দেশের মহিলাদের জন্য একঝাঁক প্রকল্পের সূচনা করেছে কেন্দ্র সরকার। প্রতিটি প্রকল্পের মাধ্যমে লাভবান হয়েছেন Lakhpati Didi অর্থাৎ লাখ লাখ মহিলা। আর্থিক সুবিধা থেকে, ব্যক্তিগত সুবিধা মহিলাদের জন্যই প্রকল্পগুলি নিঃসন্দেহে এক একটি উপহার। সামনে লোকসভা নির্বাচন কেন্দ্রীয় সরকার দেশবাসীর জন্য আরো একাধিক নতুন প্রকল্পের সূচনা করছে। আবার এমন বেশ কিছু প্রকল্প রয়েছে, যেগুলোর বিষয়ে সেভাবে প্রচার না হওয়ায় দেশবাসী এখনো জেনে উঠতে পারেনি। মহিলাদের জন্য তেমনি একটি প্রকল্প রয়েছে কেন্দ্রীয় সরকারের। আজকের এই প্রতিবেদন সেই প্রকল্পের সম্পর্কে আলোচনা করব।
Get Instant 5 Lakh Loan on Lakhpati Didi Yojona Apply Online
- প্রকল্পটি কী?
- প্রকল্পের সুবিধা
- আবেদন যোগ্য
- প্রকল্পটি পরিচালিত হয় কিভাবে?
- আবেদন পদ্ধতি
প্রকল্পটি কী?
কেন্দ্রীয় সরকারের তরফে দেশের মহিলাদের জন্য অপর একটি গুরুত্বপূর্ণ প্রকল্পের সূচনা হয়েছিল। এই প্রকল্পের নামটি হল Lakhpati Didi Yojona তথা লাখপতি দিদি যোজনা। দেশের মহিলাদের স্বনির্ভর করে তুলতে এ প্রকল্পটি ঘোষণা করেছিল কেন্দ্রীয় সরকার। ভারতবর্ষে মহিলাদের মধ্যে যে বিষয়টি বিশেষ সমস্যার তা হল মহিলাদের মধ্যে স্বনির্ভরশীলতার অভাব।
বিশেষ করে দেশের বহু প্রত্যন্ত অঞ্চলের মহিলাদের মধ্যেই সমস্যা দেখা যায়। তাই বিশেষ উদ্যোগ গ্রহণ করেছিল কেন্দ্রীয় সরকার। গত ১লা ফেব্রুয়ারি বাজেট অধিবেশনের দিন ‘Lakhpati Didi Yojana’ বা লাখপতি দিদি যোজনা প্রকল্প নিয়ে বিরাট ঘোষনাটি করেছেন দেশের অর্থমন্ত্রী নির্মলা সিতারমন। এই প্রকল্পের মাধ্যমে মহিলারা কি কি সুবিধা পেতে পারেন? সে সকল বিষয় নিম্নে আলোচনা করা হলো।
প্রকল্পের সুবিধা
আগেই বলেছি কেন্দ্র সরকারের উদ্দেশ্য হল দেশের মহিলাদের স্বনির্ভর করে তোলা। এই একটি নির্দিষ্ট লক্ষ্যমাত্রা ধারণ করেছে মোদি সরকার। আর সেই উদ্দেশ্যেই চালু হয়েছে ‘Lakhpati Didi Yojona তথা লাখপতি দিদি যোজনা’ এই প্রকল্পটি হল একটি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি।
এই Lakhpati Didi Yojona তথা লাখপতি দিদি যোজনা স্কিমের মাধ্যমে কেন্দ্রীয় সরকার দেশের মহিলাদের প্রশিক্ষণ দিয়ে অর্থ উপার্জনে সক্ষম করে তোলে। মহিলাদের অবস্থার উন্নতি করতে এই প্রকল্পটি বিশেষ গুরুত্বপূর্ণ। এ প্রকল্পের মাধ্যমে এলইডি (LED) বাল্ব তৈরি-সহ নানা ধরনের কাজ শেখানো হয়।
বিশেষ করে প্রকল্পটি দেশের স্বনির্ভর গোষ্ঠী দ্বারা পরিচালিত হয়। বর্তমানে এদেশের প্রায় এক কোটি মহিলা ‘লাখপতি দিদি যোজনা’ প্রকল্পের সুবিধা পাচ্ছেন। এই প্রকল্পটি হল একটি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি। এই স্কীমের মাধ্যমে সরকার মহিলাদের প্রশিক্ষণ দিয়ে অর্থ উপার্জনে সক্ষম করে তোলে।
আবেদন যোগ্য
- এই কেন্দ্রীয় সরকারের স্কিমে আবেদন জানাতে পারবেন ভারতবর্ষের যে কোন স্থায়ী নাগরিক।
- আবেদনকারী কে অবশ্যই স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্ত থাকতে হবে।
- আবেদনকারীর বয়স হতে হবে ১৮ থেকে 50 বছরের মধ্যে। এই সকল বিষয়গুলি থাকলে আপনি অবশ্যই প্রকল্পে আবেদন জানাতে পারবেন।
প্রকল্পটি পরিচালিত হয় কিভাবে?
এই প্রকল্পে আবেদন করে আপনি একটি ব্যবসা চালু করতে পারবেন। লাখপতি দিদি যোজনার মাধ্যমে সরকার মোটা অঙ্কের ঋণ দেন মহিলাদের। বিশেষ করে আপনি ব্যবসা শুরু করার জন্য এই প্রকল্পের মাধ্যমে ঋণের আবেদন করতে পারবেন। সংশ্লিষ্ট প্রকল্পটি কম খরচে বীমা কভারেজ এর সুবিধাও প্রদান করে। বলা যায়, প্রকল্পটির উদ্দেশ্য হলো মহিলাদের স্বনির্ভর করে তুলে তাদের বাঁচতে উৎসাহিত করা।
আবেদন পদ্ধতি
আপনিও যদি কেন্দ্রীয় সরকারের ‘Lakhpati Didi Yojona তথা লাখপতি দিদি যোজনা’ প্রকল্পের জন্য আবেদন জানাতে চান, তবে আপনাকে যেতে হবে স্বনির্ভর গোষ্ঠীর দপ্তরে। সেখানে প্রয়োজনীয় কাগজপত্র সহ পৌঁছে যান। আপনাকে আপনার নতুন ব্যবসা সম্পর্কিত সব কাগজপত্র ইত্যাদি জমা করতে হবে।
তারপর আপনার সব কাগজপত্র দেখে বিবেচনা করা হবে যে আপনি লোনের জন্য উপযুক্ত কিনা। আপনি যদি ঋণের জন্য উপযুক্ত হন তবে কেন্দ্রীয় সরকারের তরফে মোটা অঙ্কের ঋণের সুবিধা পেতে পারেন। ভোটের আগেই এই প্রকল্পের জন্য আবেদন করে লাভবান হতে পারবেন আপনিও। এছাড়া বিস্তারিত জানতে স্বনির্ভর গোষ্ঠীর দপ্তরে গিয়ে যোগাযোগ করুন অথবা “লাখপতি দিদির” নিজস্ব ওয়েবসাইটে ভিজিট করুন।।