ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেছে? এবার বাংলাতে জেনে নিন কীভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেলে পুনরায় Bank Account Reopen বা ব্যাঙ্ক অ্যাকাউন্টটি চালু করা যাবে। ব্যাঙ্ক ম্যানেজার কে কীভাবে চিঠি বা আবেদন পত্র লিখবেন নীচে বিস্তারিত জানান হল। আপনার ব্যাঙ্কে ও কি অ্যাকাউন্ট আছে কিন্তু অনেক দিন যাবৎ অ্যাকাউন্ট টিতে আদান-প্রদান না থাকায় বন্ধ হয়ে গেছে এবার আপনার ওই Bank Account Reopen বা অ্যাকাউন্ট টি আবার চালু করতে চান কিন্তু কিভাবে আবেদন পত্র বা দরখাস্ত লিখবেন বুঝতে পারছেন না ?
How To Write Letter To Bank Account Reopen Instantly
তাই আপনাদের জন্যই আজকের এই সমাচার টি আমরা নিয়ে এসেছি । এখানে কীভাবে আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলবেন ও কীভাবে বন্ধ ব্যাঙ্ক অ্যাকাউন্টটি Bank Account Reopen আবার চালু আবেদন পত্র বা দরখাস্ত লিখবেন তা খুব সহজ ভাষায় বাংলাতে বিস্তারিত জানান হল।
আপনার বন্ধ হওয়া ব্যাঙ্ক অ্যাকাউন্ট পুনরায় লেনদেন বা আদান প্রদান সক্রিয় করার জন্য আবেদন পত্র। জেনে নেওয়া যাক কীভাবে আপনার বন্ধ ব্যাঙ্ক অ্যাকাউন্ট পুনরায় চালু করার জন্য ব্যাঙ্ক ম্যানেজার কে আবেদন পত্র বা দরখাস্ত লিখবেন।
To
The branch manager
আপনার ব্যাঙ্কের শাখার নাম
আপনার ব্যাঙ্কের নাম
আপনার ব্যাঙ্কের ঠিকানা
বিষয়: ব্যাঙ্ক অ্যাকাউন্ট পুনরায় চালু
করার জন্য আবেদন পত্র
মহাশয় / মহাশয়া(A),
আপনার কাছে আমার বিশেষ আবেদন যে, আমি(এখানে আপনার নিজের নাম লিখতে হবে)। আমি আপনার ব্যাঙ্কের একজন গ্রাহক। আপনার ব্যাঙ্কে আমার (B) সেভিংস/কারেন্ট অ্যাকাউন্ট আছে। আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটি হল ( আপনার অ্যাকাউন্ট নাম্বার টি লিখতে হবে ) বিশেষত (C)অসুস্থতার কারণে দীর্ঘ এক বছর বা তারও বেশি আমার ব্যাঙ্কের বইটি আপনার ব্যাঙ্কের সাথে আদান-প্রদান না থাকায় আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট টি বন্ধ হয়ে গেছে।
অতএব, মহাশয়/ মহাশয়া আপনার কাছে আমার বিনীত নিবেদন এই যে, আমার এই ছোটো আবেদন টি গ্রহণ করে যত শিঘ্রই সম্ভব আমার অ্যাকাউন্ট টি আবার আগের মত সক্রিয় করে আমাকে বাধিত করুন যাতে আমি আবার আগের মতো টাকা আদান প্রদান করতে পারি।
ফোন নাম্বার
(আপনার ফোন নাম্বার)
ধন্যবাদান্তে,
(নিজের স্বাক্ষর)
(A) আপনার ব্যাঙ্কের ম্যানেজার যদি পুরুষ হয় তাহলে সেখানে মহাশয় লিখবেন এবং যদি মহিলা হয় তাহলে মহাশয়া লিখবেন।
(B)আপনার ব্যাঙ্কের অ্যাকাউন্টটি যদি সেভিংস অ্যাকাউন্ট হয় তাহলে সেখানে সেভিংস লিখবেন এবং যদি কারেন্ট একাউন্ট হয় তাহলে সেখানে কারেন্ট অ্যাকাউন্ট লিখবেন।
(C)আপনার ব্যাঙ্কের সাথে আদান প্রদানের কারণ যদি অসুস্থতা না হয়ে অন্য কিছু হয় তাহলে সেখানে ওই কারণটা লিখবেন।
এমন করে চিঠি লিখে আপনি আপনার বন্ধ ব্যাঙ্ক অ্যাকাউন্টটি বা Bank Account Reopen আবার নতুন করে চালু করতে পারবেন। এই ধরনের আরও নতুন নতুন সুবিধা পেতে আমাদের চ্যানেলটি কে সাবস্ক্রাইব করে রাখুন।