Govt Scheme for Women – এই প্রকল্পে আবেদন করলেই মহিলারা পাবে প্রতিমাসে 1500 টাকা।

সরকার মহিলাদের জন্য নতুন একটি প্রকল্পের অর্থাৎ Govt Scheme for Women এর দ্বারা দ্বিগুন সুবিধা প্রচার অথবা ঘোষনা করলেন ভোটের আগেই। কিছুদিন আগে ৮ ই মার্চ ছিল আন্তর্জাতিক নারী দিবস অথবা International Women Day 2024. আর সেই নারী দিবসের দিন থেকেই নারীদের জন্য একটি নতুন প্রকল্প শুরু হয়।

IGPSSN Govt Scheme for Women 2024

এটি লক্ষী ভান্ডারের মতোই আরেকটি নতুন প্রকল্প। যার দ্বারা মহিলাদের আর ও অনেক সুবিধা হবে। সম্প্রতি নারীদের জন্য কেন্দ্র সরকারের তরফ থেকে একটি নতুন প্রকল্প বা Govt Scheme for Women 2024 প্রকাশ করা হয়েছে। সেই সম্পর্কে বিস্তারিত জানুন।

এই Govt Scheme for Women প্রকল্পটিতে আবেদন করতে কোনো যোগ্যতা লাগবে না। মহিলাটিকে শুধুমাত্র এই রাজ্যের একজন স্থায়ী বাসিন্দা হতে হবে। লক্ষ্মী ভান্ডারে যেমন প্রতিমাসে ৫০০ এবং ১০০০ টাকা করে দেওয়া হয় তবে এই প্রকল্পটি আবেদন করলে মহিলারা পারেন ১৫০০ হাজার টাকা করে প্রতিমাসে।

  • প্রকল্পের নাম
  • বয়সসীমা
  • আবেদন যোগ্যতা
  • আবেদন পদ্ধতি
  • প্রয়োজনীয় নথি

প্রকল্পের নাম

রাজ্য সরকার মনে করেছেন দেশের মহিলাদের আর্থিক দিক থেকে স্বাধীনতা দেওয়া সরকারের অন্যতম একটি কর্তব্য। এই স্কিম বা প্রকল্পের নাম হল IGPSSN Government Scheme. IGPSSN এর পুরো নামটি হলো ইন্দিরা গান্ধী বেহেনা সুখ সম্মান নিধি যোজনা।

এটি রাজ্য সরকার কয়েকদিন আগেই চালু করা একটি প্রকল্প। হিমাচল প্রদেশে বসবাস কারী মহিলাদের আর্থিক দিক থেকে আত্মনির্ভরশীল করে তোলার উদ্দেশ্যে রাজ্য সরকার এই নতুন প্রকল্পটি চালু করেছেন। যা Govt Scheme for Women অথবা সরকারি প্রকল্প নামে পরিচিত।

এখন কার দিনে আর নারী বা পুরুষের মধ্যে বিচারতা বা ভেদাভেদ থাকে না। এখনকার দিনের নারীরা সব একা হাতে সামলাতে ও পারে আবার অনেক নারী এমনও আছে ঘর সামলে বাইরে সমান ভাবে কাজ করে দেশের মুখ উজ্জ্বল করছে।

তাই এই সমাজে দাঁড়িয়ে রাজ্যের মহিলাদের জন্য এই সরকারি প্রকল্প অথবা Govt Scheme for Women চালু করা রাজ্য সরকারের একটি অন্যতম দায়িত্ব বলে মনে করেছেন। এই Government Scheme অথবা সরকারি প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকার প্রতি মাসে মহিলাদের মাসিক ভাতা বা বেতন ১৫০০ হাজার টাকা করে দেবেন।

Krishak Bandhu বা কৃষক বন্ধু

বয়সসীমা

এই Govt Scheme for Women প্রকল্পে ভাতা বা বেতন পেতে গেলে মহিলাটিকে একটি নির্দিষ্ট বয়স সীমা অতিক্রম করতে হবে। এই প্রকল্পটিতে মূল মহিলা দের বয়স হতে হবে ৬০ বছর বয়স। এই প্রকল্পটি বার্ধক্য ভাতা মতই অথবা এই প্রকল্পটি কে বার্ধক্য ভাতা বলা যেতে পারে।

আবেদন যোগ্যতা

এই নতুন সরকারি প্রকল্পটি (Govt Scheme for Women) আবেদন করতে পারবেন। প্রথমত, অবশ্যই হিমাচল প্রদেশের একজন স্থায়ী বাসিন্দা হতে হবে আবেদনকারী কে বা মহিলাটিকে। দ্বিতীয়ত, মহিলাটির বা আবেদনকারী পরিবারের কেউ যেন কোন মতে রাজ্য সরকার অথবা কেন্দ্র সরকারের কর্মচারী না হয়। এবং তৃতীয়ত, আবেদনকারীর বয়স ৬০ বছরের ঊর্ধ্বে হতে হবে ।

আবেদন পদ্ধতি

কীভাবে আবেদন করবেন এই সরকারি প্রকল্পটি বা Govt Scheme for Women আবেদনকারী অথবা মহিলাটিকে।

  • প্রথমে কাছাকাছি কোনও তহশীল কল্যাণ অফিসারের অফিসে যেতে হবে।
  • সেখান থেকে একটি সরকারি প্রকল্প ফর্ম নিয়ে সেটিকে ফিলাপ করতে হবে।
  • এরপর ফর্মটিতে লেখা আবেদনকারী প্রয়োজনীয় ডকুমেন্টস বা প্রমাণ পত্রের এক কপি করে জেরক্স নিয়ে ফর্মটির সাথে একসাথে যুক্ত করে ওই অফিসে জমা করতে হবে।
  • এবার আপনার আবেদন মেয়ের কাজ শেষ আপনি যদি এই প্রকল্পটি টাকা পাওয়ার যোগ্য হন তাহলে কিছুদিন পরে আবেদনকারী ফর্মটিতে যে মোবাইল নাম্বারটি দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারে এসএমএস এর দ্বারা আপনাকে বা আবেদনকারী কে জানিয়ে দেবে সরকার।
Lakshmir Bhandar - লক্ষ্মীর ভান্ডার

প্রয়োজনীয় নথি

এই সরকারি প্রকল্পটি বা Govt Scheme for Women জন্য কি কি প্রমাণ পত্র বা ডকুমেন্টস লাগবে তা লিখে দেওয়া হল।

  • আবেদনকারীর এক কপি পাসপোর্ট সাইজ ছবি
  • আবেদনকারী রেশন কার্ডের জেরক্স বা রেশন কার্ড
  • আবেদনকারীর আধার কার্ড ও আধার কার্ডের জেরক্স
  • আবেদনকারীর ব্যাংক একাউন্ট নাম্বার
  • আবেদনকারীর সঠিক বয়সের প্রমাণপত্র
  • সর্বশেষ আবেদনকারী যে হিমাচল প্রদেশের একজন স্থায়ী বাসিন্দা তার প্রমাণ পত্র।

শুধুমাত্র উত্তর ভারতের পাহারি রাজ্য হিমাচল প্রদেশের মহিলাদের জন্য সরকার এই Govt Scheme for Women অথবা সরকারি প্রকল্প টি ঘোষণা করেছেন।

Leave a comment