Satellite Internet – এখন ফ্রীতেই পেতে পারেন হাইস্পিড স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা। বিস্তারিত জেনে নিন।

বর্তমানে এক মুহূর্তও ইন্টারনেট (Satellite Internet) ছাড়া চলে না মানুষের। দিনের শুরু থেকে শেষ পর্যন্ত দ্রুতগতির ইন্টারনেট পরিষেবার প্রয়োজন হয়। ইন্টারনেটের জন্য এখন ঘরে ঘরে বসে গেছে ওয়াইফাই। যার ফলে মাসের শেষে মোটা টাকার বিল আসছেই। এছাড়া মোবাইল ফোনেও আনলিমিটেড প্যাক ভরাচ্ছেন মানুষ। যে সমস্ত আনলিমিটেড প্যাকে কল, মেসেজের পাশাপাশি দ্রুতগতির ভালো নেট পাওয়া যাচ্ছে সেই সমস্ত প্যাকের দিকেই ঝুঁকেছেন আমজনতা।

Airtel is Going to Launch Free Satellite Internet Service in India

তবে এখন থেকে আর মোটা টাকার বিল গুনতে হবে না ইন্টারনেটের জন্য। কারণ দেশের বৃহত্তম টেলিকম সংস্থা এয়ারটেল হাজির করেছে অত্যন্ত দ্রুতগতির Satellite Internet বা স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা। এই পরিষেবার সুযোগ নিতে পারবেন আপনিও। কিভাবে? জেনে নিতে পড়ে নিন আমাদের আজকের প্রতিবেদনটি।

  • স্যাটেলাইট ইন্টারনেট কী?
  • এই পরিষেবা চালু করার কারণ কী?
  • স্যাটেলাইট ইন্টারনেটের সুবিধা

স্যাটেলাইট ইন্টারনেট কী?

বিশ্বজুড়ে আলট্রা হাই স্পিড নেটওয়ার্ক মানেই তা হবে ব্রডব্যান্ড স্যাটেলাইট বেসড ইন্টারনেট বা Satellite Internet সিস্টেম। এতদিন ইলন মাস্কের সংস্থা স্টার লিংক এবং আমাদের দেশে মুকেশ আম্বানির টেলিকম সংস্থা রিলায়েন্স জিও এই পরিষেবা প্রদান করত।

তবে এবার সুনীল মিত্তল এর সংস্থা ভারতী এয়ারটেল সেই পথে এক ধাপ এগোলো। বর্তমানে এয়ারটেল ইউটেলস্যাট ওয়ান ওয়েব-এর মাধ্যমে নতুন ব্রডব্যান্ড স্যাটেলাইট বেসড ইন্টারনেট পরিষেবাটি চালু করার প্রস্তুতি নিচ্ছে। আর এই পরিষেবায় উপকৃত হবেন দেশের সকল জনসাধারণ।

Netflix Free Subscription বা বিনামুল্যে নেটফ্লিক্স সাবস্ক্রিপশন

এই পরিষেবা চালু করার কারণ কী?

ভারতবর্ষে শহরাঞ্চলে ইন্টারনেট পরিষেবা ভালো হলেও দেশের ভিতরের দিকে, প্রত্যন্ত অঞ্চলের দিকে ইন্টারনেট পরিষেবার হাল অত্যন্ত খারাপ। যখন তখন নেটওয়ার্ক চলে যাওয়ার নিত্য সমস্যায় ভুক্তভোগী সেই অঞ্চলের মানুষজন।

তাই সংস্থা সূত্রে খবর, দেশের সর্বত্র দ্রুতগতির ইন্টারনেট পরিষেবা প্রদান করাই প্রধান উদ্দেশ্য স্যাটেলাইট ইন্টারনেট চালু করার। মনে করা হচ্ছে Satellite Internet বা স্যাটেলাইট ইন্টারনেট চালু হলে নেট পরিষেবার ক্ষেত্রে সমস্যাগুলি দূরীভূত হবে।

এও মনে করা হচ্ছে, যদি স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা সফল হয়, তবে বিশ্বজুড়ে ইন্টারনেট সিস্টেমের বিপ্লব ঘটবে। জানা যাচ্ছে, প্রথমে অফিসিয়াল ক্ষেত্রে এই পরিষেবা চালু হবে। তারপর গ্রাহকদের মধ্যে এই পরিষেবা গ্রহণের দরজা খুলে দেওয়া হবে। তখন দ্রুতগতির স্যাটেলাইট পরিষেবার সুবিধা নিতে পারবেন সবাই।

স্যাটেলাইট ইন্টারনেটের সুবিধা

ভারতীয় এয়ারটেল যে ইন্টারনেট পরিষেবার পথে পা বাড়িয়েছে, তা আগামী দিনে দেশের ভবিষ্যৎ হবে বলে বিশেষজ্ঞ মহলের মত। গোটা দেশের কোটি কোটি জনসাধারণ এই সুবিধার আওতায় পড়বেন। বারবার প্রতিমাসে আর ইন্টারনেটের বিল দিতে হবে না, কাড়ি কাড়ি টাকা খরচা করতে হবে না ইন্টারনেটের জন্য।

অংক নিয়ে আর ভয় নয়! খুব সহজেই সমস্যার সমাধান করবে এই অ্যাপ।

বলাই বাহুল্য Satellite Internet বা স্যাটেলাইট ইন্টারনেটের জন্য বারবার রিচার্জের ধাক্কা নেই। অফিস, বিদ্যালয় থেকে ব্যক্তিগত ব্যবহারের জন্য এই পরিষেবা বিজ্ঞান ও প্রযুক্তির উপহার বলে মনে করা হচ্ছে। Satellite Internet বা স্যাটেলাইট ইন্টারনেটের গতি যথেষ্ট ভালো।

স্লো নয় দ্রুতগতি ইন্টারনেট পাবেন সবাই।‌ ইদানিং যে হারে ইন্টারনেট নির্ভর কাজের পরিমাণ বেড়েছে, সব জায়গাতেই দরকার হচ্ছে ইন্টারনেট সেখানে এয়ারটেলের এই নতুন উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। আর কিছুদিনের মধ্যেই পরিষেবার সুফল পেতে শুরু করবেন ভারতের জনসাধারণ।

Leave a comment