Indian Railway Recruitment 2024 – HS পাশে ভারতীয় রেলে বিভাগে 19,900/- বেতনে চাকরির সুযোগ। মোট শূন্যপদ 9 হাজারেরও বেশি।

দেশের অধিকংশ চাকরিপ্রার্থীদের স্বপ্ন থাকে ভারতীয় রেলে চাকরি করার (Indian Railway Recruitment 2024)। তাই সারা বছর ধরে রেলের পরীক্ষার প্রস্তুতি নেন অসংখ্য যুবক-যুবতী। রেলের একটি নিয়োগের পরীক্ষায় অংশ নেওয়া লাখ লাখ প্রার্থীর মধ্যে থেকে যোগ্যদের বেছে নেয় ভারতীয় রেল। যারা এতদিন রেলের নিয়োগের অপেক্ষায় ছিলেন, তাদের জন্য এবার সুখবর। ভারতীয় রেল ন্যূনতম যোগ্যতায় বিপুল শূন্যপদে প্রার্থী নিয়োগ করছে। উচ্চ মাধ্যমিক পাস থাকলেই আপনি নিয়োগে অংশ নিতে পারবেন। আবেদন জানানোর জন্য কি করতে হবে, কিভাবে আবেদন জানাবেন, সমস্ত তথ্য তুলে ধরা হলো আজকের প্রতিবেদনে। ‌

Indian Railway Recruitment 2024 Apply Online

  • ভ্যাকেন্সি ডিটেলস
  • শিক্ষাগত যোগ্যতা
  • বয়সসীমা
  • বেতন কাঠামো
  • আবেদন পদ্ধতি
  • আবেদন ফি
  • নিয়োগ প্রক্রিয়া

ভ্যাকেন্সি ডিটেলস

ভারতীয় (Indian Railway Recruitment 2024) রেলে ফের বিপুল শূন্য পদে কর্মী নিয়োগ শুরু হল। এক নয় বরং একাধিক পদের জন্য এই নিয়োগ। যে যে পদের জন্য কর্মী নিয়োগ হবে সেগুলি হল- i) টিকিট কালেক্টর ii) কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক iii) জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট iv) জুনিয়র টাইম কিপার v) অ্যাকাউন্টেন্ট ক্লার্ক কাম টাইপিস্ট। এই পদগুলিতে কর্মী নিয়োগ হবে।মোট শূন্যপদের সংখ্যা ৯০০০ এরও বেশী।

শীঘ্রই প্রকাশিত হতে চলেছে রাজ্যের ফুড এসআই পরীক্ষার রেজাল্ট! কবে? দিনক্ষণ জেনে নিন পরীক্ষার্থীরা

শিক্ষাগত যোগ্যতা

রেলের এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে হলে চাকরিপ্রার্থীদের কোন স্বীকৃত বোর্ড থেকে নূন্যতম উচ্চ মাধ্যমিক পাশের যোগ্যতা থাকতে হবে। তবেই তিনি এই নিয়োগে অংশ নিতে পারেন। এর পাসাপাসি আপনার যদি কোন (ncc certificate) বা কোন খেলার সার্টিফিকেট থাকে তা হলে খুবই ভালো হয়।

বয়সসীমা

রেলের (Indian Railway Recruitment 2024) এই নিয়োগ প্রক্রিয়ায় আবেদন জানাতে পারবেন এমন প্রার্থীরা যাদের বয়স নূন্যতম ১৮ বছর থেকে সর্বোচ্চ ৩০ বছরের মধ্যে। আপনার বয়স এর মধ্যে থাকলে আপনি নির্দ্বিধায় আবেদন জানাতে পারবেন।

NHAI Recruitment 2024 - এনএইচএআই রিক্রুইট্মেন্ট ২০২৪

বেতন কাঠামো

আমরা সকলেই জানি রেলের চাকরিতে ভালো বেতনের সুবিধা দেওয়া হয়। নোটিফিকেশন থেকে জানা যায়, প্রতিটি পদের জন্য আলাদা বেতন রয়েছে। তবে সামগ্রিক হিসেব বলছে, কর্মরতদের ন্যূনতম বেতন হবে ১৯,৯০০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ১,১২,৪০০ টাকা পর্যন্ত। এর পাশাপাশি মিলবে অন্যান্য সুবিধা।

আবেদন পদ্ধতি

রেলের (Indian Railway Recruitment 2024) এই নিয়োগ প্রক্রিয়ায় আবেদন জানাতে হলে প্রার্থীদেড় ভিজিট করতে হবে ইন্ডিয়ান রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইটে। সেখানে আবেদনের লিংকে ক্লিক করে সমস্ত তথ্য দিয়ে নির্ভুলভাবে আবেদন পত্রটি পূরণ করুন, যে যে ডকুমেন্ট চাওয়া হয়েছে সেগুলি সঠিক ভাবে স্ক্যান করে জমা দিন।

দীর্ঘ আন্দোলনের পরে অবশেষে স্বস্তি! সরকারি কর্মীদের ডিএ মামলায় গুরুত্বপূর্ণ রায় দিল হাইকোর্ট

আবেদন ফি

আবেদন ফি পেমেন্ট করুন এবং সবশেষে ফর্মটি জমা করে তার একটি কপি নিজের কাছে রাখতে ভুলবেন না। এই নিয়োগে জেনারেল, ওবিসি, ইডব্লিউএস প্রার্থীরা আবেদন ফি হিসেবে জমা দেবেন ৫০০ টাকা। অন্যদিকে সংরক্ষিত শ্রেণি এসটি, এসসি, মহিলা প্রার্থীরা ২৫০ টাকা করে আবেদন ফি জমা দেবেন।

নিয়োগ প্রক্রিয়া

ভারতীয় রেলের এই নিয়োগ প্রক্রিয়ায় বেশ কিছু ধাপে যোগ্য প্রার্থীদের বেছে নেওয়া হবে। প্রথমে নেওয়া হবে i) কম্পিউটার বেসড পরীক্ষা ওয়ান তারপর হবে ii) কম্পিউটার বেসড পরীক্ষা টু, এরপর পরীক্ষার্থীরা দেবেন iii) টাইপিং টেস্ট, এই তিন ধাপ উত্তীর্ণ হওয়া প্রার্থীদের iv) ডকুমেন্ট ভেরিফিকেশন করা হবে। তারপর v) মেডিকেল টেস্ট নেওয়া হবে। যারা পাশ করবেন তাঁরা উল্লেখিত শূন্যপদে নিয়োগ পাবেন।

Leave a comment