পোস্ট অফিস নিয়ে এসেছে অ্যাকাউন্ট হোল্ডার বা গ্রাহকদেয় জন্য একটি নতুন সুযোগ। যেখানে এই সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম অথবা SCSS Scheme এর দ্বারা পোস্ট অফিসের অ্যাকাউন্ট হোল্ডারের বা গ্রাহকদের প্রতিমাসে অ্যাকাউন্টে মোটা অঙ্কের টাকা পর্যন্ত ঢুকতে পারে। এখন কার দিনে প্রায় সকলেরই ইচ্ছা, যে কাজ করে প্রত্যেক মাসে যে টাকা উপার্জন করেন, সেই টাকার কিছু অংশ জেনো একটি নির্দিষ্ট নিরাপদ জায়গাতে জমা করতে পারে এবং সেখানে যেন সকল মানুষের টাকা নিঃসন্দেহে সুরক্ষিত রাখতে পারি ও তার সুদ গুলি প্রত্যেক মাসে পেতে পারি৷
Get Instant 20000 Rs on Post Office SCSS Scheme
তাই এই ব্যাপারটা মাথায় রেখে পোস্ট অফিসের দ্বারা একটি নতুন সুবিধা আনা হয়েছে। যেখানে আপনি টাকাও রাখতে পারবেন এবং সুদের হারও থাকবে অত্যন্ত বেশি। প্রায় সকলেই পোস্ট অফিসে টাকা জমা রাখতে চাইলে তা ফিক্সড ডিপোজিট (Fixed Deposit) রাখতে চান।
তবে তার মেয়াদ থাকে 5 বছর, এই 5 বছরে সুদের হার হয় অত্যন্ত কম। তাই পোস্ট অফিস এই নতুন স্কিম বা পরিকল্পনা টি নিয়ে এসেছে SCSS Scheme অথবা সিনিয়ার সিটিজেন সেভিংস স্কিম। যেখানে টাকা জমা করলে আপনার প্রতি মাসে সুদের হার হবে অনেক বেশি এবং আপনার টাকাও থাকবে ফিক্সড ডিপোজিট এর মতো একদমই সুরক্ষিত।
আগে পোস্ট অফিসের হোল্ডার দের ফিক্সড ডিপোজিট এ টাকা জমা করলে সুদের হার ৬.৫০ শতাংশ ফেরত পাওয়া যেত। কিন্তু আপনি যদি এখন এই সিনিয়ার সিটিজেন সেভিংস বা SCSS Scheme অ্যাকাউন্টে টাকা জমা করেন তাহলে তার সুদের পরিমাণ হবে ৮.২ শতাংশ পর্যন্ত।
এই সিনিয়ার সিটিজেন সেভিংস অ্যাকাউন্টটি ২০২৪ সালের ১ লা জানুয়ারী থেকে চালু করা হয়েছে। এর মেয়াদ টিও ৫ বছরের জন্য থাকবে এই সিনিয়ার সিটিজেন সেভিংস অ্যাকাউন্ট টি তে আপনি ১০০০ টাকা থেকে শুরু করে ৩০ লক্ষ টাকার পর্যন্ত জমা করতে পারবেন। আপনার টাকা জমা করার তিন মাস পর থেকে আপনার টাকার সুদের পরিমাণটি দেওয়া হবে।
এই সিনিয়ার সিটিজেন সেভিংস টি তে 60 বছর বয়সী ব্যাক্তি বা তার উর্ধে যে কোন ব্যাক্তি এই স্কিম টি তে টাকা জমা তে পারেন। এই SCSS Scheme টি থেকে প্রতি মাসে ২০ হাজার টাকা পর্যন্ত সুদ পেতে পারেন তবে তার জন্যে আপনাকে ৩০ লক্ষ টাকা জমা করতে হবে।দ
এই স্কীম টি বা সুযোগ টি ৫৫ বছর বয়সে DRS নেওয়া ব্যক্তিও টাকা জমা বা বিনিয়োগ করতে পারবেন। তবে এজেন্ট অথবা প্রতিরক্ষা কর্মীদের জন্য এই বয়স নিয়ে কোনো শর্ত রাখা হয়নি। পোস্ট অফিসের সিনিয়ার সিটিজেন সেভিংসের মতে, আপনি যদি 12 লক্ষ টাকা জমা করেন তা হলে প্রতিমাসে ৮.২ শতাংশে সুদে ৩০,০০০ হাজার টাকা পর্যন্ত পেতে পাবেন।
প্রতিমাসের সুদ একত্রে এক বছরে পাবেন ২.৪০ লাখ টাকা। এই টাকা টি প্রত্যেক মাসের সিনিয়ার সিটিজেন সেভিংসের সুযোগে অথবা SCSS Scheme হিসাবে মাসিক ২০০০০ টাকা পাবেন। পোস্ট অফিসের এই নতুন SCSS Scheme অথবা সিনিয়ার সিটিজেন সেভিংসের সুযোগ টিতে আরও একটি সুবিধা আছে।
এখানে আপনি চাইলে আপনার টাকা জমা করার ৫ বছরের মেয়াদ টি কে, তিন বছর এর জন্য আরও বাড়িয়ে নিতে পারবেন। ধরুন কেউ যদি এই সিনিয়ার সিটিজেন সেভিংস সুযোগ টি তে টাকা ৫বছরের জায়গায় আরও কিছু বছর রেখে সুদ বাড়াতে চান। তাহলে সে আরও কিছু বছরের জন্য তার টাকা বিনিয়োগ করে রাখতে পারবেন।
কিন্তু সেটি ৫ বছরের মেয়াদ পূর্ণ হওয়ার পূর্বে ১ বছরের মধ্যে আবেদন জানাতে হবে। পরে সেই অ্যাকাউন্ট হোল্ডার অথবা সেই ব্যক্তি তার ৫ বছরের উর্ধে যে পরিমান টাকা জমাবে তার সুদ আসল সমেত পুরো টাকাটি আকাউন্টে পেয়ে যাবেন।
জানা গেছে সিনিয়র সিটিজেন সেটিংসের অধিনে ধারা ৮০ C র অর্থ প্রদানের দায় হ্রাস পাওয়া অথবা SCSS Scheme Income Tax Rebate এর প্রভাবে অনেক সুযোগ সুবিধা পাওয়া যায় । আর পোস্ট অফিসের এই নুতন সিনিয়র সিটিজেন সেটিংসে (বারিয়ে নিয়ে) এর মাধ্যমে আমাদের দেশের প্রায় কয়েক লক্ষ মানুষের সমস্যার সমাধান হয়েছে। তাই পোস্ট অফিসের এই নতুন সিনিয়র সিটিজেন সেটিংস (SCSS Scheme) সুবিধা টি জন- সাধারণের কাছে অত্যন্ত উপযোগী হয়ে উঠেছে ।