Primary TET – আবারও প্রশ্নের মুখে পর্ষদ সভাপতি গৌতম পাল! নিয়োগ নিয়ে কী শোনালেন তিনি?

পশ্চিমবঙ্গে শিক্ষক নিয়োগ (Primary TET) নিয়ে দোলাচাল চলছে। বছরের পর বছর অতিক্রম হওয়ার পরেও নিয়োগ নিয়ে কোন সুখবর পাচ্ছেন না রাজ্যের চাকরিপ্রার্থী যুবক যুবতীরা। শিক্ষক নিয়োগ প্রসঙ্গে পর্ষদের এহেন উদাসীনতায় ধৈর্য হারাচ্ছেন চাকরিপ্রার্থীরা। বারংবার তারা দাবি তুলছেন এবার অন্তত শূন্য পদে নিয়োগ হোক। তবে আদালতের জটিলতার কারণে নিয়োগ নিয়ে ক্ষীণ আশার আলো দেখা গেলেও সুস্পষ্ট জবাব দিচ্ছে না পর্ষদ। চাকরিপ্রার্থী যুবক যুবতীরা এবার সরাসরি প্রশ্ন করলেন পর্ষদ সভাপতি গৌতম পালকে। কি উত্তর দিলেন গৌতম বাবু?

WBBPE Primary TET New News Update in 2024

বছর বছর টেট পরীক্ষার আয়োজন করছে রাজ্য সরকার। প্রাইমারি টেটে (Primary TET) উত্তীর্ণ হচ্ছেন লাখ লাখ প্রার্থী। কিন্তু উত্তীর্ণ প্রার্থীরা নিয়োগ পাচ্ছেন কই? অপেক্ষারতদের ভিড় বাড়ছে, তার সঙ্গে যুক্ত হচ্ছে নতুন উত্তীর্ণরা। বর্তমানে প্রাইমারি টেটে ‌ ডি এল এড ডিগ্রী বাধ্যতামূলক করা হয়েছে।

এই ডিগ্রী কোর্সে প্রতিবছর নাম লেখাচ্ছেন রাজ্যব্যাপী অসংখ্য যুবক যুবতী। ‌মোটা টাকা খরচ করে ডিগ্রী পাওয়ার পরেও চাকরির অভাব তাদের চূড়ান্ত সমস্যায় ফেলছে। অতীতে দেখা গেছে টাকার বিনিময়ে কিভাবে চাকরি বিক্রি হয়েছে পশ্চিমবঙ্গে। উপায় না দেখে টাকার বিনিময়ে ভবিষ্যৎ সুরক্ষিত করতে চেয়েছেন অসংখ্য পড়াশোনা জানা চাকরিপ্রার্থী।

শীঘ্রই প্রকাশিত হতে চলেছে রাজ্যের ফুড এসআই পরীক্ষার রেজাল্ট! কবে? দিনক্ষণ জেনে নিন পরীক্ষার্থীরা

আবার এদের মধ্যে অনেকেই যোগ্যতা না থাকা সত্ত্বেও টাকা দিয়ে চাকরি কিনেছেন।আদালতে নির্দেশে এমন অনেক ভুয়ো প্রার্থীর চাকরি বাতিল হয়েছে। বর্তমানে সেই শূন্যপদ গুলো পড়ে রয়েছে। নতুন চাকরিপ্রার্থীরা সেখানে কবে নিয়োগ (Primary TET) পাবেন সেটা কেবলই সময়ের অপেক্ষা।

এদিকে পর্ষদের তরফে জানানো হচ্ছে, আদালতে মামলা জটিলতার কারণে চাকরি দেওয়া সম্ভব হচ্ছে না। জটিলতা কাটলেই নিয়োগ পাবেন প্রার্থীরা। কিন্তু সে শুভক্ষণ আসবে কবে? দিনের পর দিন অপেক্ষা করছেন আন্দোলনরত তরুণ তরুণীরা। সম্প্রতি পর্ষদ সভাপতি গৌতম পালের কাছে প্রশ্ন তুললেন তাঁরা। ‌”স্যার কবে নিয়োগ হবে..?”

Primary TET - প্রাথমিক টেট

প্রশ্ন তুলেছেন রাজ্যের টেট পাস প্রার্থীরা।ওয়েব কুপার সম্মেলন উপলক্ষে মালদায় আসেন প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যান গৌতম পাল। যেখানেই চাকরিপ্রার্থী দের প্রশ্নবাণ‌ সামলাতে হয় তাঁকে। চাকরিপ্রার্থীরা পর্ষদ সভাপতি কে ঘিরে ধরে হাতে জোর করে চাকরি দেওয়ার আর্জি জানান।

কয়েক জনকে দেখা গেল প্রণাম করতে, কেউ কাকুতি মিনতি করতে থাকেন। পর্ষদ সভাপতি চাকরি প্রার্থীদের সঙ্গে কথা বলেন। তাঁদের বোঝানোর চেষ্টা করেন। ‌এর পাশাপাশি নতুন নিয়োগ (Primary TET) নিয়ে বক্তব্য রাখেন পর্ষদের চেয়ারম্যান গৌতম পাল। ‌

দীর্ঘ আন্দোলনের পরে অবশেষে স্বস্তি! সরকারি কর্মীদের ডিএ মামলায় গুরুত্বপূর্ণ রায় দিল হাইকোর্ট

চেয়ারম্যানকে ঘিরে ধরা চাকরিপ্রার্থীদের প্রশ্ন ছিল, ২০২২ সালের নিয়োগ আদৌ হবে নাকি! এছাড়া তাঁরা এও প্রশ্ন করেন যে, ২০২২, ২০২৩ সালে নিয়োগ একসঙ্গে হবে নাকি আলাদা। যেহেতু পর পর দুই বছরের নিয়োগ কার্যত থমকে রয়েছে। চাকরিপ্রার্থীদের মধ্যে থেকে প্রশ্ন ওঠে নিয়োগ কি এক বছরের মধ্যে হতে পারে? সকলের প্রশ্নের মাঝে পড়ে নিরলস ভাবে উত্তর দেন চেয়ারম্যান।

গৌতম বাবু বলেন, তিনি রাতে যখন শুতে যান তখন চাকরিপ্রার্থীদের মুখগুলো ভেসে ওঠে, ওদের ভালো হোক তিনি চান। এরপর তিনি আশীর্বাদ করে সে স্থান ত্যাগ করেন। অতএব প্রাথমিকের নিয়োগ (Primary TET) নিয়ে কোন সুস্পষ্ট উত্তর দিলেন না পর্ষদ সভাপতি গৌতম পাল। তবে তিনি আশ্বাস দিয়েছেন, যত দ্রুত সম্ভব নিয়োগের চেষ্টা তিনি করবেন।

FOR ANY DETAILS CHECK OFFICIAL WEBSITE – CLICK HERE

Leave a comment