পশ্চিমবঙ্গের শিক্ষকদের জন্য দুর্দান্ত সুখবর। অনেক দিনের অপেক্ষার পর অবশেষে হাতেনাতে মিলল সুফল। ভোটের আগেই শিক্ষকদের Salary Hike বা বেতন বাড়ালো রাজ্য সরকার। পশ্চিমবঙ্গে কর্মরত শিক্ষকরা বহুদিন ধরেই তাঁদের বেতন বৃদ্ধির দাবি জানাচ্ছিলেন। কিন্তু সরকারের তরফে সেভাবে সাড়া না মেলায় বারংবার হতাশ হচ্ছিলেন তাঁরা। এছাড়া চলছিল ডিএ নিয়ে বিস্তর আন্দোলন ও বিক্ষোভ।
WB Govt School Teachers 40% Salary Hike
মহার্ঘ্য ভাতার বা DA বৃদ্ধির দাবিতে বহুদিন ধরেই একজোট হয়েছিলেন রাজ্যের শিক্ষকেরা। বারংবার তাঁরা আওয়াজ তোলেন যে তাঁরা বঞ্চনার শিকার। তবে শিক্ষকদের যুক্তি শুনেও মুখ বুজে ছিলেন সরকার পক্ষ। তবে ভোটের মরশুমে বড় সারপ্রাইজ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
পশ্চিমবঙ্গের শিক্ষক নিয়োগে দুর্নীতি নতুন নয়। হাজার হাজার বেআইনি চাকরির হদিস মিলেছে রাজ্য। আদালতের নির্দেশে বাতিল হয়েছে বহু প্রার্থীর চাকরি। এখনও অনেকেই অপেক্ষারত। শিক্ষক নিয়োগ নিয়ে অসন্তোষ জমছে রাজ্যের চাকরিপ্রার্থীদের মনে।
একদিকে যেমন শিক্ষক পদের চাকরিপ্রার্থীরা বিক্ষোভে সামিল, তেমনই শিক্ষক পদে কর্মরতদের মনে বেতন বৃদ্ধি না পাওয়ার অসন্তোষ চূড়ান্ত হচ্ছিল। এমতবস্থায়, রাজ্য সরকারের এই সিদ্ধান্ত নিঃসন্দেহে গুরুত্ব রাখে। সামনেই লোকসভা নির্বাচন।
আর ভোটের আগে দেশজুড়ে চলছে চূড়ান্ত প্রস্তুতি। ভোট মরশুমে দেশবাসীর জন্য একের পর এক উপহার সাজাচ্ছে কেন্দ্রীয় সরকার। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবার তাই পশ্চিমবঙ্গে কর্মরত শিক্ষকদের জন্য Salary Hike বা বেতন বৃদ্ধির উপহার সাজালেন।
এই পুরস্কার পেয়ে অবাক হয়ে গেছেন রাজ্যে শিক্ষক মহল। সূত্রের খবর, পশ্চিমবঙ্গের স্কুলগুলিতে কর্মরত শিক্ষকদের বেতন একলাগে ৪০ শতাংশ বাড়িয়েছে রাজ্য সরকার। বুধবার সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের এই সিদ্ধান্তের কথা জানালেন মন্ত্রী মানস ভুইয়াঁ।
পশ্চিমবঙ্গের মোট শিক্ষকবন্ধুর সংখ্যা ৩৩৩৭ জন। এতদিন তাদের প্রতিমাসের বেতনের পরিমাণ ছিল ৫ হাজার ৯৫৪ টাকা। সেলারি বৃদ্ধির বা Salary Hike এর নতুন নিয়ম লাগু হওয়ার পর থেকে তাঁদের নতুন বেতন হবে ৮৩৩৫ টাকা। স্বাভাবিকভাবেই এই সিদ্ধান্তে মুখে হাসি ফুটেছে সবার।
জানা যাচ্ছে, ১লা এপ্রিল থেকে শিক্ষকেরা বর্ধিত হারে বেতন পাবেন। নতুন বেতনক্রম লাগু হতে ভোটের আগেই পকেট ভরবে তাঁদের। বেতন বৃদ্ধির প্রসঙ্গে মানস ভুঁইয়া বলেন, ‘‘আমাদের মানবদরদি, কর্মচারী দরদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যের অর্থ দফতরের মঞ্জুরি নিয়ে তা মঞ্জুর করে দিয়েছেন।’’
একটি রিপোর্ট থেকে জানা যাচ্ছে, মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্তের ফলে উপকৃত হচ্ছেন রাজ্যে কর্মরত ৩ হাজার ৩৩৮ জন শিক্ষক। Salary Hike বা বেতন বৃদ্ধির ফলে সরকারের খাত থেকে খরচ হবে অতিরিক্ত ৯ কোটি ১৯ লক্ষ টাকা।
প্রসঙ্গত, কিছুদিন আগেই চার শতাংশ ডিএ বাড়িয়েছেন রাজ্য সরকার। যা লাগু হতে চলেছে ১লা মে থেকে। যার ফলেও Salary Hike বা বেতন বাড়বে রাজ্যের শিক্ষকদের। সম্প্রতি সিভিক ভলেন্টিয়ার সহ রাজ্যের অন্যান্য পদের কর্মীদের Salary Hike বা বেতন বৃদ্ধির ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।
সিভিক ভলেন্টিয়ারদের একঝাঁক সুবিধা দেবেন রাজ্য সরকার। কিন্তু শিক্ষকদের জন্য কেন পাবে না তা নিয়ে বারংবার অভিযোগ তুলেছিলেন তাঁরা। রাজ্য সরকারি তরফে মহার্ঘ ভাতার পক্ষে উপযুক্ত আশ্বাস না মেলায় সুপ্রিম কোর্টের দরজায় হাজির হয়েছিলেন রাজ্য সরকারি কর্মীরা।
সেখান থেকে এখনো পর্যন্ত কোনো স্পষ্ট নির্দেশ মেলেনি। কার্যতই সংশ্লিষ্ট বিষয়টি নিয়ে একটু হতাশ হয়েছে সবাই। Salary Hike বা বেতন বৃদ্ধির ঘোষণার পর মানস ভূঁইয়া বিজেপি সরকারকে টার্গেট করেছেন। তাঁর বক্তব্যে তিনি বলেন, “কেন্দ্র বিভিন্ন প্রকল্পের টাকা কেন্দ্র আটকে রেখেছে। রাজ্যের বকেয়া পাওনাও দিচ্ছে না।”