সরকারি কর্মীদের জন্য (Central Govt Employee Benefits) ফের একটি দুর্দান্ত ঘোষণা করলেন মোদি সরকার। দেশে আসন্ন লোকসভা নির্বাচন তার আগেই সরকারি কর্মীদের মুখে হাসি ফোটালেন প্রধানমন্ত্রী। এর আগে ডিএ, টিএ, HRA বোনাস বৃদ্ধির সুখবর মিলেছিল। এবার ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি ২ লক্ষ টাকা পাঠাবে কেন্দ্রীয় সরকার। এই খবর শোনার পরে সরকারি কর্মীদের মুখের হাসি চওড়া হলো, কবে টাকা পাবেন তার অপেক্ষায় দিন গুনছেন তারা।
Central Govt Employee Benefits Get 2 Lakh RS
দেশবাসীর কল্যাণ স্বার্থে কেন্দ্রীয় সরকার (Central Govt Employee Benefits) বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে। যেমন- বেশ কিছু প্রকল্প চালু করা হচ্ছে, তেমনই সরকারি কর্মীদের স্বার্থে নানান ধরনের সুযোগ সুবিধা প্রদান করা হচ্ছে। কেন্দ্রীয় সরকার বেশ কিছু প্রকল্পের মেয়াদ বাড়িয়েছে, দেশের দরিদ্র অনগ্রসর শ্রেণীর মানুষ জন যাতে আরো সুযোগ সুবিধা পেতে পারেন, সে বিষয়ে তৎপর হয়েছে।
তবে এরপরই সরকারি কর্মীদের ব্যাংক অ্যাকাউন্টে মোটা টাকার অর্থ পাঠানো -র সিদ্ধান্তে চারিদিকে হইচই পড়ে গিয়েছে। সবার ব্যাংক অ্যাকাউন্টে মোটা টাকার আর্থিক সুবিধা পাঠাবে কেন্দ্রীয় সরকার (Central Govt Employee Benefits)। যার দরুন বেজায় খুশি কেন্দ্রীয় সরকারি কর্মীরা। একটি পরিসংখ্যান বলছে, মোদি সরকার সব মিলিয়ে এদেশের এক কোটি পরিবারের মুখে হাসি ফোটাতে চলেছেন।
বিগত বছরগুলিতে কোভিড অতিমারি আছড়ে পড়ায় প্রবল ক্ষয়ক্ষতি হয় ভারতীয় অর্থনীতির। অর্থনৈতিক অগ্রগতি থমকে যায়, অতিমারির দাপটে ছাড়খার হয়ে যায় ভারতবর্ষ। সেই সময় সরকারি কর্মীদের ১৮ মাসের মহার্ঘ ভাতা দেয়নি কেন্দ্রীয় সরকার। ফলে সেই ডিএ স্থগিত হয়ে রয়েছে।
তবে জানা যাচ্ছিল অর্থনৈতিক পরিস্থিতি কিছুটা ঠিক হলে কেন্দ্রীয় সরকার (Central Govt Employee Benefits) সকলের হাতে বকেয়া দিয়ে তুলে দেবেন। এখন সে বকেয়া ডিএ পাওয়ার সম্ভাবনা যথেষ্ট উজ্জ্বল হয়েছে। মহার্ঘ ভাতা সংশোধনের সময় চার শতাংশ ডিএ বাড়িয়েছে কেন্দ্রীয় সরকার। বর্তমানে সরকারি কর্মীরা ৫০ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন।
এর পাশাপাশি অন্যান্য ভাতা-র পরিমানও বৃদ্ধি করা হয়েছে। সরকারি কর্মীদের (Central Govt Employee Benefits) বেতন ও বোনাস বৃদ্ধি করেছে মোদি সরকার। এখন আভাস মিলছে কোভিড পরিস্থিতির সময়কালীন আঠেরো মাসের বকেয়া ডিএ দেওয়া হতে পারে সরকারের তরফে।
করোনা অতিমারির সময় কেন্দ্র লকডাউন ঘোষণা করায় বহু সরকারি দপ্তর বন্ধ ছিল, কর্মীরা বাড়ি থেকে কাজ করছিলেন। সে সময় ১৮ মাসের মহার্ঘ ভাতা স্থগিত রেখে সরকার জানিয়েছিল, এই টাকা চিকিৎসা খাতে খরচ করা হবে। যদিও এখন পরিস্থিতি অনেকটা ঠিক হয়েছে বলে মনে করা হচ্ছে।
দীর্ঘ আন্দোলনের পরে অবশেষে স্বস্তি! সরকারি কর্মীদের ডিএ মামলায় গুরুত্বপূর্ণ রায় দিল হাইকোর্ট
তবে বিভিন্ন মহলের বক্তব্য সেই বকেয়া ভাতা এবার মিটিয়ে দেওয়ার সময় এসেছে। গত বাজেট বক্তৃতায় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বকেয়া ডিএ প্রসঙ্গে (Central Govt Employee Benefits) উজ্জ্বল ইঙ্গিত দিয়েছেন। তারপরই বিভিন্ন মহলে আলোচনা, লোকসভা ভোটপর্বে কেন্দ্রীয় সরকার মহার্ঘ ভাতা প্রসঙ্গে প্রয়োজনীয় ঘোষণা করবে বলে কর্মীরা আশা করছেন।
যদি আঠেরো মাসের ডিএ দেওয়া হয়, তাহলে সরকারি কর্মীদের (Central Govt Employee Benefits) ব্যাংক অ্যাকাউন্টে অন্তত দু লক্ষ টাকা ঢোকার সম্ভাবনা রয়েছে। যদিও সরকার এখনো স্পষ্ট করে কিছু জানায়নি। তবে সরকারি কর্মীরা খুশির খবর পেতে চলেছেন বলে সূত্রের খবর।
For Any Information Check Official Website – Click Here