EMPS Scheme – এবার গাড়ি কেনার জন্য ভর্তুকি দেবে সরকার! আবেদন মাত্রই পাবেন 50 হাজার টাকা।

গাড়ি কেনার শখ কার না থাকে! অনেকদিন ধরে টাকা (EMPS Scheme) জমিয়ে গাড়ি কিনতে চান অনেকেই। কিন্তু লাখ লাখ টাকা খরচ করে গাড়ি কেনার সামর্থ্য না থাকায় স্বপ্ন স্বপ্নই থেকে যায়। আবার শুধু গাড়ি কিনলেই হল‌ না, গাড়ির মেইনটেনেন্স খরচ‌ সঙ্গে পেট্রোপণ্যের উর্ধ্বমুখী দাম সব মিলিয়ে নাভিঃশ্বাস দশা মধ্যবিত্তের। ‌তবে এবার সরকার নিয়ে এল দুর্দান্ত এক স্কিম। যে প্রকল্পে আবেদন করলে নিজে হাতে সরকার আপনার গাড়ি কেনার টাকার যোগান দেবে। কিভাবে আবেদন করবেন এই স্কিমে কি কি ডকুমেন্ট লাগবে? সব তথ্য তুলে ধরা হলো আজকের প্রতিবেদনে।

Get Instant 50000 rs for Buy EV in PM EMPS Scheme 2024

  • প্রকল্পের বৈশিষ্ট্য
  • প্রকল্পের সুবিধা
  • কত টাকার ভর্তুকি পাওয়া যায়?

প্রকল্পের বৈশিষ্ট্য

পথে অত্যাধিক হারে বাইক ও চার চাকার গাড়ি বেড়ে যাওয়ায় দূষণের পরিমাণ আকাশ ছুঁয়েছে। আর তাই দূষণ কমাতে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার বাড়াতে জোর দিচ্ছে কেন্দ্রীয় সরকার। পেট্রোল ও ডিজেল চালিত গাড়িতে যে দূষণ ছড়ায়, তার চেয়ে অনেক ভালো এই দূষণ মুক্ত (EMPS Scheme) বৈদ্যুতিক গাড়ি।

তাই একপ্রকার দেশকে দূষণমুক্ত করতে পাশাপাশি জনসাধারণের গাড়ি কেনার স্বপ্ন সফল করতে কেন্দ্রীয় সরকার নিয়ে এসেছে নতুন একটি স্কিম। এই স্কিমটির নামই হল EPMS Scheme বা Electric Mobility Promotion Scheme Or EMPS Scheme 2024. বৈদেশিক বাজারেও পেট্রোল ডিজেলের দাম বাড়ছে।

Lakhpati Didi Yojona তথা লাখপতি দিদি যোজনা

প্রচুর মুদ্রা খরচ করে বিদেশ থেকে আমদানি করতে হচ্ছে পেট্রো পণ্য। এই খাতে খরচ কমাতে (EMPS Scheme) বৈদ্যুতিক গাড়ির ব্যবহার বাড়ানো হচ্ছে দেশে। কেন্দ্রীয় সরকারি স্কিমে আবেদন করলে গাড়ি কেনার জন্য টাকা ছাড় পাবেন আপনিও।

প্রকল্পের সুবিধা

দেশের বাজারে ইলেকট্রিক গাড়ি বা ইভি-এর প্রচলন বেশ কয়েক বছর ধরেই শুরু হয়েছে। ধীরে ধীরে এই সব গাড়ির ব্যবহার আরও বাড়ছে। কেন্দ্রীয় সরকার চাইছে পেট্রোল ডিজেল চালিত গাড়ির জায়গায় এই গাড়ি গুলির আরো বেশি মাত্রায় ব্যবহার বাড়ুক। আর সেই কারণেই বৈদ্যুতিক গাড়ি কেনার জন্য মোটা টাকার ভর্তুকি দিচ্ছে কেন্দ্রীয় সরকার।

ব্যাবসার জন্য টাকা দিচ্ছে সরকার! এখন আর কেউ বেকার থাকবে না।

সবচেয়ে দারুন ব্যাপার হলো যদি আপনি এই EMPS Scheme এর মাধ্যমে বৈদ্যুতিক গাড়ি কেনেন, তবে আপনাকে 50 হাজার টাকার ভর্তুকি দেবে কেন্দ্রীয় সরকার। বলাই বাহুল্য দেশবাসীকে ইলেকট্রিক গাড়ি কেনার জন্য উৎসাহিত করতে এই স্কিম চালু করা হয়েছে। দ্রুত দেশজুড়ে স্কিমের সুবিধা ছড়িয়ে দেওয়ার বন্দোবস্ত করছে কেন্দ্র।

কত টাকার ভর্তুকি পাওয়া যায়?

কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে, দেশের যে সমস্ত নাগরিক এই EMPS Scheme এর আওতায় বৈদ্যুতিক গাড়ি কিনবেন তাঁরা সবাই দুই চাকা ও চার চাকা গাড়ি কেনার জন্য ভর্তুকি পাবেন। এই প্রকল্পের মাধ্যমে টুহুইলার কেনার ক্ষেত্রে ১০ হাজার টাকা ভর্তুকি বা ছাড় পাওয়া যাবে।

তিন চাকার গাড়ি অর্থাৎ টোটো বা ই-রিক্সা কেনার ক্ষেত্রে 25 হাজার টাকা ভর্তুকি দেওয়া হবে। আর যদি আপনি চার চাকার গাড়ি কিনতে চান, তাহলে ৫০ হাজার টাকার ভর্তুকি পাবেন বলে ঘোষণা করা হয়েছে। এই সম্পর্কে আরও বিস্তারিত জানতে অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন।

Leave a comment