Caste Certificate Online – এখন বাড়িতে বসেই আবেদন করুন SC, ST, OBC সার্টিফিকেটের জন্য জেনে নিন স্টেপ বাই স্টেপ।

কাস্ট সার্টিফিকেট বা জাতিগত শংসাপত্র (Caste Certificate Online) বানানো রীতিমতো ঝক্কির কাজ। সার্টিফিকেট বানানোর জন্য দিনের পর দিন ছোটছুটি, সমস্যা পোহাতে হয় সাধারণ মানুষকে। সার্টিফিকেট বানানোর জন্য একাধিক ডকুমেন্ট জোগাড় করে অ্যাপ্লিকেশন করতে হয়। তবে প্রক্রিয়াটি মোটেই সহজ নয়। এত ছোটাছুটি করতে গিয়ে জুতার সুকতলা ক্ষয়ে যায়। তারপর বিন্দুমাত্র ভুল হলে পুনরায় ঝুক্কি পোহাতে হবে।

How to Apply SC, ST, OBC Caste Certificate Online Process 2024

কিন্তু এখন সে সব দিন অতীত। প্রযুক্তির কল্যাণে বাড়িতে বসে বানিয়ে নেওয়া যায় কাস্ট সার্টিফিকেট বা জাতিগত শংসাপত্র। তাহলে আর চিন্তা নেই, কিভাবে বানাবেন আসুন জেনে নেওয়া যাক স্টেপ বাই স্টেপ। সমাজের সংরক্ষিত শ্রেণীর মানুষেরা সরকারি সুযোগ-সুবিধা পেতে হলে জাতিগত শংসাপত্র বা কাস্ট সার্টিফিকেট প্রমাণ ডকুমেন্ট হিসেবে জমা দেন।

এই জাতিগত শংসাপত্র (Caste Certificate Online) বানানোর জন্য আগে বিভিন্ন অফিসে ছোটাছুটি করতে হতো। কিন্তু এখন অনলাইন মোবাইলের মাধ্যমেই বাড়ি বসে বানিয়ে নেওয়া যায় কাস্ট সার্টিফিকেট। দেশের আমজনতাকে এই দুর্ভোগ থেকে মুক্তি দিতে সম্প্রতি একটি নতুন নির্দেশিকা জারি হয়েছে।

ছোটাছুটি ব্যতীত (Caste Certificate Online) বাড়ি বসে আবেদন জানাতে পারবেন আপনার কাস্ট সার্টিফিকেট এর জন্য। অনলাইনে একটি পোর্টালের মাধ্যমে জাতিগত শংসাপত্র বানানোর আবেদন জমা করতে পারেন। গোটা প্রক্রিয়াটি যথেষ্ট সহজ। এবং আবেদন করে কিছু সময়ের মধ্যেই হাতে পেয়ে যাবেন আপনার কাস্ট সার্টিফিকেটটি।

UIDAI এর নতুন দিশা! আধারের সঙ্গে লিঙ্ক হবে মোবাইল নম্বর আরও সহজেই।

বারংবার ডকুমেন্ট জমা দেওয়ার ভুল অথবা তথ্য সংক্রান্ত ভুল এড়াতে অনলাইনের মাধ্যমে তথ্য এডিটের সুবিধা থাকে। আপনি দেখে বুঝে সঠিক ভাবে আবেদন জানাতে পারেন। তবে তার আগে জেনে নিতে হবে কিভাবে অনলাইনের মাধ্যমে এই জাতীয় শংসাপত্র (Caste Certificate Online) বানানোর অ্যাপ্লিকেশন জমা করা যাবে।

আপনার সুবিধার্থে আমরা প্রতিবেদনে স্টেট বাই স্টেপ গোটা প্রক্রিয়াটি আলোচনা করলাম। আপনি যদি একজন সংরক্ষিত শ্রেণীর অন্তর্ভুক্ত হন, এবং সমস্ত সরকারি সুবিধা পেতে চান ও যদি আপনার এখনো পর্যন্ত জাতিগত শংসাপত্র (Caste Certificate Online) না বানানো হয়ে থাকে, তাহলে আমাদের প্রতিবেদনটি মন দিয়ে পড়ে নিন। বাড়ি বসেই আবেদন করুন কাস্ট সার্টিফিকেট অ্যাপ্লিকেশনে।

Aadhaar Card বা আধার কার্ড

আবেদন পদ্ধতি

  • প্রথম ধাপ: অনলাইনে কাস্ট সার্টিফিকেটের আবেদন জমা করতে হলে প্রথমে আপনাকে ভিজিট করতে হবে (castcertificatewb.gov.in)
    এই ওয়েবসাইটে।
  • দ্বিতীয় ধাপ: ওয়েবসাইটে ভিজিট করে প্রথমে ক্লিক করুন ‘Applicant’ সেকশনে। এখান থেকে ক্লিক করুন SC/ST/OBC সেকশনে।
  • তৃতীয় ধাপ: এরপর একটি নতুন পেজ ওপেন হবে। সেখানে আপনি অনলাইনে আবেদনের ফর্মটি
    দেখতে পাবেন।
  • চতুর্থ ধাপ: আবেদনপত্রটি দেখে সমস্ত তথ্য দিয়ে নির্ভুলভাবে পূরণ করুন। দেখবেন যেন কোন ভুল না হয়। তারপর ‘সেভ এন্ড কন্টিনিউ’ বাটনে ক্লিক করবেন।

3 মাসের মধ্যেই দিতে হবে পরিযায়ী শ্রমিকদের রেশন কার্ড। সুপ্রিম কোর্টের কড়া নির্দেশ!

  • পঞ্চম ধাপ: আপনি যদি ওবিসি (OBC) সিলেক্ট করে থাকেন, তাহলে স্ক্রিনে দেখতে পাবেন আরো একটি ফর্ম। সেখানে আবেদনকারী প্রার্থীর পিতা মাতার সার্ভিস, চাষের জমি, ল্যান্ড হোল্ডিং এই সমস্ত তথ্যগুলি উল্লেখ করতে হবে।
  • ষষ্ঠ ধাপ: এরপর সমস্ত তথ্যগুলি লেখা হয়ে গেলে ‘সেভ এন্ড কন্টিনিউ’ বাটনে ক্লিক করে ইন্টার প্রেস করুন।
  • সপ্তম ধাপ: এরপর একটি অপশন দেখতে পাবেন যেখানে আপনাকে ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে। যে যে ডকুমেন্টগুলি চাওয়া হয়েছে, সেগুলি অনলাইনে আপলোড করুন ও এন্টার প্রেস করুন।
  • অষ্টম ধাপ: স্ক্রিনে একটা অটো জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্ম দেখা যাবে। সেটি ডাউনলোড করে নিজের কাছে রাখবেন।

Apply Online West Bengal caste Certificate Official Website – Click Here

Leave a comment