অত্যাধিক গরমে হাঁসফাঁস দশা বঙ্গবাসীর। প্রবল উত্তাপে (Today Weather Update) অতিষ্ঠ পশ্চিমবঙ্গ। তাপমাত্রায় পারদের ঊর্ধ্বমুখী খেল গত কয়েক বছর ধরেই ভোগ করছে রাজ্যবাসী। গরম আসার আগেই তাই চরম সতর্ক হয়ে পড়ছে সবাই। বসন্তের আবহাওয়া যেখানে মনোরম হওয়ার কথা, সেখানে ঘেমে নেয়ে কাহিল হয়ে পড়েছেন রাজ্যবাসী। এখন সবার মনেই একটা প্রশ্ন, একটু স্বস্তির বৃষ্টি মিলবে কবে?
Today Weather Update Alipore Meteorological Department predicts rain in extreme heat
চলতি বছর ফেব্রুয়ারি মাস পার করতেই উষ্ণতার পারদ ক্রমশ ঊর্ধ্বমুখী (Today Weather Update) হতে লাগলো। মার্চ মাসে রাজ্যের কোথাও কোথাও তাপমাত্রা পৌঁছে গেছে ৩০ ডিগ্রির কাছাকাছি। আর মার্চ শেষ হতে এবার তাপপ্রবাহের কবলে দক্ষিণবঙ্গ। প্রবল উত্তাপে এক বিন্দু নিঃশ্বান্তে নিঃশ্বাস ফেলতে পারছেন না সাধারণ মানুষ।
সকাল থেকেই খটখটে রোদে চোখ ঝলসে যাচ্ছে। বৃষ্টির আশায় দিন গুনছেন সবাই। যদিও বৃষ্টি চাইলেও বৃষ্টি কিন্তু মোটেই দেখা দিচ্ছে না। বরং শুষ্ক গরমে (Today Weather Update) আরও অতিষ্ঠ হয়ে উঠছেন সবাই। চৈত্রের বাজারে একাই খেল দেখাচ্ছে গ্রীষ্ম ঋতু। এদিকে দক্ষিণবঙ্গে যেখানে অস্বস্তির গরম বিরাজ করছে, উত্তরবঙ্গে বৃষ্টিতে ভিজছে চরাচর।
এবার গাড়ি কেনার জন্য ভর্তুকি দেবে সরকার! আবেদন মাত্রই পাবেন 50 হাজার টাকা।
দক্ষিণবঙ্গের মানুষ দু এক দিনের ছুটি পেলেই রওনা দিচ্ছেন উত্তরবঙ্গে। এদিকে, কয়েকদিন ধরেই একটানা বৃষ্টি চলছে পাহাড়ে। ঘূর্ণাবর্তের (Today Weather Update) কারণে আরও কিছুদিন বৃষ্টি চলবে বলে খবর। আবহাওয়া রিপোর্ট বলছে, চলতি সপ্তাহে দক্ষিণ বঙ্গে তাপপ্রবাহের সর্তকতা রয়েছে। অত্যাধিক গরমে সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে জন সাধারণকে।
দক্ষিণবঙ্গের কোথাও কোথাও তাপমাত্রা পৌঁছে যাবে ৪০ ডিগ্রির কাছাকাছি। ৪১, ৪২ ডিগ্রি তো পৌঁছে যেতে পারে তাপমাত্রা। তাপপ্রবাহের (Today Weather Update) সতর্কতা জারি হয়েছে উপকূলেও। কিন্তু বৃষ্টি নিয়ে কি বলছে আবহাওয়া দপ্তর? এর মধ্যে বৃষ্টি হবে রাজ্যে? বৃহস্পতিবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে বলে জানা যাচ্ছে।
দার্জিলিং, কোচবিহার, কালিম্পং ও আলিপুরদুয়ারে বৃষ্টি চলবে বলে আবহাওয়া দপ্তরের তরফে খবর। উঁচু পার্বত্য এলাকায় বৃষ্টি বেশি হবে। বাকি এলাকায় মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃষ্টি ছাড়াও ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝড় বইতে পারে বলে খবর। দমকা হওয়ার (Today Weather Update) দাপট বাড়তে পারে উত্তরবঙ্গে (kolkata weather)।
অন্যদিকে দক্ষিণ বঙ্গে সপ্তাহান্তে বৃষ্টির ক্ষীণ আভাস দিচ্ছে হাওয়া অফিস। যদিও, বৃষ্টির আভাস তেমন জোরালো নয়। হাওয়া অফিস সূত্রে খবর, চৈত্র বৈশাখে বিকেলের দিকে (Today Weather Update) কালবৈশাখী হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে সাময়িকভাবে তাপমাত্রা কমতে পারে ঝড়-বৃষ্টির প্রভাবে। তবে একটানা বৃষ্টির খবর আপাতত নেই।
বছরে 3 টি করে ফ্রী গ্যাস সিলিন্ডার পেতে এই ভাবে আবেদন করুন।
বরং তীব্র দাবদাহে পুড়বে দক্ষিণবঙ্গ। খবর মিলছে এই সপ্তাহে সাময়িক বৃষ্টিপাত হতে পারে। তবে পাকা খবর এখনও নেই। উত্তরবঙ্গের বৃষ্টিপাত দেখে দক্ষিণবঙ্গের মানুষের মনে মনে আকাঙ্ক্ষা, একটু স্বস্তির বৃষ্টি আসুক। তবে আবহাওয়া কিন্তু মোটেই সাড়া দিতে নারাজ! বিগত বেশ কয়েকদিন ধরে উত্তরবঙ্গের জেলাগুলিতে একটানা বৃষ্টিপাত চলছে।
যার ফলে তাপমাত্রা অনেকটাই কমেছে। এমনিতে গরম পড়লে পাহাড় মুখী হন সাধারন মানুষ। তবে এবার বৃষ্টিপাত চলতে থাকায় পর্যটনের ওপরেও প্রভাব পড়ছে। তবুও অতিষ্ঠ গরম সহ্য করতে না পেরে সাময়িক স্বস্তির খোঁজে পাহাড়ের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন অনেকেই। দক্ষিণবঙ্গের মানুষজন মনে মনে চাইছেন, তাপমাত্রা কিছুটা কমুক। একটু বৃষ্টিপাত হোক।