কেন্দ্রীয় সরকার দেশের মহিলাদের জন্য বেশ কিছু নতুন প্রকল্প (Women Empowerment) চালু করেছে। ক্ষমতায় আসার পর থেকে একগুচ্ছ স্কিমের সূচনা করেছে মোদী সরকার। কেন্দ্রীয় সরকারের এই সকল প্রকল্পগুলির সুবিধা পাচ্ছেন দেশের মহিলা নাগরিকরা। যদিও অনেকেই এখনো পর্যন্ত এই সকল প্রকল্প সম্পর্কে সঠিক ভাবে জানেন না।
New Govt Scheme SSY, MSSC for Women Empowerment
প্রকল্পগুলির সুবিধা কিভাবে পাওয়া যায়? কোন প্রকল্পের জন্য কী সুবিধা রয়েছে? সেটাই আজকের প্রতিবেদনে আমরা আলোচনা করব। আসুন জেনে নেওয়া যাক কেন্দ্রীয় সরকারের তরফে চালু হাওয়া তিনটি দারুণ প্রকল্প সম্পর্কে। প্রতিটি প্রকল্প মহিলাদের জন্য। এই প্রকল্পগুলি থেকে মহিলারা আর্থিক ও অন্যান্য সুবিধা পাবেন।
কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্য হলো দেশের মহিলাদের স্বাবলম্বী (Women Empowerment) করে তোলা যাতে তারা নিজেদের স্বপ্ন গুলি পূরণ করতে পারে। আর সেই কারণেই এক ঝাঁক স্কিম চালু করেছে মোদী সরকার। আবেদন জানানোর পূর্বে প্রতিটি স্কিম সম্পর্কে বিস্তারিত জেনে নিন।
কেন্দ্রীয় সরকারের তরফে মহিলাদের জন্য চালু করা প্রকল্পগুলির সম্পর্কে জেনে নিন-
মহিলারা পাবে 5 লাখ টাকা। ভোটের আগে আবেদন করলে টাকা সোজা একাউন্টে।
- সুকন্যা সমৃদ্ধি যোজনা
- মহিলা সম্মান সেভিংস অ্যাকাউন্ট
- লাখপতি দিদি যোজনা
সুকন্যা সমৃদ্ধি যোজনা
কন্যা সন্তান পরিবারের সমৃদ্ধির প্রতীক। আর এই ধারণা কি প্রতিষ্ঠা করতে মোদি সরকারের তরফে চালু হয়েছে সুকন্যা সমৃদ্ধি যোজনা। কন্যা সন্তান জন্মানোর পর অভিভাবকরা এই যোজনায় টাকা বিনিয়োগ করতে পারেন। নির্দিষ্ট সময় ব্যবধানে টাকা বিনিয়োগ করলে কন্যার প্রাপ্তবয়স্ক হওয়ার পর দারুন অর্থ রিটার্ন পাওয়া যায় (Women Empowerment).
এই স্কিমের দ্বারা বাবা-মা তার সন্তানের ভবিষ্যৎ সুরক্ষিত করতে পারেন। এটি একটি সঞ্চয় স্কিম। প্রকল্পে টাকা বিনিয়োগ করে কন্যার উচ্চশিক্ষা ও বিয়ের চিন্তা থেকে মুক্তি পেতে পারেন। এই প্রকল্প ১৫ বছর মেয়াদের হয়। এতে ২৫০ টাকা থেকে সর্বোচ্চ দেড় লক্ষ টাকা বিনিয়োগ করা যায়। প্রকল্পে সুদ পাওয়া যায় ৮.২ শতাংশ হারে। কেন্দ্র সরকারের এই প্রকল্প বিশেষ লাভজনক বলেই গণ্য করা হয় (Women Empowerment).
মহিলা সম্মান সেভিংস অ্যাকাউন্ট
মহিলারা অর্থ সঞ্চয় করে ভালো রিটার্ন পাওয়ার জন্য কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পে টাকা জমাতে পারেন। এই প্রকল্পটিও বেশ লাভজনক। আপনি এই প্রকল্পে নিজের অ্যাকাউন্টে সর্বনিম্ন ১ হাজার টাকা থেকে সর্বোচ্চ ২ লাখ টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারবেন। মহিলা সম্মান সেভিংস অ্যাকাউন্ট স্কিমে দুই বছরের জন্য টাকা বিনিয়োগ করলে সুদ পাওয়া যায় ৭.৫ শতাংশ হারে (Women Empowerment).
এইভাবে আবেদন করলেই পাবেন ৫০ হাজার টাকা কেন্দ্রীয় সরকারের নতুন প্রকল্পে।
লাখপতি দিদি যোজনা
কেন্দ্রীয় সরকার দেশের মহিলাদের স্বাবলম্বী করে তুলতে অগ্রণী ভূমিকা নিয়েছে লাখপতি দিদি যোজনা প্রকল্পের মাধ্যমে। এই যোজনার মাধ্যমে দেশের মহিলাদের ট্রেনিং দেওয়া হয়। তাদের বিভিন্ন ধরনের কাজ শেখানো হয়। যাতে তারা কর্মজীবনে স্বাবলম্বী হয়ে উঠতে পারে (Women Empowerment).
মহিলারা যাতে নিজের পায়ে দাঁড়িয়ে নিজেদের স্বপ্ন পূরণ করতে পারেন, তার জন্যই কেন্দ্রীয় সরকারের প্রকল্প লাখপতি দিদি যোজনা। লোকসভা ভোটের আগে কেন্দ্রীয় সরকার প্রকল্পগুলি নিয়ে বিশেষ ভাবছে। পরবর্তীতে আরও বেশ কিছু প্রকল্প আসছে বলে খবর পাওয়া যাচ্ছে (Women Empowerment).
Official Website – Click Here