দেশে আসন্ন গণতন্ত্রের উৎসব। লোকসভা ভোটের বাদ্যি বেজে গিয়েছে (Employee Benefits) ইতিমধ্যেই। নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। ভোট আসার পূর্বেই সরকারি কর্মীদের মুখে হাসি ফোটালো মোদী সরকার। কর্মীদের ভাতা বৃদ্ধি (Allowance Incrase) করে সুখবর দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুধুমাত্র ডিএ নয়, কেন্দ্র সরকারি কর্মীদের একগুচ্ছ ভাতা বৃদ্ধি (Allowance Incrase) হয়েছে।
Govt Employee Benefits for DA, TA, HRA was Hike
কিছুদিন আগেই মহার্ঘ ভাতা (Dearness Allowance) বৃদ্ধি করে বাম্পার গিফট দিয়েছিলেন নরেন্দ্র মোদী। তবে উপহার এখানেই শেষ নয়, সর্বমোট নয়টি ভাতা বিপুল বৃদ্ধি করলো (Employee Benefits) সরকার। যার ফলে আনন্দের বাঁধ ভেঙেছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের। দেশের সরকারি কর্মীরা অনেকদিন ধরেই দাবি তুলছিলেন মহার্ঘ ভাতা (Dearness Allowance) সংশোধনের।
বছরের শুরুতে সেই দাবি মিটিয়ে দিয়েছে প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদী। এতদিন যে হারে মহার্ঘ ভাতা (Dearness Allowance) পেতেন, সংশোধন হওয়ার পর প্রায় ৫০ শতাংশ ছুঁয়েছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বা DA এর হার। বছরের শুরুতে কেন্দ্রীয় সরকার ঘোষণা করে, সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা (Dearness Allowance) আরও চার শতাংশ বাড়ছে।
যার ফলে আগের ৪৬ শতাংশ মহার্ঘ ভাতা (Dearness Allowance) পরিবর্তিত হয়ে এখন পঞ্চাশ শতাংশ হারে মহার্ঘ ভাতা (Dearness Allowance) পাচ্ছেন কেন্দ্রের সরকারি কর্মীরা। প্রথম দাবি পূরণ হতে বেশ খুশি ছিলেন কর্মী মহল। তবে সরকার তাঁর কর্মীদের উপহার দিতে কৃপণ্য করেননি।
মে মাস থেকে বকেয়া দিয়ে টাকা পাবেন রাজ্য সরকারি কর্মীরা। ভোটের আগেই সুখবর!
হাত উজাড় করে নয়টি ভাতা বিপুল পরিমাণে বৃদ্ধি করেছে দেশের কেন্দ্রীয় সরকার। গত বছরে যখন মহার্ঘ ভাতা (Dearness Allowance) এর হার পৌঁচেছিল ৪৬ শতাংশে তখনই কর্মীরা আশা দেখেছিলেন যে, বছরের শুরুতে মহার্ঘ ভাতা সংশোধনের সময় হয়তো আরও চার শতাংশ ডিএ বৃদ্ধি করবে সরকার।
আর সেই মতো ঘোষণা এল সরকারের তরফ থেকে। নিয়ম বলছে, সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা (Dearness Allowance) যখন ৫০ শতাংশে পৌঁছাবে তখন তো শূন্যে নামিয়ে আনা হবে এবং তা মূল বেতনের সঙ্গে একিভূত হবে। একটি হিসাব থেকে বোঝা যায়, একজন কর্মীর যদি মূল বেতন হয় ১৮ হাজার টাকা তবে তিনি এখন ৯ হাজার টাকা মহার্ঘ ভাতা পাবেন।
কেন্দ্রীয় সরকার তার কর্মীদের মহার্ঘ ভাতা বা Dearness Allowance বা DA বৃদ্ধির পাশাপাশি ভ্রমণ ভাতা বা TA বৃদ্ধি করেছে। এর পাশাপাশি বৃদ্ধি পেয়েছে শিশুদের শিক্ষা ভাতা বা CEA, চাইল্ড কেয়ার বিশেষ ভাতা বা CCA, ট্রাভেল অ্যালাওয়েন্স গ্র্যাচুইটি সীমা বা TA, হোস্টেলের ভর্তুকি, নিজস্ব পরিবহনের (Employee Benefits) জন্য মাইলেজ ভাতা।
এছাড়াও বৃদ্ধি পেয়েছে বাড়ি ভাড়া ভাতা (HRA) ৩%, ২% এবং ১%। যা বিভিন্ন শহরের ধরন অনুযায়ী বৃদ্ধি করা হয়েছে। মোদি সরকারের তরফে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, আগামী দিনে কর্মীদের জন্য আরও নানান সুবিধা আনা হবে। বলাই বাহুল্য ভোটের আগে মোদি সরকারের (Employee Benefits) এই সকল সিদ্ধান্তে নিঃসন্দেহে রাজনৈতিক তরজা বাড়ছে।
সরকারি কর্মীদের প্রমোশনের নতুন নিয়ম চালু। বিজ্ঞপ্তি জারি নবান্নের।
ভোটের মরশুমে উত্তপ্ত পরিস্থিতি ইঙ্গিত করছে, কর্মীদের মুখে হাসি (Employee Benefits) ফোটাতে পদক্ষেপ গ্রহণ রাজনৈতিক অভিসন্ধির একটি অংশ। তবে বিরোধীদের এই সকল বক্তব্যকে উড়িয়ে দিচ্ছেন কেন্দ্রীয় সরকার। কর্মীদের মুখে হাসি ফোটাতে তৎপর নরেন্দ্র মোদি।
অন্যদিকে সরকারের এই সিদ্ধান্তে (Employee Benefits) উপকৃত হচ্ছেন দেশের কোটি কোটি সরকারি কর্মীরা। তবে সরকারের এই ভাতা গুলি সম্পর্কে আরও বিস্তারিত জানতে হলে। নিচের এই ওয়েবসাইটগুলি ভিজিট করুন ও সম্পূর্ণ তথ্য অর্জন করুন।
DA official Web site – Click Here
TA official Web site – Click Here
HRA official Web site – Click Here