Madhyamik Result 2024 – মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট ভোটের আগে না পরে বেরোবে? কী জানালো পর্ষদ?

পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের জন্য মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Result) অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্কুলস্তরের পড়ুয়ারা জীবনে প্রথম বোর্ড পরীক্ষার সম্মুখীন হন এই মাধ্যমিকের মাধ্যমেই। দশম শ্রেণীর বোর্ড পরীক্ষাটি নিয়ে প্রথম থেকেই চিন্তায় থাকেন শিক্ষার্থী এবং অভিভাবকরা। কারণ, মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট তাঁদের ভবিষ্যতের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। পরীক্ষার ফলাফল ভালো হলে উচ্চশিক্ষায় নিজের পছন্দ মত পথে অগ্রসর হতে পারবেন তাঁরা। ফলাফল খারাপ হলে, আগেই চলে আসবে বাধা।

Important News WBBSE Madhyamik Result 2024 Published Date

তাই মাধ্যমিক পরীক্ষা নিয়ে চূড়ান্ত প্রস্তুতি নেন দশম শ্রেণীর ছাত্র ছাত্রীরা। মাধ্যমিক পরীক্ষা সঠিকভাবে সম্পন্ন করতে তৎপর থাকেন রাজ্য সরকার ও মধ্যশিক্ষা পর্ষদ। আর সেই কারণেই জারি করা হয় একাধিক নিয়ম নীতি। এ বছরও তার ব্যতিক্রম হয়নি। দশম শ্রেণীর বোর্ড পরীক্ষার আগে একঝাঁক নিয়ম নীতি জারি করে মধ্যশিক্ষা পর্ষদ। বলাই বাহুল্য মাধ্যমিক পরীক্ষাকে সুরক্ষার বেড়াজালে বাঁধা হয়।‌

প্রশ্ন ফাঁস রোখা থেকে পরীক্ষা কেন্দ্রের সুরক্ষা সবটাই সমান হারে গুরুত্বপূর্ণ। চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল কিছু আগে থেকেই। দেশে লোকসভা নির্বাচনের কারণে এগিয়ে আসে (Madhyamik Result) মাধ্যমিক পরীক্ষার রুটিন। ফেব্রুয়ারির শুরুতে মাধ্যমিক শুরু হয়। ফেব্রুয়ারির ১২ তারিখ পর্যন্ত মাধ্যমিক পরীক্ষা চলে। ইতোমধ্যে কেটে গিয়েছে অনেক গুলো দিন।

মাধ্যমিক পাশে ভারতীয় পোস্ট অফিসে চাকরির সুযোগ। আবেদন মাত্রই চাকরি হবে।

পরীক্ষা দিয়ে এখন রেজাল্টের অপেক্ষায় ‌ দিন গুনছেন পরীক্ষার্থীরা। ‌কিন্তু কবে প্রকাশ পাবে মাধ্যমিকের রেজাল্ট? কার্যত প্রশ্ন তুলছেন তাঁরা।‌ আর এবার মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের দিনক্ষণ সম্পর্কে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখল মধ্যশিক্ষা পর্ষদ। ঠিক কোন সময়ের মধ্যে Madhyamik Result বা মাধ্যমিকের রেজাল্ট প্রকাশ হতে পারে, সে বিষয়ে মন্তব্য করা হয়েছে মধ্যশিক্ষা পর্ষদের তরফে।

সাধারণত প্রতি বছরের নিয়ম বলে, মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার তিন মাসের মধ্যেই রেজাল্ট আউট করে মধ্যশিক্ষা পর্ষদ। কিন্তু আগের বছর থেকেই দ্রুত ফল প্রকাশে জোর দিচ্ছেন পর্ষদ সভাপতি। শিক্ষামন্ত্রীর কড়া নির্দেশ, Madhyamik Result বা মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ করতে হবে অত্যন্ত দ্রুত। আর সেই কারণেই খাতা দেখার নিয়মে নতুন প্রযুক্তির সাহায্যও নেওয়া হচ্ছে।

ধারণা করা যাচ্ছে, চলতি বছর মাধ্যমিক পরীক্ষার খাতা দেখা শেষ হতে বেশিদিন লাগবে না। ফলে রেজাল্ট আউট করার ক্ষেত্রেও দ্রুততা আসবে বলে পর্ষদের তরফে খবর। এদিকে ১৯ এপ্রিল থেকে দেশে লোকসভা নির্বাচন পর্ব শুরু হচ্ছে। মোট সাত দফায় চলবে নির্বাচন‌ কর্মসূচি। তাই শিক্ষার্থীদের মধ্যে একটাই চিন্তা নির্বাচনের কারণে কি পিছিয়ে যেতে পারে মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের দিনক্ষণ?

Google Photomath বা গুগুল ফটোম্যাথ

নাকি ভোটের আগেই প্রকাশ হয়ে যাবে মাধ্যমিকের রেজাল্ট? পরীক্ষার্থী ও অভিভাবকদের প্রশ্নের মুখে পর্ষদ সভাপতিরা রামানুজ গঙ্গোপাধ্যায়ের বক্তব্য, চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট প্রকাশ হতে পারে
এপ্রিল মাসের শেষে অথবা মে মাসের শুরুর দিকে। মধ্যশিক্ষা পর্ষদের তরফে নোটিফিকেশন দিয়ে জানানো হয়েছে।

আগামী ১৯ মে সকাল ১০ টার সময় সাংবাদিক সম্মেলন করে মাধ্যমিকের রেজাল্ট প্রকাশ করবেন পর্ষদ সভাপতি। মাধ্যমিকের মেধা তালিকায় কারা রয়েছেন, সেই পূর্ণাঙ্গ তালিকা ঘোষণা করা হবে সকলের সামনে। তারপরেই পর্ষদের‌ অফিসিয়াল ওয়েবসাইট থেকে‌ লগ ইন করে ছাত্র-ছাত্রীরা মাধ্যমিক পরীক্ষায় তাঁদের রেজাল্টটি চেক করে নিতে পারবেন।

অবশেষে এই খবর শুনে কিছুটা স্বস্তিতে পরীক্ষার্থী ও অভিভাবকেরা। তবে রেজাল্ট নিয়ে একটু চিন্তা রয়েই যাচ্ছে।‌ তবে সকল মাধ্যমিক পরীক্ষার্থীদের উদ্দেশ্যে বলা, সকলের পরীক্ষার রেজাল্ট ভালো হবে। তাই অহেতুক চিন্তা করবেন না। এছাড়া এ বিষয়ে বিস্তারিত জানতে পর্ষদের ওয়েবসাইটে নজর রাখতে পারেন।

Leave a comment