দিন কয়েক আগেই মিটেছে দোল (RBI Policy on Damaged Notes) উৎসব ও হোলি। রঙের উৎসবে মেতে উঠেছিল ভারতবাসী। রঙিন হয়ে ওঠে ভারতবর্ষের সকল রাজ্য। উৎসবের দিনে একটু অসাবধান হলেই বিপদ। রং এর উৎসবের দিনে অনেকেই ঘরকুনো হয়ে থাকেন। আবার অনেকে আছেন যারা প্রাণ ভরে উৎসবের আনন্দ উপভোগ করতে চান। কিন্তু পকেটে নোট নিয়ে পথে বেরোলে মহা মুশকিল!
RBI Policy on Damaged Notes or Coloured Notes
রং উড়ে এসে নোটে লাগলেই সেই নোট চলে যাবে বাতিলের খাতায়! কিন্তু সত্যিই কি তাই? রং লাগানো নোট (RBI Policy on Damaged Notes) কি মোটেই ব্যবহার করা যায় না? কি বলছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া? আসুন জেনে নেওয়া যাক RBI-এর নোট সংক্রান্ত নিয়ম।
দোল ও হোলি উৎসবে মেতে উঠেছিল দেশের আট থেকে আশি। বিশেষ করে ছোটদের দোল উৎসব নিয়ে উৎসাহ থাকে সবচেয়ে বেশি। পথে আগন্তুক মানুষজনের গায়ে রঙ ছুঁড়তে বেজায় মজা পান তাঁরা। তবে বড়দের উৎসাহ কিছু কম থাকে না। পকেটে নোট (RBI Policy on Damaged Notes) নিয়ে পথে বেরোলেচ নোটে রং লেগে যাওয়া অত্যন্ত স্বাভাবিক।
হটাৎ প্রয়োজনে টাকা দেবে এই ব্যাংকগুলি। কোথায় কত বেশি লাভ? দেখে নিন
কিন্তু এইসব নোট (RBI Policy on Damaged Notes) বাজারে ব্যবহার করতে গিয়ে কালঘাম ছোটে আমজনতার। এখন অসাবধান বশত নোটে রং লেগে গেলে তো আর কিছু করার নেই, বরং সেই নোট কিভাবে ব্যবহার করা যায় সে বিষয়ে ভাবতে হবে।রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) এর নিয়ম বলছে, নোটের যত্ন করা একজন আদর্শ নাগরিকের অবশ্যই কর্তব্য।
দেশের একজন নাগরিকের উচিত নোটকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, এবং সেটির সঠিকভাবে ব্যবহার বজায় রাখা। কিন্তু প্রতিবছরই দোলের পর আমজনতা রং লাগা নোট (RBI Policy on Damaged Notes) নিয়ে সমস্যায় পড়েন। আর তাই রিজার্ভ ব্যাংক রঙিন নোট সংক্রান্ত বিষয় নতুন নিয়ম জারি করে। রিজার্ভ ব্যাংকের নির্দেশ জানার পর কিছুটা স্বস্তিতে দেশের আমজনতা।
রঙিন নোট নিয়ে কী বলে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)?
ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক ১৯৮৮ সালে একটি নিয়ম চালু করেছিল যার নাম ‘Clean Note Policy বা ক্লিন নোট পলিসি’। RBI–এর ১৯৩৪সালের এর আইনের ২৭ নং ধারায় বলা হয়েছে, কোনো ভারতীয় নাগরিক কোনো ভাবেই ভারতীয় নোটগুলিকে বিকৃত করতে পারবেন না। ইচ্ছে করে নোট বিকৃত করা দণ্ডনীয় অপরাধ।
তবে যদি কোন কারনে অসাবধানবশত নোট (RBI Policy on Damaged Notes) বিকৃত হয়ে যায়, নোটে রং লেগে যায়, তাহলে কি করতে হবে? সাধারণ মানুষের জন্য সমাধান বাতলে দিয়েছে ভারতীয় রিজার্ভ ব্যাংক। ব্যাংকের নিয়ম বলছে, দেশের নাগরিকরা তাদের ছিঁড়ে যাওয়া অথবা রং লাগানো নোট ব্যাংকে গিয়ে সরাসরি বদল করে নিতে পারবেন।
ফ্রিতে বিদ্যুৎ দিচ্ছে মোদী সরকার! আর লাগবে না ইলেকট্রিক বিল দিতে। আবেদন করলে আপনিও পাবেন এই সুবিধা।
আর এই কাজের জন্য ব্যাংক কোন ফি নেবে না। তাই আপনার পকেটে থাকা নোটগুলিতে (RBI Policy on Damaged Notes) যদি দোলের রং লেগে যায়। তাহলে আপনি নিকটবর্তী ব্যাংকে গিয়ে সেই সকল নোট বদল করে নিয়ে আসতে পারবেন। আর এই নোট অদল বদল এর ক্ষেত্রে আপনার সেই ব্যাংকে অ্যাকাউন্ট থাকা বাধ্যতামূলক নয়।
অ্যাকাউন্ট না থাকলেও আপনি রঙিন নোট (RBI Policy on Damaged Notes) বদল করে আসতে পারবেন। তবে একটা বিষয় খেয়াল রাখবেন, আপনার নোট গুলির অবস্থা বিবেচনা করে তবেই কিন্তু টাকা ফেরত দেবে সংশ্লিষ্ট ব্যাংক। এই সম্পর্কে আরও বিস্তারিত জানতে হলে (RBI) এর এই ওয়েবসাইট টিতে ভিজিট করুন।
Official Site – click here