইউনিট বিদ্যুতের সঙ্গে তার দরুন কিছু টাকা ভর্তুকি হিসেবেও পেয়ে যাবেন। এর পাশাপাশি এই প্রকল্পের মাধ্যমে একটি পরিবার দৈনিক ১২.৯৬ টাকা এবং বার্ষিক ৪৭৩০ টাকা বাঁচাতে পারবেন।
মধ্যবিত্তের স্বপ্নপূরণ! গাড়ি কিনতে SBI দিচ্ছে 5 লাখ টাকা লোন।
আবেদন পদ্ধতি
- একজন ব্যক্তি যদি প্রধানমন্ত্রী সূর্য ঘর যোজনায় আবেদন জানাতে চান, তাহলে তাঁকে ভিজিট করতে হবে (https://pmsuryaghar.gov.in) এই ওয়েবসাইটে।
- ওয়েবসাইটে গিয়ে বেছে নিন ‘অ্যাপ্লাই ফর রুফটপ সোলার’ এই অপশনটি।
- নিজের রাজ্যের ইলেকট্রিসিটি কোম্পানিকে বেছে নিন, বিদ্যুৎ এর নাম, ফোন নম্বর, ইমেইল আইডি নথিভূক্ত করুন।
- এরপর কনজিউমার নম্বারটি নথিভূক্ত করে স্ক্রিনের নির্দেশ মত আবেদনপত্রটি সঠিকভাবে পূরণ করুন। সমস্ত তথ্য সঠিকভাবে উল্লেখ করবেন।
- আপনার আবেদন জানানো সম্পন্ন হলে বাড়ির ছাদে সোলার প্যানেল বসানোর অনুমতি পেয়ে যাবেন। বাড়ির ছাদে সোলার প্যানেল বসে গেলে নেট মিটারের জন্য আবেদনকারী কে আবেদন জানাতে হবে।
- অনলাইন আবেদন করতে নিচে দেওয়া ওয়েব সাইট টিতে ক্লিক করুন।
Online apply – Click here