Google Photomath – অংক নিয়ে আর ভয় নয়! খুব সহজেই সমস্যার সমাধান করবে এই অ্যাপ।


এই Google Photomath বা গুগুল ফটোম্যাথ অ্যাপটি সাহায্যকারী ইকোসিস্টেমে আকর্ষণের মাধ্যমে Google তাদের পোর্টফোলিও বা বায়োডাটা কে আরো উন্নত করে তোলার চেষ্টা করছে। সাধারণ মানুষ বা স্কুল পড়ুয়া ছাত্রছাত্রী প্রায় সকলের কাছেই এই অংক নামক বিষয়টি আতঙ্ক স্বরূপ হয়। মাথায় ঢুকতে চায় না পাটিগণিত, ও বীজগণিতের কঠিন সমীকরণ অথবা জটিল ত্রিকোণমিতির অংক। এবার আর চিন্তা কিসের আপনার বা আপনার সন্তানের ও যদি এমন হয় তাহলে Google করবে সব ধরনের সমস্যার সমাধান।

Google Photomath App will Solved All Maths Problems

একটি শিক্ষামূলক আবেদনের দ্বারা এই নতুন Google Photomath বা গুগুল ফটোম্যাথ নামক অ্যাপ টি ঘোষণা করেছে। এই Photomath অ্যাপ টি ফোনের ক্যামেরায় তোলা যেকোনো গণিতের সমস্যা সমাধান খুব সহজেই করে ফেলতে পারে। যাতে আপনি বা আপনার সন্তানেরা জটিল থেকে জটিলতর অংক সমাধান খুব সহজেই করতে ও বুঝতে পারেন।

মূলত এই অ্যাপ টি ফোনের স্মার্ট ক্যামেরার দ্বারা ক্যালকুলেটর তথা অংকে সাহায্যকারী নিজেদের ইকো সিস্টেম ইন্টিগ্রেশনের মাধ্যমে Google তাদের এডুকেশন পোর্টফোলিও কে আরও বারানোর চেষ্টা করে তোলে। এটি জানিয়ে রাখা দরকার, যে এই Google Photomath বা গুগুল ফটোম্যাথ অ্যাপ টি মূলত ২০১৪ সালে, অর্থাৎ আজ থেকে প্রায় ১০ বছর আগেই চালু করা হয়েছিল,

পরে ২০২২ সালের মে মাসে Google এই অ্যাপ টি নিয়ে পুনর্বাসন করতে আগ্রহ দেখায় এবং তার সাথে প্রয়োজনীয় সংযমন সম্মতির কাজ সম্পূর্ণ করে। তারপর ২০২৩ সালের মার্চ মাসে Google আবার আনুষ্ঠানিক ভাবে এই অ্যাপটি অধিগ্রহণ করে। যার ফলে বর্তমানে এই Google Photomath বা গুগুল ফটোম্যাথ অ্যাপটি বিশ্বব্যাপী সকল মানুষদের জন্য আরও প্রয়োজন যোগ্য হয়ে উঠেছে ।

এই Photomath অ্যাপ টি Google play store এ উপলদ্ধ আছে। এটি ব্যবহারকারীদের বিভিন্ন ধরনের জটিল থেকে জটিলও তর গানিতিক সমীকরণ, যেমন- বীজগণিত, ত্রিকোণমিতি, ক্যালকুলাম এবং পরিসংখ্যান সব ধরনের সমাধানে সাহায্য করতে সক্ষম। এই অ্যাপ টির ব্যাপারে আরও জানতে বিস্তারিত ভাবে নীচে ব্যবহারের পদ্ধতি দেওয়া হল-

অ্যাপটি কীভাবে ব্যবহার করতে হয়?

১. প্রথমেই আপনারা নিজেদের Android ডিভাইস থেকে google Play Store বা ios ডিভাইসে অ্যাপ স্টোরটি খুলুন।
২. এরপর সার্চে গিয়ে Photo math লিখে সার্চ বা অনুসন্ধান করুন । এবং অ্যাপটি ডাউনলোড করুন ।

কন্যা সন্তান থাকলেই পাবেন 31 লাখ টাকা। LIC এর নতুন এই পলিসিতে।

৩. এবার অ্যাপটি খুলুন এবং আপনি গণিতের যে সমস্যার সমাধান করতে চান তার একটি ছবি তুলুন ডিভাইসের ক্যামেরার সাহায্য নিয়ে। এরপর নিশ্চিত করে দেখুন যে পুরো সমীকরণটি একটি ফ্রেম এর মধ্যে সম্পূর্ণ পরিষ্কার ভাবে ফুটে উঠেছে কিনা।

৪. যদি এই ব্যবহৃত ডিভাইজে কোন স্ক্যান ফিচার বা ক্যামেরার অপসন না থাকে। তাহলে আপনি আপনার ওই সমীকরণটি ম্যানুয়ালি লিখে সার্চ করতে পারেন। এর জন্য অ্যাপের অন্তর্ভুক্ত একটি maths কিবোর্ড আছে। যার দ্বারা আপনি সহজেই অংকটি লিখতে পারবেন।

৫. আপনার গাণিতিক সমস্যাটি স্ক্যান বা টাইপ করার পর এই Photomath অ্যাপটি তা প্রসেসিং করবে। এবং আপনার অংকের সমাধানটি খুঁজে বার করবে ।
৬. সর্ব শেষে পুনরাবৃত্ত পর্যায় ব্যাখাটি প্রদান করা হবে ।

LPG Gas Price বা এলপিজি গ্যাসের দাম

অ্যাপটির সবথেকে মজার বিষয় হল এটা – যে এই Google Photomath বা গুগুল ফটোম্যাথ ডিভাইসটি একটি দুর্দান্ত ইউজার ইক্সপিরিয়েন্স সম্পাদনার জন্য বিভিন্ন ধরনের আঞ্চলিক ভাষার সুবিধার ও অফার আছে। ফলে সকলেই সকলের নিজেদের ভাষায় যেকোনো কঠিন অংকের সমাধানও সহজেই চোখের নিমেষে পেয়ে যাবেন এই অ্যাপ টির দ্বারা।

তাছাড়া আপনারা কি জানেন ইতিমধ্যেই এই Google Photomath বা গুগুল ফটোম্যাথ অ্যাপটি ১০০ মিলিয়নের বেশি ডাউনলোড করা হয়েছে। এবং এটি Google Play Store প্রায় ৪.৫ রেটিং প্রাপ্ত পেয়েছে। এই অ্যাপটি বিনামূল্যে ও ব্যবহার করা যাবে।

তবে অ্যাপটির আরো অনেক সুবিধা আছে, সেগুলি পেতে যেমন- টেস্ট বই যেকোনো সলিউশন বা প্রশ্ন, এনিমেটেড টিউটোরিয়াল, ইন-ডেপ্থ এক্সপ্লানেশন, অ্যাডভান্স প্রবলেম সলভ টেকনিক, এবং তার সাথে অ্যাড ফ্রি অ্যাক্সেসের মতো আরো অন্য বৈশিষ্ট্য মূলক সুবিধা পেতে গেলে বার্ষিক / মাসিক ভিত্তিতে এই Photomath প্লাস প্লান সাবস্ক্রাইব করতে হবে ।

Leave a comment