Dearness Allowance – মে মাস থেকে বকেয়া দিয়ে টাকা পাবেন রাজ্য সরকারি কর্মীরা। ভোটের আগেই সুখবর!

মহার্ঘ ভাতা বা Dearness Allowance বা DA নিয়ে সরকারি কর্মীদের অসন্তোষ কাটছে না। বকেয়া ডি এর দাবিতে বারবার সরব হয়েছেন রাজ্য সরকারি কর্মীরা। এখনো পর্যন্ত সুফল না মেলায় জটিলতা বাড়ছে। আন্দোলন, বিক্ষোভ, কর্মবিরতি, কোনো ক্ষেত্রেই মন গলছে না রাজ্য সরকারের। যদিও কিছুদিন আগে সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা চার শতাংশ বাড়িয়েছে রাজ্য সরকার, তাতেও মোটে খুশি নন তাঁরা। ভোটের আগে রাজ্য সরকার নানান ধরনের প্রকল্পের ঘোষণা করছেন।

7th Pay Commission of Govt Employees Dearness Allowance was Hike

রাজ্যের জনসাধারণের জন্য চালু করা হচ্ছে নানান ধরনের সুবিধা। পাশাপাশি বেশ কিছু ক্ষেত্রের কর্মীদের বেতন, বোনাস ইত্যাদিও বাড়াতে দেখা যাচ্ছে রাজ্য সরকারকে। তাহলে সরকারি কর্মীদের বকেয়া দিয়ে বাকি থাকছে কেন? দীর্ঘদিন ধরে অপেক্ষা করার পর অবশেষে সুফল পেলেন তাঁরা। সরকারি কর্মীদের বকেয়া Dearness Allowance বা মহার্ঘ ভাতা দিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে রাজ্য সরকার।

কবে পাবেন এই বকেয়া Dearness Allowance বা মহার্ঘ ভাতা? কত টাকা বেতন বাড়বে? জানতে হলে পড়ে নিন আজকের এই প্রতিবেদন। বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মীরা সপ্তম বেতন কমিশনের আওতায় ৫০ শতাংশ হারে ডিয়ারনেস অ্যালাওয়েন্স পাচ্ছেন। জানুয়ারি মাস থেকেই এই বর্ধিত হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন তাঁরা।

তবে Dearness Allowance বা মহার্ঘ ভাতা বাড়লেও সপ্তম বেতন কমিশনের আওতায় তাদের বেসিক স্যালারি বাড়বে কিনা সেই বিষয়ে এখনও পর্যন্ত স্পষ্ট খবর আসেনি। তবে মহার্ঘ ভাতার পাশাপাশি আরো অন্যান্য সুযোগ সুবিধাও বেড়েছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের। কবে থেকে বকেয়া DA পাবেন রাজ্য সরকারি কর্মীরা? জেনে নিন।

সরকারি কর্মীদের রিটায়ারমেন্টের বয়স কত বছর বাড়লো জানুন।

কেন্দ্রীয় সরকার তাঁর কর্মচারীদের Dearness Allowance বা মহার্ঘ ভাতা বাড়িয়েছে। কেন্দ্রের অনুসরণে দেশের অন্যান্য অঙ্গরাজ্যগুলি কর্মীদের ডিএ বাড়ানোর পক্ষে রয়েছে। কিন্তু রাজ্য সরকারের উদাসীনতা বেশ অস্বস্তিতে ফেলেছে সরকারি কর্মীদের। তবে ভোট মরশুমে খুশির খবর পেলেন তাঁরা। রাজ্য সরকারি কর্মীদের একাউন্টে ঢুকবে বকেয়া ডিএ।

মে মাস থেকে বকেয়া Dearness Allowance বা মহার্ঘ ভাতা পেয়ে যাবেন তাঁরা। সম্প্রতি এমনই ঘোষণা করেছে হরিয়ানা রাজ্যের সরকার। সরকারের তরফে ঘোষণা করা হয়েছে, সরকারি কর্মীদের দুই মাসের বকেয়া মহার্ঘ ভাতা বা এরিয়ার মে মাসের মধ্যেই দিয়ে দেওয়া হবে। চলতি বছর ২০২৪ – এর দুই মাস তথা জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে যে বকেয়া ভাতা রয়ে গিয়েছে, কর্মীরা তা নিজেদের অ্যাকাউন্টে পেয়ে যাবেন।

উক্ত দুই মাসের বকেয়া ভাতা সরকার দিয়ে দেবে বলেই ঘোষণা করা হয়েছে। সরকারের এই ঘোষণায় খুশি হরিয়ানা রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মী। বলাই বাহুল্য ভোটের আগে বিরাট খবর পেলেন তাঁরা। বকেয়া Dearness Allowance বা মহার্ঘ ভাতা পাওয়ার খবরে মুখে হাসি ফুটেছে তাঁদের।

Salary Hike বা বেতন বাড়ালো

এই ঘোষণাটি কেবলমাত্র হরিয়ানা রাজ্যের সরকারি কর্মীদের জন্যই করা হয়েছে। আর কিছুদিনের মধ্যেই তাদের একাউন্টে চলে যাবে বকেয়া ডিএর টাকা। অন্যদিকে পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা ‌আগে ১০ শতাংশ হারে Dearness Allowance বা মহার্ঘ ভাতামহার্ঘ্য ভাতা পেতেন। পরে আরো চার শতাংশ ডিএ বৃদ্ধি করা হওয়ায় বর্তমানে তাঁদের মহার্ঘ্য ভাতার পরিমাণ দাঁড়িয়েছে ১৪ শতাংশ।

পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা ১৪ শতাংশ হারে ডিএ (DA) ও অবসরপ্রাপ্ত সরকারি কর্মীরা একি হারে ডিয়ার পাবেন। তবে রাজ্য সরকারই কর্মীরা মহার্ঘ ভাতার দাবিতে আন্দোলন চালাচ্ছেন। তারা বকেয়া ডিএ-এর পাশাপাশি কেন্দ্রীয় হারে ডিএর দাবি করছেন। তাঁদের দাবি এখনো পূরণ হয়নি। তবে আশা করা যাচ্ছে, আদালত তাঁদের পক্ষেই রায় দেবে। আরও বিস্তারিত জানতে অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখুন।

Leave a comment