Dearness Allowance – রাজ্য সরকারি কর্মীদের বকেয়া DA মেটাতে হবে 6 মাসের মধ্যে। নির্দেশ জারি সুপ্রিমকোর্টের

পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা দীর্ঘদিন ধরেই (Dearness Allowance) বা মহার্ঘ ভাতার জন্য লড়ছেন।‌ কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা প্রাপ্তি, এবং বকেয়া মহার্ঘ ভাতা দেওয়ার দাবিতে একজোট হয়েছিলেন তাঁরা। এই আন্দোলনের জল গড়িয়েছে অনেক দূর। বিক্ষোভ, ধর্মঘট, কর্মসূচির ছাড়াও কর্ম বিরতির ডাক দিয়েছিলেন রাজ্য সরকারি কর্মীরা। তবে রাজ্য সরকার নিজের সিদ্ধান্তে অনড়। মহার্ঘ ভাতা বৃদ্ধি নিয়ে ও বকেয়া ডিএ নিয়ে মুখে কুলুপ এঁটেছে সরকার।

The Supreme Court ordered Dearness Allowance to settle all dues within six months

সরকারি কর্মীরাও হাত গুটিয়ে বসে নেই। হাইকোর্টের মামলা পৌঁছে গিয়েছে সুপ্রিম কোর্টের দরজায়। এসবের মাঝেই রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় নির্দেশ দিল উচ্চ আদালত। হাইকোর্টের তরফে নির্দেশ দেওয়া হয়েছে, ছয় মাসের মধ্যে কর্মীদের বকেয়া ভাতা (Dearness Allowance) মিটিয়ে দিতে হবে।

রাজ্য সরকারি কর্মীরা বারংবার নিজেদের দাবি তুলে ধরেছেন সরকারের কাছে। তবে সরকারের উদাসীনতায় রীতিমতো অতিবিরক্ত তাঁরা। রাজ্য সরকারি কর্মীদের বক্তব্য, তারা সবাই সরকারের কর্মচারী। তাহলে সরকার কেন তাদের ডাকে সাড়া দিচ্ছে না? এমনকি সরকার এতটা উদাসীন রয়েছে কিভাবে?

দীর্ঘ আন্দোলনের পরে অবশেষে স্বস্তি! সরকারি কর্মীদের ডিএ মামলায় গুরুত্বপূর্ণ রায় দিল হাইকোর্ট

কর্ম বিরতির ডাক দিলে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছে সরকার! তাই সরকারি কর্মীরা আপাতত সুপ্রিম কোর্টের নির্দেশের দিকেই তাকিয়ে ছিলেন। তাদের বক্তব্য, শীর্ষ আদালতের রায় আসবে তাঁদের দিকেই। তবে এহেন পরিস্থিতিতে রাজ্য সরকারি কর্মীদের মুখে হাসি ফোটালো উচ্চ আদালত।

হাইকোর্টের তরফে সম্প্রতি এমন একটি নির্দেশ দেওয়া হয়েছে, যা মুখের হাসি চওড়া করছে রাজ্য সরকারি কর্মী দের। সম্প্রতি বকেয়া বেতন ও মহার্ঘ ভাতা (Dearness Allowance) সম্পর্কে একটি মামলায় বড় নির্দেশ দিল উচ্চ আদালত। হাইকোর্টের কড়া নির্দেশ, ছয় মাসের মধ্যে বকেয়া বেতন ও মহার্ঘ ভাতা মিটিয়ে দিতে হবে রাজ্য সরকারি কর্মীদের।

Employee Benefits - কর্মচারীদের সুবিধা

কোন মামলায় এই রায় দিল উচ্চ আদালত? আসুন বিস্তারিত জেনে নেওয়া যাক। সম্প্রতি রাজ্যের একটি সরকারি সংস্থার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছিল হাইকোর্টে। সংস্থার কর্মীরা ন্যায্য বেতনের দাবিতে হাইকোর্টে মামলা করলে কর্মীদের সঠিক বেতন দেওয়া বন্ধ করে দিয়েছিল সংস্থা।

সংস্থার তরফে নোটিশ দিয়ে জানানো হয়েছিল, যেহেতু আদালতে মামলাতেই বিচারাধীন তাই বেতন বা পেনশন দেওয়া যাবে না কর্মীদের। যে সংস্থার বিরুদ্ধে অভিযোগ উঠছে সেটি হল- গোয়া ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশন। আর এই মামলাতেই গুরুত্বপূর্ণ রায় দিল আদালত এই সংস্থার কর্মীরা যখন ন্যায্য বেতনের দাবিতে আদালতে মামলা করেন।

অবসরপ্রাপ্ত সরকারি কর্মীরা ভোট মিটলেই পেতে চলেছে 2 লাখ টাকা। যা কোন লটারির থেকে কম নয়।

তার ঠিক পরেই ২০২৩ সালের ২১ জুন সংস্থার তরফে পাল্টা বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়, মামলাটি আদালতে বিচারাধীন থাকায় সপ্তম বেতন কমিশনের আওতায় সংস্থার কর্মীদের বেতন ও পেনশন দেওয়া যাবে না। এবার সে মামলাতেই গুরুত্বপূর্ণ রায় দিল মুম্বাই হাইকোর্ট।

হাইকোর্টের রায় এল সরকারি কর্মীদের পক্ষে। এই রায়ের পর ছয় মাসের মধ্যে কর্মীদের বেতন ও বকেয়া ডিএ (Dearness Allowance) মিটিয়ে দিতে হবে সংস্থাকে। নিঃসন্দেহে হাইকোর্টের এই নির্দেশে মুখে হাসি ফুটেছে সরকারি কর্মীদের। আদালতের মামলায় জেতার পরে খুশি সমস্ত কর্মী পরিবার। আর কিছুদিনের মধ্যেই তারা হাতে পাবেন তাদের বকেয়া মহার্ঘ ভাতা।

Leave a comment