রাজ্য সরকার জনসাধারণের কল্যাণ স্বার্থে বিভিন্ন প্রকল্প শুরু করেছে। গত কয়েক বছরে একাধিক প্রকল্প চালু হয়েছে রাজ্যে। যার মধ্যে অন্যতম হলো (lakshmir bhandar) ‘লক্ষ্মীর ভান্ডার’ স্কিম। কয়েক বছরের মধ্যেই এই প্রকল্প সর্বত্র সাড়া ফেলে দিয়েছে। সারা দেশে জয় জয়কার মুখ্যমন্ত্রীর ‘লক্ষ্মীর ভান্ডার’ স্কিমের। এই প্রকল্পে প্রতিমাসে রাজ্যের মহিলা জনসাধারণদের হাতে নূন্যতম হাত খরচা তুলে দেয় রাজ্য সরকার।
Get Double Money in Lakshmir Bhandar Scheme
পশ্চিমবঙ্গের লক্ষ্মীর ভান্ডার স্কিমের উদ্দেশ্য ছিল মহিলাদের সামাজিক ভাবে প্রতিষ্ঠিত করা, তাদের হাতে মাসিক হাত খরচা তুলে দেওয়া। আর সেই উদ্দেশ্যেই রাজ্য সরকার প্রত্যেক মাসে ৫০০ টাকা করে ভাতা দেওয়ার ঘোষণা করে। পশ্চিমবঙ্গের যে কোন মহিলা নাগরিক এই প্রকল্পে আবেদন জানানোর সুযোগ পান।
তবে আবেদনকারী প্রার্থী সরকারি চাকরিজীবী ব্যতীত হতে হবে। আবেদন জানানোর প্রক্রিয়াতেও পরিবর্তন এসেছে। আগে দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে আবেদন জমা করা যেত। কিন্তু এখন থেকে সারা বছর ধরেই এই প্রকল্পের আবেদন জমা করা যায়।
ফ্রিতে বিদ্যুৎ দিচ্ছে মোদী সরকার! আর লাগবে না ইলেকট্রিক বিল দিতে। আবেদন করলে আপনিও পাবেন এই সুবিধা।
পশ্চিমবঙ্গের লক্ষ্মীর ভান্ডার (lakshmir bhandar) প্রকল্পটি জনপ্রিয় হয়ে উঠেছে বঙ্গলক্ষ্মীদের মধ্যে। সরকারি সাহায্যে মাসে মাসে হাত খরচা সহ, সাংসারিক প্রয়োজন মেটাতে পারছেন রাজ্যের মহিলারা। তবে সম্প্রতি রাজ্য সরকার এমন ঘোষণা করেছে যা শোনার পর মুখের হাসি চওড়া হয়েছে সবার।
দেশে লোকসভা নির্বাচন কড়া নাড়ছে দরজায়। সারা দেশে তুমুল প্রস্তুতি লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে। ভোটের আগেই মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, এবার থেকে এই প্রকল্পে নাম লেখানো মহিলারা পাবেন দ্বিগুণ অর্থ। পশ্চিমবঙ্গের লক্ষীর ভান্ডার প্রকল্পের অর্থ দ্বিগুণ করা হল ২০২৪.
মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন, এবার থেকে (lakshmir bhandar) প্রকল্পে নাম লেখানো সাধারণ মহিলারা প্রতিমাসে পাবেন এক হাজার টাকা করে আর্থিক সাহায্য। আর সংরক্ষিত শ্রেণী তথা তপশিলি জাতি ও উপজাতির মহিলারা পাবেন বারোশো টাকা করে আর্থিক সাহায্য।
মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্তে বেজায় খুশি রাজ্যবাসী। প্রকল্পের বর্ধিত এই টাকা এপ্রিল মাস থেকে মহিলাদের অ্যাকাউন্টে ঢুকবে বলে জানা যাচ্ছিল। কথামতো ইতোমধ্যে অনেক মহিলা লক্ষীর ভান্ডার স্কিমের বর্ধিত অর্থ পেয়ে গিয়েছেন।
এইমাস থেকেই লক্ষ্মীর ভান্ডারের অত্যাধিক টাকা পাওয়ার জন্য এই ডকুমেন্ট গুলি থাকা অবশ্যক?
আপনিও যদি রাজ্য সরকারের (lakshmir bhandar) প্রকল্পে নিজেদের নাম নথিভুক্ত করতে চান, তবে নিকটবর্তী পঞ্চায়েত অফিস অথবা পৌরসভায় গিয়ে যোগাযোগ করুন। অথবা আপনি দুয়ারে সরকার ক্যাম্পে গিয়েও যোগাযোগ করতে পারেন।
সেখানে আপনাকে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে হবে ও প্রয়োজনীয় নথি জমা করতে হবে। আপনার তরফে সমস্ত তথ্য জমা হলে অ্যাপ্লিকেশনটি খতিয়ে দেখা হবে। তারপর আপনার অ্যাপ্লিকেশন গৃহীত হলে প্রতি মাসে আপনিও এই প্রকল্পের আওতায় দ্বিগুণ অর্থ পাবেন।
for any information check official website – click here